নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

এই ব্যার্থতার দায় কে নেবে ??

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২১





তেলের দাম বাড়ার আগেই বাজার গরম । আমাদের এলাকায় যে সব্জি ভ্যান বসত তারা আজ নেই । সদরঘাটে আজ দুপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ করেছে ডাকু মালিকরা । বাস স্ট্যান্ডে একি অবস্থা । যারা ঘাটে , স্ট্যান্ডে , রেল ষ্টেশনে পৌঁছেছেন তারা বাসায় ফিরবেন কি করে অথবা রাত কাটাবেন খোলা আকাশের নিচে । বন্দরে মাল খালাস বন্ধ । ধর্মঘট কোটি খানেক মানুষকে বিড়ম্বনায় ফেলেছে । নিন্ম বিত্তের মানুষেরা আজ রাতে লবন দিয়ে ভাত খাবেন । মধ্যবিত্তের মেন্যু কম হবে আর উচ্চবিত্তের মানুষ যা খেয়ে থাকেন তাই খাবেন । যে যেভাবে পারছে মানুষের পকেট কাটছে , লুটছে সংঘবদ্ধভাবে । তেল পাচার হবে বলে তেলের দাম বৃদ্ধি । তেলের দাম পৃথিবীর বাজারে আগেই বেড়েছে আমরা ভারতকে অনুসরন করি বলে দেরিতে বাড়ালাম । বর্ডার গার্ড শক্ত হলে তেল পাচার হবে কেমন , ওখানেই বিশাল ফ্যাঁকড়া । আজকের স্বরাষ্ট্র মন্ত্রী বনাম ডাকাতদের মিটিং অমিমাংসিতভাবে শেষ হয়েছে । কাল কি হবে তা স্বয়ং ঈশ্বরও জানেন না ।

আপনাদের কিভাবে বলি "ভাল থাকুন"








মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



এসব ডাকাতদের বাড়তে দিয়েছিলেন শেখ হাসিনা; কোন সিষ্টেম গড়ে তুলেননি তিনি; তারই সৃষ্টি মহা-মাফিয়া মন্ত্রী শাহজাহান খান।

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: চাইপা যান । এতো সরাসরি কইতে হয় না ।

২| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৪৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সমস্যাটা জাতিগত - সব ব্যবসায়ীই ওঁৎ পেতে থাকে এই ধরণের সুযোগের ও অজুহাতের। প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বেরও মাথা ব্যাথা নেই এদের নিয়ন্ত্রণের - কারণ তারাও এই সকল কর্মকান্ডের বেনেফিসিয়ারি।
একটা দেশের বয়স পঞ্চাশ বছর হয়ে গেলো কিন্তু এখনো সব সেক্টরে পথ হারা হয়ে অন্ধের মতো হাতড়ে বেড়াচ্ছে !

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: একটা দেশের বয়স পঞ্চাশ বছর হয়ে গেলো কিন্তু এখনো সব সেক্টরে পথ হারা হয়ে অন্ধের মতো হাতড়ে বেড়াচ্ছে !

চমৎকার বলেছেন ।

৩| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



আসলে শিক্ষিতরাই অব্ধ এবং খোঁড়া; ব্যবসায়ীরা ও প্রশাসন দেখছে যে, তাদের থামানোর কেহ নেই।

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: তাদের মনে একটা ধারনা দৃঢ়বদ্ধ হয়েছে যে এই সরকার তাদের কাছে বাঁধা ।

৪| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকার এটাকে ব্যর্থতা বলে মনে করে না। সরকারের কোন ব্যর্থতা নাই।

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০৩

শাহ আজিজ বলেছেন: আমারও ধারনা সরকারের মতই ।

৫| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সমস্ত জনগনকে বিপদের মাঝে ফেলে দিয়েছে।উপায় হয়তো একটা হয়ে যাবে ,যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল।

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৮

শাহ আজিজ বলেছেন: কিন্তু যারা ভুগলো বা এখন ভুগছে তাদের কি হবে ?

৬| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১১

জুল ভার্ন বলেছেন: চিন্তার কিছু নাই। স্যার ওবায়দুল কাদের বলেছেন, " জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে বসেই নজর রাখছেন"!

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৯

শাহ আজিজ বলেছেন: মাশাল্লাহ

৭| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: উন্নত রাষ্টের কাতারে বাংলাদেশ যেতে হলে উন্নত ব্যবস্থাপনায় ক্রয় বিক্রয় করা চাই দাম কোন বিষয় হলো! সবি উন্নতি বুঝলেন!!

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৯

শাহ আজিজ বলেছেন: স্যরি , ভুল হয়ে গেছে ----------------

৮| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: দেশের উন্নয়ন করতে হলে, তেলসহ জিনিসপত্রের দাম তো বাড়াতেই হবে। উন্নয়নের খেল দেখেন ভাই!
সামর্থ্য কম থাকলে কম খান, কম ঘুরাফেরা করেন। সামর্থ্য না থাকলে, না খান, আর ফেসবুকে পোস্ট দেন, কপালগুণে ভাইরাল হয়ে গেলে ফেরেস্তারা খাবার নিয়ে আসবে। আর কপাল মন্দ হলে না খাইয়া মরেন, তবু কথা বলবেন নাহ।
দ্যাশে উন্নয়ন চলতাছে .......।

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০৮

শাহ আজিজ বলেছেন: হাচা কতা কইছেন । ফেসবুক না টি ভি চ্যানেল দেখেন , সবখানেই কান্দন ।


অগো কইয়া দিমু না কানতে ।

৯| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:



প্রাইভেট কারের বেলায়, গ্যাস ও গ্যাসোলিনের দাম বাড়ানোর দরকার আছে।

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪২

শাহ আজিজ বলেছেন: পাবলিক বাসের বেলায় ছাড় দিতে হবে । লাক্সারি বাসের রেট ভিন্ন হবে । খাদ্য বহনকারী ট্রাকের গ্যাস বা তেলের উপর ছাড় দেওয়া উচিত , লঞ্চেও তাই । একটু শক্ত হাতে হাল ধরলে সামাল দেয়া যাবে ।

১০| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই এই কর্পরেশন সোনার ডিম দেয়, সবাই প্রোটীন যোগাড় করছে ওখান থেকে।

০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩১

শাহ আজিজ বলেছেন: বিপিসি লাভজনক প্রতিষ্ঠান । এক বছর ভর্তুকি দিলে খুব ক্ষতি হতো না ।

১১| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ২:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ভাত নাই, দাম বেশী ! গুলি দে!
খেয়ে মরি!-

০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩২

শাহ আজিজ বলেছেন: ধৈর্য উত্তম লক্ষন ।

১২| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:২৫

নাহল তরকারি বলেছেন: প্রধানমন্ত্রী চাইলেই কলমের খোচায় তেলের দাম কমাতে পারে। তেলের দাম যে বাড়াতে ধর্মঘট হচ্ছে সেটা কি প্রধানমন্ত্রী জানে??

০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৫

শাহ আজিজ বলেছেন: কার্যত সেরকম কিছু মেন্যু আমাদের খাওয়ানো হচ্ছে । মনে হয়না তেলের দাম কমবে ।

১৩| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,





খালি তেল দেয়ার "তেল" এর মূল্য বাড়েনা।
কারনে অকারনে সব ধরনের তেলের মূল্য বৃদ্ধি যে প্রকারন্তরে আম-জনতার পকেট খালি করে দেয়, তা কি আম-জনতারা জানে ?

০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৭

শাহ আজিজ বলেছেন: সত্যকথন ।

১৪| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৬

বিটপি বলেছেন: তেলের দাম বাড়ালে ধর্মঘট হবে - এটা সবাই জানে, তাই কেউ কিছু করছেনা। মানুষজন আরো ভুগুক। ২০ টাকা ভাড়ার রাস্তা কয়েকদিন ১০০/১৫০ টাকা দিয়ে যাক। এরপর ভাড়া ৩০ টাকা করলে কেউ কিছু বলবেনা - ৭০ থেকে ১০০ টাকা তো সেভ হইল তারপরেও।

প্রধানমন্ত্রী যখন 'নজর' রাখছেন, তখন এইসব বিষয় নিয়া আমাদের কি চিন্তা করার কিছু আছে?

০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

শাহ আজিজ বলেছেন: হুম , তাই

১৫| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেউ নেবে না।

০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

শাহ আজিজ বলেছেন: নেওয়ার জায়গা নেই , জনতার বুকে , মুখে কষ্টের ছাপ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.