নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঘের কৃপণ রোদ্দুরে উজ্জীবিত আমি তবু নানা নামহীন প্রেয়সীর দোদুল দোলায় আনমনে আকাশের কাছাকাছি , এক কাপ ধোয়া ওঠা চা হবে । চায়ের সাথে বাংলার শীতের কি সম্পর্ক জানিনে তবে তা অপরিহারয্য এটুকুই জানি । কফির সাথে চীন , রাশিয়ার একরকমের লদকা লদকি আছে যা না দেখলে বোঝা যাবেনা । বাংলাদেশের ব্লাক টি অন্য কোথাও হয়না । ভারত এবং শ্রীলঙ্কা তাদের চায়ের সাথে সিলেটের চা মিশিয়ে বিলেতের চা বলে আমাদের কাছেই বিক্রি করে । আমি দানাদার চা কিনি বেছে বেছে । সবচে ভাল মশলা চা কলকাতা ফ্রি স্কুল ষ্ট্রীটে ফুটপাতে বিক্রি হয় । দরিদ্র মুসলিমরা ওখানে খাট পেতে চা আর পাউরুটি বিক্রি করে । একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবে । রাজশাহীর সাহেব বাজারে নদী মুখো গলিতে চা বিক্রি করে একসাথে ৫০ কাপ । আমি নিজেই মশলা চা বানিয়ে খাই ।
১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৬
শাহ আজিজ বলেছেন: কাল রোদ লাগাতে উঠে দেখি নতুন ফুল সব । ফুল পিচ্চিকাল থেকেই পছন্দ ।
২| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫
জুন বলেছেন: দুটো ছবির পর দু তিন লাইন কিছু লিখেন শাহ আজিজ নইলেতো সামুর পুরা ফ্রন্ট পেইজ ফুলে ফুলময় হয়ে আছে যে
তবে ফুলগুলো খুব সুন্দর।
১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯
শাহ আজিজ বলেছেন: লিখছিলাম , কামে দেয় নাই । আবার চেষ্টা করতাছি।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫
সালাহ উদ্দিন শুভ বলেছেন: কমেন্টে এসে বিশাল কালেকশন দেখলাম
১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০০
শাহ আজিজ বলেছেন: প্রথম পাতায় কেন জানি সব ফুল এক পাতায় এসে যাচ্ছে , আলাদা করার চেষ্টা করলাম হচ্ছে না , তাই কমেন্টে দিয়ে দিলাম ।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৩
ঢাবিয়ান বলেছেন: শীতকালে বাসার বারান্দা বা ছাদের এই চোখজুড়ানো ফুলগুলো খুব মিস করছি। আমাদের দেশের শীতের ভোরে ভাপ ওঠা ভাপা চিতইসহ রকমারী পিঠা, সর্ষে ক্ষেত আর নয়নজুড়ানো গাঁদা কসমস আমার দেখা শ্রেষ্ঠ দৃষ্য। সেই সময়ে মনে হয় '' এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তু্মি
১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৯
শাহ আজিজ বলেছেন: হুম , বাংলাদেশে শীতকাল এক ভিন্ন আমেজ নিয়ে আসে । পৃথিবীতে আর কোথাও শীতে রসে ভেজা পিঠে , আগুন পোহানো , বিচিত্র ফুলের সমারোহ নেই ।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
শহরে তোলা ছবি, নাকি গ্রামে?
১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯
শাহ আজিজ বলেছেন: ঢাকা শহরে ১২ তালার উপরে ছাদ বাগানে । বাড়িওয়ালা আমায় রোদ্দুর লাগানোর জন্য চাবি দিয়েছে ।
৬| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কি আজব পৃথীবি।এখানে ফুল হয় গ্রীষ্মে আর আমাদের দেশে শীত কালে।বেগুনীর সাথে মাঝে গলুদ ফুলটিই আমার কাছে সব থেকে সুন্দর
১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৪
শাহ আজিজ বলেছেন: ওটা আমিও প্রথম দেখলাম । আমাদের টেম্পারেচার আপনাদের বসন্ত কাল ।
৭| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৫
শায়মা বলেছেন: এসব কি তোমাদের বাগানের ফুল ভাইয়ামনি!!! খুবই সুন্দর!!!
১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫১
শাহ আজিজ বলেছেন: বাড়ি ওয়ালার বাগান ।
৮| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৮
শায়মা বলেছেন: আমিও শখের বাগানী......
১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৮
শাহ আজিজ বলেছেন: হুম , অনেকেই ফুল বাগান করে । আমি খুব ছোট বেলায় ফুল গাছ লাগিয়েছিলাম । স্থায়ী আবাস হয়নি তাই বাগান আর হয়নি । এখন টবেও লাগাইনা , অভিমানে ।
৯| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:০৭
কবিতা ক্থ্য বলেছেন: আজিজ ভাইকে মনে হচ্ছে- লকডাউনে হাপিয়ে উঠেছেন।
১৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯
শাহ আজিজ বলেছেন: হুম , তাই
১০| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৪
পুকু বলেছেন: শীতের সকালে চায়ের সাথে ফুল বাগানে ভ্রমণ!!!!???!!!
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৮
শাহ আজিজ বলেছেন: হ্যা , দারুন মজার সাথে রাগ ভৈরবী সেতারে ।
১১| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৮
পুকু বলেছেন: অসাধারণ সমাহার
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৪
শাহ আজিজ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি দেশি আজকাল ফুল টুল নিয়ে বেশ সময় কাটাচ্ছেন! খুব ভালো, এতে মনটা ভালো থাকবে।