![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অহন থিক্কা সব শয়তানরে দৌরের উপর রাখুম।
নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের কল্প-কাহিনী সাজিয়ে প্রভুদের খুদকুঁড়া পেতে মরিয়া অনেকে। মুসলিমবিদ্বেষী দালালদের আরো একটি গোপন হীন উদ্দেশ্য আছে- আর তা হলো: সাম্প্রদায়িকতার বিষ-বাষ্প ছড়িয়ে আগ্রাসন চালিয়ে মুসলিম নিধন। যেমন ‘প্রথম আলো’ পত্রিকা সিঁদুরবিহীন নারীদের ছবিতে কম্পিউটারে ফটোশপের মাধ্যমে সিঁদুর লাগিয়ে প্রচার করেছে। সচেতন মহল বিষয়টি ধরেও ফেলেছে। কিন্তু ‘প্রথম আলো’ কর্তৃপক্ষ ‘পাঠকের প্রতি’ শিরোনামের একটি রিপোর্টে তা পুরোপুরি অস্বীকার করেছে। কিন্তু ফটোশপ বিশেষজ্ঞদের মতে, দৈনিকটির দাবি সত্য নয়। পরবর্তীতে কোলকাতার ‘আনন্দবাজার’ পত্রিকায় প্রকাশিত একই ছবি থেকে ‘প্রথম আলো’ পত্রিকায় ৭ জানুয়ারি প্রকাশিত ছবিতে ফটোশপের বিষয়টি ধরা পড়ে। বিষয়টি টের পাওয়ায় প্রথম আলো কর্তৃপক্ষ তাদের অনলাইন সংস্করণ থেকে ছবিটি সরিয়ে ফেললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত দৈনিকটির হুবহু সংস্করণে ছবিটি বহাল দেখা গেছে। তাছাড়া প্রথম আলোতে প্রকাশিত ছবির স্ক্রীনশর্ট রেখে দিয়েছে অনেকে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনাগুলো কতটা সত্য, নাকি দালাল মিডিয়ার তৈরি- তা নিয়ে তীর্যক প্রশ্ন উঠেছে। প্রথম আলোর মতো অনেক গণমাধ্যম সংখ্যালঘুদের বিষয়গুলো ফুলিয়ে-ফাপিয়ে বড় করে দেখাচ্ছে বলেও অনলাইনে মন্তব্য করেছেন অনেকে।
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: @শাহ আজিজ- আশা করি দলকানা নন। নিচের লিংকের এনালিসস পড়ে থাকলেতো জানেনই- না থাকলে কষ্ট করে জেনে নিন--
তিনটি কেস ষ্টাডিঃ সংখ্যালঘুদের উপর হামলাঃ মিডিয়ার প্রচার বনাম বাস্তবতা
যশোরের বিষয়টি ছিল, পরাজিত আওয়ামী লীগের প্রার্থি প্রবল ক্ষমতাধর আব্দুল ওহাব বনাম একই দলের এমপি রনজিতের বিরোধ। ওহাব তার প্রতিপক্ষ বিজয়ী রনজিতের সাথে পেরে না ঊঠে হামলা পরিচালনা করে। যেহেতু ওহাব নাম ধারী মুসলমান, বিজয়ী রনজিত হিন্দু, তাই সহজেই এটাকে হিন্দু-মুসলিম দাঙ্গা বলে চালিয়ে দেয়া গেছে।
Also Click this
আওয়ামী লীগের আবারও হিন্দু নির্যাতন
কিংবা এখানে দেখুনতো ঘটনা কি ....
"আসামী পাশের পূজা কমিটির একজন সদস্য! অর্থাৎ সে একজন হিন্দু!কি কারণে সে এই ঘটনা ঘটাল জিজ্ঞেস করলে সে বলে যে, অপর পাশের পূজা কমিটির সাথে মনমালিন্য হবার কারণে সে ঐ কাণ্ডটা করেছে ...."
মিডিয়ার জন্য কেষ্টা বেটা জামাত-বিএনপি তো রেডি! হায়রে মিডিয়া, হায়রে জাতি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আসুন আমরা এই সাম্প্রদায়িক হাঙ্গামার নিন্দা জানাই। দাবি জানাই দায়ী ব্যক্তি যে দলেরেই হোক প্রকৃত অপরাধীদের ধরা হোক। শাস্তি দেয়া হোক, বন্ধ হোক এই মিডিয়া সন্ত্রাস। বন্ধ হোক আওয়ামী লীগের ধর্মীয় উস্কানিমূলক ডাবল গেম খেলা!!!!!!
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪
এম এ কাশেম বলেছেন: আলো নয় ভাই কালো
মতির পাছায় থুতু ঢালো
৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: ঘটনা পর্যবেক্ষণে রাখলাম।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
শাহ আজিজ বলেছেন: আর তা হলো: সাম্প্রদায়িকতার বিষ-বাষ্প ছড়িয়ে আগ্রাসন চালিয়ে মুসলিম নিধন।
মালোপাড়া বিষয়টি ভুয়া বা ফটোশপ , তাইনা??