![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'বিলাপধ্বনি'
(উৎসর্গ: মুজিব ইরম প্রিয়বরেষু।)
সবকিছু ভেঙে পরে সময়ের মেরুদণ্ডে। মেঘের নীল, রাতভোর জেগে থাকা শিউলির ঘ্রাণ। বাতাস ভারি করে সুন্দরের মন্দিরে মাথা কোটা অসুন্দরের গান।
তবু এ অধম সুর ভুলে আউরে ওঠে বিলাপের ধ্বনি, কুয়াশাচাদর ভেবে শূন্যে ধরে ধূপের ছবি।
অধম জানে, জানে পুষ্প__
চন্দন সৌরভে কোমল আঁধার কেমনে কাটে,
এইখানেও ভাঙে, এইখানেও চির ধরে ফাটে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২
এম রাজু আহমেদ বলেছেন: অসাধারণ কাব্যময় উপস্থাপনা!
প্রচণ্ড ভাল লাগলো পড়ে।
আমার পাতাতেও আসার আমন্ত্রন রইলো।