নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজ।।গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ সংস্থা

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৮



গ্লোব বায়োটিকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর গ্লোব বায়োটেকের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভূক্ত করেছে।’
এতে বলা হয়, ‘শুধু মাত্র গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদের তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় স্থান পেয়েছে।’

ভ্যাকসিনগুলো হচ্ছে, D614G variant mFNA Vaccine, DNA Plasmid Vaccine, Adonocirus Typo-5 Vcctor Caccine. প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের তালিকায় ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের ভ্যাকসিনসহ ১৫৬টি কোম্পানি রয়েছে।
এরআগে গত বুধবার করোনার ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ মানবদেহে ট্রায়াল কার্যক্রম পরিচালনা করতে গ্লোব বায়োটেকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
করোনার ভ্যাকসিন সম্পর্কে গ্লোব বায়োটেক এর সিইও ড. কাকন নাগ সম্প্রতি জানান, বর্তমানে সারাবিশ্বে করোনা আক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। এই সংক্রমণে ডি৬১৪জি ভ্যারিয়েন্টটি শতভাগ দায়ী বলে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদও (বিসিএসআইআর) বাংলাদেশে সংক্রমণের জন্য ডি৬১৪জি ভ্যারিয়েন্টকে দায়ী বলে নিশ্চিত করেছে।
তিনি বলেন, "আমাদের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ‘ব্যানকোভিড’ টিকাটি ডি৬১৪জি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রথম ও একমাত্র আবিষ্কৃত টিকা।"

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমরা পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবো।পাশ ফেল পরে।

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২২

শাহ আজিজ বলেছেন: ভাল খবর । আমার মেয়ে একটি বৃহৎ ওষুধ কোম্পানির কর্মকর্তা । সে বলল এটা জেনুইন এবং এখন টিকা প্রাপ্তি সহজ হবে। শিশু ও বড়রা আগে পাবে । ডাক্তার , সেনা , পুলিশদের জন্য সরকারী ব্যাবস্থাপনা তো আছেই ।

২| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, কলেরা রিসার্চের সাথে মিলে আরো কয়েক ধাপ যেতে পারে কিনা! হয়তো, তারা বাইওটেকগুলোর সাথে যোগাযোগ করছে।

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৪

শাহ আজিজ বলেছেন: আসলে ফরমুলা কিনে তারপর লোকালি তৈরি হবে , যা হয় বহুমাত্রিক ব্যাবসায় । তবে আমেরিকার টিকা থেকে দেশী টিকা বলে এর চাহিদা বেশি হবে ।

৩| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৬

কলাবাগান১ বলেছেন: সঠিক বিজ্ঞান ভিত্তিক ইংলিশ হবে

D614G variant mRNA Vaccine, DNA Plasmid Vaccine, Adenovirus Type-5 Vector Vaccine.

এর মাঝে বেস্ট হবে D614G variant mRNA Vaccine। অন্য দেশে DNA এবং Adenovirus দিয়ে ভ্যাক্সিন অনেক আগেই করা হয়েছে

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৫

শাহ আজিজ বলেছেন: খুব উৎসাহব্যাঞ্জক খবর । বাইচা থাকার লাইসেন্স হাতের কাছে --------------



পত্রিকা যা লিখছে তাইই দিছি ---------

৪| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: এ তো একটা বিরাট সাফল্য বলে মনে হচ্ছে! এ সাফল্যে নিজেকে একজন বাংলাদেশী হিসেবে গর্বিত বোধ করছি।
আশাকরি, সকল পরীক্ষা পাশ করে এ টীকা শীঘ্রই আমাদের দেশে এবং বিশ্বের অন্যান্য দেশেও প্রয়োগ করা হবে।

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: আমরাও গর্বিত

৫| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: গ্রেট নিউজ।

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৫০

শাহ আজিজ বলেছেন: ইনডিড

৬| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মেয়ের কথা শুনে আনন্দে বুকটা ভরে গেল।

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৫০

শাহ আজিজ বলেছেন: থ্যানক্স

৭| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: গাঁয়ের যোগী ভিখ পায় না। যদিও ওরা পারবে কি পারবে না এটা আমরা জানি না।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৫

শাহ আজিজ বলেছেন: হোকনা প্যাটেন্ট কিনে তাও দেশে তৈরি হবে । একসময় দেশী বিজ্ঞানীরা তৈরি করবে আডভান্সড প্রতিষেধক এই দেশে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.