![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পলায়ন করিব না, কেননা পলায়নে পরাজয়, আমি বরং ধ্বংস হইব ,তবু পরাজয় বরন করিব না ......
ছেলেবেলা থেকেই আমি থাকতে পারিনি,
যেখানে সবাই ছিল, আমি দেখতে পারিনি,
যা সবাই দেখল, আমি বসন্ত দেখতে পারিনি,
আমি আমার হৃদয়কে জাগ্রত করতে পারিনি,
আমি শুধু নিজেকে ভালবেসেছি ,
কিন্তুু সেদিন মধ্যরাতে ঘুম ভেঙে গেলে,
মনে হল কে যেন দাড়িয়ে,সত্যিই কে যেন,
আমি তোমাকে দেখতে চাই, আমি ক্ষমা চাই,
না কেউ নেই ওখানে ,শুধুই অন্ধকার,
প্রতি রাতেই জেগে উঠি,ভয়ার্ত,দুর্বল,
শুধু ক্ষমা চাই,অন্য কিছু নয় ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০২
মুশি-১৯৯৪ বলেছেন: ধন্যবাদ। দয়া করে আমার কবিতার কাব্যমূল্য যাচাই করবেন না, শুধু মনের কথাগুলো লিখতে চেয়েছি ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০
টুনটুনি০৪ বলেছেন: অনেক ভালো হয়েছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২০
মুশি-১৯৯৪ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব ভালো লিখেছেন +
শুভ ব্লগিং .........