![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথাও গেলে যদি আব্বাকে বলি কি আনবো, বলে দেন, ভালো টুপি পেলে এনো। মসজিদে যাবার সময় আব্বা টুপি পরেন।
মালয়েশিয়া থেকে যেসব কারীরা ফিরেন সবাই খুব সুন্দর সুন্দর টুপি পরেন। তাই আমি যখন মালয়েশিয়া যাই, আব্বা বলে দিয়েছিলেন টুপি আনতে। এখানে বলে রাখি, আব্বার মাথার সাইজ একটু বড়। নরমাল টুপি আনলে ছোট হয়। তাই মালয়েশিয়ায় আমি একটু বড় দেখে টুপি কিনলাম। সাদার মধ্যে হালকা নীল কাজ করা।
এমনিতে আমার আব্বা-আম্মাকে কিছু কিনে দিয়ে খুশি করা কঠিন। কেন যেন যখনই জানতে পারেন জিনিসটা তার জন্য কেনা হয়েছে, তখনও সেটা আর ভাল মনে হয় না। যাই হোক টুপি দিলাম আব্বাকে। আব্বার চেহারা দেখে মনে হলো ভাল লেগেছে। হাফ ছেড়ে বাঁচলাম। তারপর খেয়াল করলাম, টুপিটা প্রথম দিন পরলেও পরে আর পরছেন না। হয়তো ভালো বলে তুলে রাখছেন, নতুবা পছন্দ হয় নি, এমন ধারনা করে আর কিছু বলিনি।
কিছুদিন আগে আমার ছোট বোন শেখ া বলল টুপিটা নাকি বেশি বড় হয়েগেছে, মাথা থেকে খুলে যায়, তাই আব্বা পরতে পারেননা..। আমাকে বড় দেখে আনতে বলে এখন নিজেই ধরা খেয়েছেন। একারনে আমাকে আর কিছু বলেন নি। যাহ এটা কেমন হলো?
বি: দ্র: ছবিটা সামস পাঠিয়েছিলেন।
২| ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৬
সারিয়া তাসনিম বলেছেন:
আব্বাকে বলেন যখন বড় হবে তখন যেন এই টুপি পরে ।
১৩ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৪
শাহানা বলেছেন:
৩| ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৫
উধাও ভাবুক বলেছেন: আমার কোন টুপি নাই আমাকে দিয়ে দেন না !
১৩ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৭
শাহানা বলেছেন: গিফট দিয়ে কি আর ফেরত নেয়া যায়?
৪| ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৯
চাচামিঞা বলেছেন: মাথায় কিছু কাপড় প্যাচিয়েও তিনি টুপিটা পরতে পারেন.....
যাই হোক, আপনি কেমন আছেন, সেদিন ব্লগের "মাত্তবর" আপনার কথা বললো, আপনি নাকি খুব ভালো লিখেন। তাই মন দিয়ে আপনার লেখাটা পরলাম। আসলেই সুন্দর লিখেন।+
১৩ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৩
শাহানা বলেছেন: ধন্যবাদ, আপনাকে আর মাতব্বরকে। আপানারা কি একই অফিসে কাজ করেন?
৫| ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:২২
চাচামিঞা বলেছেন: মাথায় কিছু কাপড় প্যাচিয়েও তিনি টুপিটা পরতে পারেন.....
যাই হোক, আপনি কেমন আছেন, সেদিন ব্লগের "মাত্তবর" আপনার কথা বললো, আপনি নাকি খুব ভালো লিখেন। তাই মন দিয়ে আপনার লেখাটা পরলাম। আসলেই সুন্দর লিখেন।+
৬| ১২ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
ময়ুরবাহন বলেছেন: দিদি আপনি কি আগের জন্মে বিড়াল ছিলেন? সবকিছুর সঙ্গে বিড়ালের ছবি দেন কেন? আবার রাগ করবেন না যেন। +
৭| ১৫ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৯
উধাও ভাবুক বলেছেন: লেখক বলেছেন: গিফট দিয়ে কি আর ফেরত নেয়া যায়?
ইসসসসসসসস এটা তো আগে ভেবে দেখিনি !
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০৪
শিক কাবাব বলেছেন:

টুপি বড় বা ছোট করা যায় না। Fixed Size.
তাই টুপির পরিবর্তে পাগড়ী ব্যবহার করা যেতে পারে।
উদাহরণ :