নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ

আমার ব্যক্তিগত ব্লগ

শাহানা

ইচ্ছে করে সব সময় খুব সুখে-আনন্দে থাকি

শাহানা › বিস্তারিত পোস্টঃ

শীতের পোষাক

২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ২:০৪

ছোট বাচ্চাদের শীতের পোষাক কিনে কুলানো মুশকিল। একে তো এরা খুব তাড়াতাড়ি বড় হয়, একবার কিনলে এক মাসে ছোট হয়ে যায়, আবার দিনে এতো বেশি বার নষ্ট করে যে কয়েকবার কাপড় বদলাতে হয়। ২ দিন ধরে হঠাৎ করে ঠান্ডা পড়েছে। শাফিনকে এখন মাঝে মাঝে ফুলহাতা আর হাফহাতা ২টা জামা একবারে পরিয়ে দেই। বেশি কাপড় পরলে ঠান্ডাও লাগে না, আবার স্বাস্থ্য একটু ভাল দেখানোয় দেখতেও ভাল লাগে। সে এখন নানা রকম কালার কম্বিনেশনে জামা পরে খালাদের মুগ্ধ করে দিচ্ছে, সেই সাথে আইডিয়াও দিচ্ছে আর কি কি কালার কম্বিনেশনের জামা তারা কিনতে পারে।

মন্তব্য ১০ টি রেটিং +৭/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১৬

মানবী বলেছেন:

শাফিনের খালারা নিত্য নতুন কম্বিনেশনের অনেক অনেক জামা কিনে দিক... শুভকামনা রইলো :-)

২৩ শে নভেম্বর, ২০০৯ ভোর ৬:৪০

শাহানা বলেছেন: :) শুভ কামনা আপনাকেও।

২| ২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১৬

তিক্ত বলেছেন: এই সব চিন্তাভাবনা বহুৎ পরের । তবু ও ব্যাপারটা ভাল্লাগছে ।

২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৮

শাহানা বলেছেন: কোন জানা বৃথা যায় না, একদিন না একদিন কাজে লাগবে।

৩| ২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০৩

এডভোকেট বলেছেন:
ভাল লাগে বাচ্চাকে নিয়ে লেখেন। আমার মেয়েটার জন্য আমার চোখে দাগ পড়ে যাবে দেখছি। আমাকে ছাড়া সচরাচর কখনো সে ঘুমুতে যায়নি। আমাকে বার বার জামা পড়িয়ে দিতে হচ্ছে। প্রতিবার টয়লেট করার সময় আমাকে যেতে হয়েছে। রাত জেগে দুধ গরম করেছি বউ সারা দিনের ব্যস্ততায় ক্লান্ত থাকত বলে।

আজ আমার চোখে বার বার পানি আসে শুধু একটি বার কোলে নেওয়ার যন্ত্রনায়। বিদেশ এসে মেয়েটাকে বড় একা করে ফেলেছি এমনকি আমি নিজেও খুব একাকিত্ব ফিল করি।

আর একটি প্রশ্নের জবাব: আমার সে বোনটি হঠাৎ করে চিরবিদায় নিয়েছে।

৪| ২৩ শে নভেম্বর, ২০০৯ ভোর ৬:৪৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: বাবুটা কিউট :)

৫| ২৩ শে নভেম্বর, ২০০৯ ভোর ৬:৫০

এ.জে. মিন্টু বলেছেন: বিড়ালকন্যা, আপনে আর আপনের সব বিলাইদের জন্য অনেক শুভকামনা।

৬| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০১

পুরাতন বলেছেন: এজন্য কেনার সময় একটু বড় সাইজের কিনবেন :)

৭| ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০০

বড় বিলাই বলেছেন: আম্মার স্টক থেকে কিছু কাপড় নিলে পারেন, দেখা যাবে আপনার নিজের ছোটবেলার কাপড়ও বের হবে।

৮| ২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫২

কালপুরুষ বলেছেন: তোমার আম্মার স্টকে ছোটবেলার যে কাপড়গুলো পাবে তা মেয়েদের- ছেলেদের স্টক নাই মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.