নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে লিখার তেমন কিছু নেই । খুব নগন্য একজন মানুষ আমি । কাল্পনিক ঈশ্বর ও তার প্রদত্ত ধর্মে কখনোই বিশ্বাস করি না । অর্থাত্‍ খাঁটি নাস্তিক ।

শফিক বাঙালী

ছোট্ট একটা সাধারন মানুষ আমি । লেখালেখি করা আমার পেশা নয় । মন তাড়া করে তাই লিখি আর কি । নিজেকে সব সময়েই বাস্তবতার মাঝে রেখেছি , কখনো কাল্পনিক , পরজাগতিক কিছুতে হারাতে দেই নি । তাই পরজাগতিক সম কিছুকে অবিশ্বাস করি । যেখানে পরজগতেই অবিশ্বাস সেখানে কাল্পনিক ঈশ্বর আর ঈশ্বরের প্রদত্ত ধর্মে কখনোই আস্থা নেই । অর্থাত্‍ আমি একজন নাস্তিক ।

শফিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার জারজ সন্তান আইএস ।

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

আইএস । অর্থাত্‍ ইসলামিক স্টেট । ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় তারা জিহাদ করে বলে পরিচিত গোটা পৃথিবীতে । প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধের আতংক সৃষ্টিকারী হল বর্তমানে আইএস । পৃথিবীতে শান্তির কথা বলে ত্রাস তৈরি করে চলেছে এই আইএস । এরা আসলে কি চায় ? ধর্মীয় খিলাফত নাকি সাম্রাজ্যবাদের বিস্তার ?

একটি পিছনে ফিরে যাই । ভারতীয় উপমহাদেশে যখন বিট্রিশ শাসন ছিল তখন ভারতীয়রা দুটি ভাগে ভাগ হয়েছিল । একটি হিন্দু ও অপরটি মুসলিম । সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছিল তখন । কেন হয়েছিল ? বিট্রিশদের সাম্রাজ্য এই উপমহাদেশে টিকিয়ে রাখতে এবং মোড়লীপনা পাঁকা-পোক্ত করতেই এই উপমহাদেশকে দুই সম্প্রদায়ের বিভক্ত করেছিল বিট্রিশ মোড়লরা ।

আজ যখন আইএস নামক ত্রাসে ভিত গোটা পৃথিবী তখন একদিকে শীর্ষ মোড়ল সাম্রাজ্যবাদ ও মোড়ল আমেরিকা আইএস ধ্বংসের কথা মুখে বলে অন্তরে মায়ের ভূমিকায় মায়া কান্না করে চোখের জলে ভাসাচ্ছে । নিজেদের আদিপত্য বিস্তার করতে এবং মোড়লগিরি পাঁকা করতেই আমেরিকা একদিকে আইএস নামক ত্রাস সৃষ্টি করিয়ে জনসাধারণের মনে সন্তোষ জন্মাচ্ছে এবং অন্যদিকে আইএস ধ্বংসের কথা বলে গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজাচ্ছে । এক কথায় বলতে গেলে , আইএস মানেই আমেরিকা আর আমেরিকা মানেই আইএস । অর্থাত্‍ ধর্মকে সুঁড়সুঁড়ি দিয়ে একদিকে ধর্মবাদীদের একটি সম্প্রদায় তৈরি করছে অন্যদিকে আইএস ধ্বংসের ন্যাকামো করে মুক্তচিন্তার শান্তিকামীদের একটি সম্প্রদায় তৈরি করছে । যারা প্রতিনিয়ন যুদ্ধ করে মরবে আর মোড়লরা বসে বসে হাত তালি দিবে । সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ ও মোড়লিপনাকে টিকিয়ে রাখতেই মূলত জন্য এই আইএসের । সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে গোটা পৃথিবীতে একটি অচল বিকল পৃথিবীতে পরিণত করে কব্জা করার উদ্দেশ্যেই মূলত আইএস আমেরিকার-ই পয়দাকৃত জারজ সন্তান ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.