![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় এইসব নির্জনতা ছেড়ে মিশে যাই নিরব মৃত্যুর ঘাতক কোলাহলে। চলে যাই এমন কোনো এক দেশে যেখানে নান্দনিক নিঃসঙ্গতা নিন্দনীয় নয় মানবের হৃদয়ে।
চলো বৃষ্টিতে ভিজি,
ভিজিয়ে ফেললে যৌথ শরীর
ভিজতে ভালো লাগবে দুজনার।
চলো ধেয়ে বাতাসের সুরে সুরে
নেচে উঠি বৃষ্টির তালে তালে।
এসো গেয়ে বৃষ্টির সুরে সুরে
মাতাই স্বর্গ-মর্ত্য-পাতাল।
চলো সবুজাভ মাঠে যাই,
বৃষ্টিতে ভেজার আদর্শ জায়গায়
ঘাসের সবুজে খোঁজব তোমায়।
গেঁথে দিয়ে চালতাফুল খোঁপায়
চুম্বনে নিবো ঘ্রাণ যুগল জবার।
চলো বৃষ্টিতে ভিজি,
বৃষ্টি যে ডাকছে আমাদের!
এসো গা ভাসিয়ে বৃষ্টির জলে
বিষম বর্ষণে ভিজি দু'জনে মিলে।
যদি ছুঁই দেহ মিথ্যে কোন ছলে
ভাসাবে কি তোমার জলে?
কিশোরগঞ্জ
২৫ জুলাই ২০১৫
২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১:০১
শাহ্জাদা আল- হাবীব বলেছেন: ভালোবাসা নিবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৪০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
শুভ ব্লগিং.....