![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পলায়ন করিব না, কেননা পলায়নে পরাজয়, আমি বরং ধ্বংস হইব ,তবু পরাজয় বরন করিব না ......
সেদিন কি মনে করে একটি পুরোনো বই কিনলাম,
রাতে বিছানায় শুয়ে পড়ছিলাম পুরোনো সেই বইটি,
পড়তে পড়তে ঝিমুচ্ছিলাম বা প্রায় ঘুমিয়ে পড়েছিলাম,
মধ্যরাত, হঠাৎ মনে হল দরজায় কে যেন,
তাই তো খুব শান্ত ভাবে কড়া নাড়ছে,
কোন দর্শনার্থী,তাই হবে নিজেকে বুঝালাম।
কিন্তুু ঘুম আসলো না, হঠাৎ মনে হলো,
আরও এক রাতে আমার এরকম হয়েছিল,
মধ্যরাতে ঠিক তাই, আমি কি পাগল হয়ে যাচ্ছি,
আবারও তার কথা মনে পড়ল,আমি ভয় পেলাম,
আমি সমুদ্রের দিশাহীন নাবিক হতে চাই না,
কিন্তুু তাকে মনে পড়লেই আমি দিশাহীন হয়ে পড়ি।
দরজায় কড়া নাড়ার শব্দ,তীব্র ভয় আমাকে গ্রাস করল,
নিজেকে শান্ত করতে চাইলাম,মধ্যরাতের কোন দর্শনার্থী,
নিজের মধ্যে সাহস সঞ্চয় করলাম,নিশ্চই আমার কোন বন্ধু,
বিছানা ছেড়ে উঠলাম,এভাবে কাউকে দাড় করিয়ে রাখা ঠিক নয়,
মনে মনে কি বলব ঠিক করলাম,সত্যিই আমি দু:খিত ,
দরজায় দাড় করিয়ে রাখবার জন্য আমি দু:খিত, ঘুমিয়ে পড়েছিলাম,
এসব বলব বলে প্রস্তুতি নিয়ে দরজা খুলতে গেলাম,
দরজা খুলে অবাক, কেউতো নয় শুধুই অন্ধকার।
অন্ধকারে আবারও তীব্র ভয় আমাকে গ্রাস করল,
দরজা বন্ধ করে মনে হল দরজায় নয় জানালায় শব্দ,
আমি ভেতরে এসে নিজেকে শান্ত করার চেষ্টা কররাম,
সাহস সঞ্চয় করে জানালার দিকে এগিয়ে গেলাম,
জানালা খুলতেই একটি পাখি ঘরের মেঝেতে এসে বসল,
পাখিটি শান্ত ভাবে মেঝেতে বসল যেন এটি তারই ঘর,
পাখিটির দিকে তাকিয়ে কেন যেন আমার ভয় কেটে গেল।
আমার মন ভাল হয়ে গেল,যদিও পাখিটি দেখতে কুৎসিত,
আমি পাখিটিকে জিজ্ঞেস করলাম,কে তুমি, কি নাম তোমার,
পাখিটি বললো ,আমি কেউ নই, আমার মনে হল সুন্দর বলেছে,
আমি অবাক হলাম তার উত্তরে,মনে হল বাহ্ সুন্দর বুদ্ধিদীপ্ত উত্তর,
কিন্তু পাখিটি আমায় ছেড়ে চলে যাবে যেমন সে চলে গিয়েছে,
আমি চিৎকার করে পাখিটিকে বললাম চলে যাও এক্ষনি,
পাখিটির চোখে যেন কোন অশুভ ছায়া, পাখিটি স্থির বসেই রইল।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
মুশি-১৯৯৪ বলেছেন: প্রিয় শাহরিয়ার ভাই, বেশ কিছুদিন হলো আপনার কোন পোষ্ট দেখছি না।
ফুরিয়ে এসেছে নাকি কলমের কালি....।
ভালো থাকুন। শুভ কামনা।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
টুনটুনি০৪ বলেছেন: এভাবেই কলম চলুক অবিরত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩
মুশি-১৯৯৪ বলেছেন: ধন্যবাদ। আপনার লেখায় মন্তব্য করলাম,ভাল লিখেছেন লেখা চালিয়ে যান....
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
মুশি-১৯৯৪ বলেছেন: ধন্যবাদ। ভয় পেলেই এখন কবিতার কাছে আশ্রয় খুজি.....
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেখেছেন! লাইক!
চেষ্টা চালিয়ে যান; আশা রাখছি আরোভালো লিখতে পারবেন!
হ্যাপি ব্লগিং!!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
মুশি-১৯৯৪ বলেছেন: ধন্যবাদ । সমালোচনাও করবেন,যদি কোন ভূল হয়ে থাকে। ভাল থাকবেন।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২
উম্মে সায়মা বলেছেন: খুব ভালো হয়েছে। ভালো কনসেপ্ট।
শুভ ব্লগিং.....
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
উম্মে সায়মা বলেছেন: হঠাৎ, দর্শনার্থী< টাইপো গুলো ঠিক করে নিলে ভালো হয়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮
মুশি-১৯৯৪ বলেছেন: অনেক ধন্যবাদ। টাইপো গুলো ঠিক করে দিয়েছি।
”হে ভালবাসা তোমার খ্যাতি সারা জগৎময়,
তবুও তোমারই কেঠরে বাস করে বিষধর সর্প “
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪
প্রথম স্পর্শ বলেছেন: শুভ ব্লগিং
খুব ভালো হয়েছে
ধন্যবাদ
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪
মুশি-১৯৯৪ বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন...
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবার মতো আমারও মনে হয় ভালো হয়েছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২০
মুশি-১৯৯৪ বলেছেন: ধন্যবাদ। আপনিও খুব ভাল লেখেন, আপনার ব্লগে আরও সনেট আশা করছি ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
স্বপ্ন কি সত্যি হয় ?
ভয় পাবেন না ............
শুভ ব্লগিং
আপনি খুব ভালো লিখেন এবং লিখতে থাকুন ...........
পাশে আছি এবং থাকবো ।
ভালো থাকুন।