![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট একটা সাধারন মানুষ আমি । লেখালেখি করা আমার পেশা নয় । মন তাড়া করে তাই লিখি আর কি । নিজেকে সব সময়েই বাস্তবতার মাঝে রেখেছি , কখনো কাল্পনিক , পরজাগতিক কিছুতে হারাতে দেই নি । তাই পরজাগতিক সম কিছুকে অবিশ্বাস করি । যেখানে পরজগতেই অবিশ্বাস সেখানে কাল্পনিক ঈশ্বর আর ঈশ্বরের প্রদত্ত ধর্মে কখনোই আস্থা নেই । অর্থাত্ আমি একজন নাস্তিক ।
এই শিরোনামে গতকাল আমারব্লগ ডট কমেও প্রকাশ করেছিলাম । আজ সামুতে প্রকাশ করছি ।
নাটক থামান । অনেক করেছেন নাটক । এবার ঐ রম্য নাট্যমঞ্চ গুঁড়িয়ে দেবার পালা । কি পেয়েছেন ? স্বাধীনতা দেওয়ার নামে হাতে-পায়ে পরাধীনতার শিকল পড়িয়ে মুখে ধর্মের তালা লাগিয়ে দিবেন আর অমনি সত্যকে ছুড়ে ফেলে ঈশ্বর নাম জপতে থাকব ? কখনই না । এই ভাবনা কল্পনাতেই করেন বাস্তব রূপ দেখার ইচ্ছা ভুলেও পোষন করবেন ।
এই পর্যন্ত অনেককেই হারিয়েছি । চোখে আর একফোটাও জল নেই । এখন শত জনকেও হারালে এক ফোটা জল ভুল করে চোখ থেকে পড়বে না । তাই বলে যে সবাইকে খড়গের নিচে পেতে দিব তাও নয় ।
আজ রাজীব হায়দার শোভন ওরফে ব্লগার থাবা বাবা হত্যাকান্ডের শাস্তি স্বরূপ দুজন খুনিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত । এতেই নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পেয়ে গেছে । নির্লজ্জ বেহায়ার মত থোবড়া নিয়ে ক্যামেরার সামনে দাড়িয়ে আইন মন্ত্রী মশায় বললেন খুব দ্রুত ব্লগার রাজীব হত্যার বিচার সম্পন্ন হয়েছে । আজিব কথা ! দীর্ঘ তিনটা বছর পেরিয়ে গেছে তবুও বলছে দ্রুত সময় । কতটা বেহায়া হলে এমন কথা বেড় হয় ভাবুন তো ।
রাজীব হত্যার সাথে জড়িত দুজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত । কিন্তু যে দুজনকে ফাঁসির রায় দেয়া হয়েছে তারা কি আইনের আওতায় আছে নাকি পালিয়ে ? যদি পালিয়ে থাকে তবে কতটা বছর পর তাদের ফাঁসিয়ে দিয়ে রায় কার্যকর করা হবে ?
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দীনকে রাজীব হত্যা মামলায় ৫বছরের কারাদন্ড দিয়েছে আদালত । আনসারুল্লা বাংলা টিমে প্রধান । একটু খেয়াল করুন । রাজীব হত্যার পর থেকে আজ পর্যন্ত যত ব্লগার খুন হয়েছে তার দায় স্বীকার করেছে এই আনসারুল্লাহ বাংলা টিম । এছাড়াও রাজীব হত্যার সাথে আনসারুল্লাহ প্রধান জড়িত । তবুও তাকে ৫বছরের কারাদন্ড কেন ? তাকে কি সুযোগ করে দেয়া হচ্ছে পুনরায় দেশে ব্লগার হত্যাকান্ড ঘটাবার জন্য ?
বন্ধুগণ , খুশি হবেন না । এই রায় এখন পর্যন্ত খুশি হবার মত রায় নয় । তাছাড়াও এখন পর্যন্ত বাকী খুন হওয়া ব্লগারদের খুনিরা ঘুরে বেড়াচ্ছে । টার্গেট করছে আপনাকে অথবা আমাকে কিংবা গোটা দেশটাকে । রাজীব হত্যাকারীদের মধ্যে বাকী যাদের বিভিন্ন মেয়াদে সাঁজা দেয়া হয়েছে তারা যে পরবর্তীতে আপনাকে কিংবা আমাকে বা দেশটাকে কোপাবে না তা ভাবতে পারছেন কি করে ? আর এই সরকার রাজীব হত্যার মামলার রায় দিয়েছে বলে তাদের প্রশংসায় পঞ্চমুখ হবার কিছু নেই । এই সরকারই বলেছে , সীমা লঙ্ঘন না করতে । অর্থাত্ নিজেই নিজের শক্ত ভীত গড়তে প্রস্তুত হন ।
জানি না আজ রাজীব খুশি হয়েছে কিনা । কিন্তু আমি খুশি হতে পারি নি । আজও অভিজিত্ রায় , ওয়াশিকুর বাবু , অনন্ত বিজয় , নিলয় নীল , দীপনের হত্যাকারীরা পরিবেশের হাওয়া বাতাসে ঘুরে বেড়াচ্ছে । যতদিন না এই হাওয়া বাতাস ওদের ছুঁড়ে না ফেলবে ততদিন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব না ।
পরিশেষে এটাই বলব , রাজীব হত্যা মামলায় আদালতের দেয়া রায় ঘৃনা ভরে প্রত্যাখ্যান করলাম । যতদিন না সকল খুনিদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে , ধর্মান্ধতা ধ্বংস না হচ্ছে ততদিন এই রায়কে মেনে নিব না ।
©somewhere in net ltd.