![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অহন থিক্কা সব শয়তানরে দৌরের উপর রাখুম।
ইংল্যান্ডের স্কুলে কিশোরী ছাত্রীদের অবাঞ্ছিত গর্ভ সঞ্চার এড়াতে তাদের হাতে জন্ম নিরোধক কনডম ও খাবার পিল সরবরাহ করতে বলা হয়েছে। স্কুলের মেয়েদের বিনা মূল্যে কনডম এবং মর্নিং-আফটার পিল (যৌন সংসর্গের পর খাওয়ার বড়ি) দেয়া হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেল্থ এ্যান্ড কেয়ার এক্সিলেন্স থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এই উদ্দেশ্যে স্কুলের নার্সদের জরুরী জন্মনিরোধক সামগ্রী বিতরণের অনুমতি দেয়া হবে।
যুক্তরাজ্যে ১৮ বছরের কম বয়সী মেয়েদের অন্তঃসত্ত্বা হওয়ার হার ১৯৬৯ সাল থেকে এখনো সবচেয়ে কম। ১৫ থেকে ১৭ বছর বয়সী মেয়েদের গর্ভবতী হওয়ার হার প্রতি হাজারে ২৭.৯ রয়ে গেছে।
২০১২ সালে ১৪ বছরের কম বয়সী ২৫৩ মেয়ে অন্তসত্ত্বা হয় এবং এদের মধ্যে তিনচতুর্থাংশই গর্ভপাত করে। আর অনূর্ধ ১৬ বছর বয়সী ৩,২৫১ জনের গর্ভপাত হয়েছে। গর্ভ সঞ্চারের এই হার শতকরা ৫৯.৮ভাগ।
এ অবস্থায় স্কুল গুলোকে নির্দেশ দেয়া হয়েছে তারা যেন কিশোরী ছাত্রীদের জন্য বিনা মূল্যে মর্নিং আফটার পিল ও কনডম সরবরার করার ব্যবস্থা করে। সূত্র: ডেইলি মেইল
লিনক
২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৭
মনিরুল হাসান বলেছেন: অবাঞ্ছিত গর্ভ সঞ্চার এড়াতে তাদের হাতে জন্ম নিরোধক কনডম ও খাবার পিল সরবরাহ করে কি তাদেরকে উৎসাহিত করা হলো না?
৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৯
আলী খান বলেছেন: এটা কি সমাধান, নাকি উৎসাহ প্রদান?
৪| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩২
আমি অপদার্থ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৩
নিরীহ বালক বলেছেন: