নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে লিখার তেমন কিছু নেই । খুব নগন্য একজন মানুষ আমি । কাল্পনিক ঈশ্বর ও তার প্রদত্ত ধর্মে কখনোই বিশ্বাস করি না । অর্থাত্‍ খাঁটি নাস্তিক ।

শফিক বাঙালী

ছোট্ট একটা সাধারন মানুষ আমি । লেখালেখি করা আমার পেশা নয় । মন তাড়া করে তাই লিখি আর কি । নিজেকে সব সময়েই বাস্তবতার মাঝে রেখেছি , কখনো কাল্পনিক , পরজাগতিক কিছুতে হারাতে দেই নি । তাই পরজাগতিক সম কিছুকে অবিশ্বাস করি । যেখানে পরজগতেই অবিশ্বাস সেখানে কাল্পনিক ঈশ্বর আর ঈশ্বরের প্রদত্ত ধর্মে কখনোই আস্থা নেই । অর্থাত্‍ আমি একজন নাস্তিক ।

শফিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

প্রকাশ্য চুমু নিষিদ্ধ ; আসুন মুহাম্মদী তরিকায় নারীকে গর্ভবতী করি ।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

বাঙলাদেশে এত ধর্ষন হচ্ছে অথচ ধর্ষকরা কেউ
আইনের আওতায় নেই , কারও কোন বিচার হচ্ছে না ।
অথচ আজ যদি আমি প্রকাশ্য চুমুর কথা বলি তবে
১০ সেকেন্ড হতে দেরি আমার চৌদ্দগুষ্টি সহ ১৪
শিকের মধ্যে পুরে রাখতে দেরি হবে না । আচ্ছা প্রকাশ্য চুমু কি
ধর্ষনের চাইতেও খারাপ ? ভালবাসার মানুষকে যদি
প্রকাশে একটা চুমু নাই দিতে পারি তবে সে
ভালবাসার কি-ই বা মূল্য থাকবে ! কলকাতায়
তসলিমার উদ্দ্যোগে প্রকাশ্য চুমুর উৎসব হয়েছে । নানা প্রতিকূল অবস্থায় তসলিমা প্রকাশ্য চুম্বনের পক্ষে থেকেছেন । কিন্তু বাঙলাদেশে ? কোন প্রগতিশীল ব্যক্তিই তো প্রকাশ্য চুমুর পক্ষে একটি বক্তব্য দেন নি , একটি কলাম লিখেন নি । বরং তসলিমার বিরুদ্ধে গালি দিয়ে দু কলম লিখে সুশীল সেঁজে টকশোতে বুলি ছাড়েন ।

আচ্ছা, বাঙলাদেশ তো আর
পাকিস্তান-আফগানিস্তান নয় যে প্রকাশ্য চুমু
দিলে তালেবান জঙ্গীরা গুলি করবে ! ওহ ! মনে নেই এখানে তো তালেবান জঙ্গীদের জারজ জামাত আছে । আর আছে কিছু সুশীল । যারা ধর্মের লেবাশ পড়ে আর সুশীলতার চাদর পড়ে একদিকে চুমুর বিরোধীতা করে অন্যদিকে রাস্তা-ঘাটে কিংবা রেস্ট হাউজে কাপড় খুলে ধর্ষন করে ।

বাঙলাদেশ স্বাধীন দেশ , এখানে সবার স্বাধীনতা
আছে । যে যার মত চলাফেরা করবে , কাজকর্ম
করবে , প্রকাশ্য চুমু খাবে. বাবা ছেলে-মেয়ের সামনে
মাকে , ছেলে-মেয়ে বাবা-মায়ের সামনে ছেলের পছন্দের
মানুষকে চুমু খাবে । এতে এত ভয় কেন ? আমেরিকা কিংবা ইউরোপ দেশ খুলোতে তো এটাই হয় । আমরাও নিজেদের মুক্তমনা বলে থাকি । তবে কেন বাবা- ছেলে-মেয়ের সামনে আর ছেলে-মেয়ে বাবা-মায়ের সামনে পছন্দের মানুষকে চুমু দিতে পারে না ?

আসলে
আমরা ভীতু । ধর্মের পোষাক জড়িয়ে আমরা এক একজন ভিজে বিড়াল হয়ে গেছি । পুরুষ লুকিয়ে তার
ভালবাসার মানুষের দুধ ধরে চাপতে পারে , যোনীতে
যৌনাঙ্গ অনায়াশে চালাতে পারে কিন্তু প্রকাশ্যে
চুমু খেতে হাত পা কাঁপে । আসলে বলতে গেলে কি ,
ধর্ম আমাদের এতটাই অন্ধকারাচ্ছন্ন আর বন্দী
করে রেখেছে যে প্রকাশ্য কিছু করার সাহসীকতা
নেই । যা করার বন্ধ ঘরেই করতে পারি ! আর বন্ধ ঘরে কেন ই বা করতে সাহস দেখাবে না ? ধর্ম আছে তো । ধর্ম কি কখন প্রকাশ্য কিছু করেছে ? সব অন্ধকারে । অন্ধকারে তুমি একটি মেয়েকে যা ইচ্ছে কর । ব্রা-পেন্টি খুলে ইয়েটিয়ে করে প্যাগনেন্ট কর সমস্যা নেই । এটা সুন্নত । আর মুহাম্মদীয় কাজ সব সুন্নত । যেহেতু মুহাম্মদ অন্ধকারে মেয়েদের প্যাগনেন্ট করে কুঁড়ি দশেক বিয়ে নামক খেলা করেছে । সেহেতু তোমাদেরও তাই করা উচিত । এই দেশটা অন্ধকারে থাকতে পছন্দ করে । তাই তসলিমার আলোর পথে না হেটে মুহাম্মদের অন্ধকার পথে হাটে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.