![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বড় ঔষধ কোম্পানী স্কায়ার তাদের উৎপাদিত ঔষুধের দাম প্রায় দ্বিগুন করে ৪দিন ব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীতের মেলা বসিয়েছে । যা পুরোপুরি অনৈতিক কাজ । এ মেলাতে প্রায় ১৫ কোটি ব্যয় হয়েছে , তাদিয়ে অনেক গরীব লোকদেরকে সাহায্য করা যেত বলে আমি মনে করি ।
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২
গৃহ বন্দিনী বলেছেন: ১৫ কোটি ব্যয় হয়েছে ??????? এই আআআআআ শুনানোর জইন্য
৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩
রায়ান ঋদ্ধ বলেছেন: ব্লগার ভোরের সূর্য'র সাথে সহমত।
কিন্তু ১৫ কোটি কি প্রকৃত অর্থে একটু বেশী না??... একটি কটিও যদি কমতো, তবেই হয়তো অনেক দরিদ্রর প্রয়োজনীয় ঔষধ কিংবা এই মুহূর্তে প্রয়োজনীয় শীতবস্ত্র সরবরাহ করা যেত।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
ভোরের সূর্য বলেছেন: ঔষুধের দাম বাড়িয়ছে এটা অবশ্যই অন্যায়।যৌক্তিক কোন কারণ ছাড়া ঔষুধের দাম বাড়ানো কোনভাবেই মেনে নেয়া যায়না। এটা এমন একটা জিনিস যেটা নিয়ে অতি মুনাফা করাটা নৈতিকভাবে ঠিক না কারন এর সাথে মানুষের জীবন মড়নের ব্যাপার জড়িত।
তবে স্কয়ার যদি উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য কিছু করে সেটাকে অবশ্যই খারাপ বলবোনা কারন উচ্চাঙ্গ সংগীত এমনিতেই খুব অবহেলিত সংগীতের জগতে। এ বিষয়ে যদি স্কয়ার এগিয়ে আসে তবে সেটাকে সাধুবাদ জানাবো।আর আপনি যে উচ্চাঙ্গ সঙ্গীতের মেলার কথা বলেছেন সেটার আসল উদ্যক্তা বেঙ্গল ফাউন্ডেশন। এর সাথে শুধু স্কয়ার না আরো অনেকেই আছে।