নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী এখন উবারের ট্যাক্সি ড্রাইভার।

২১ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৯



আফগানিস্তানের সেই অর্থমন্ত্রী খালেদ পায়েন্দা এখন আমেরিকান ক্যাপিটল ওয়াশিংটন ডিসিতে উবারের ট্যাক্সি ড্রাইভার।

এই সপ্তাহের শুরুর দিকে এক রাতেই খালেদ পায়েন্দা ছয় ঘন্টার কাজ করে ১৫০ ডলারের বেশি উপার্জন করেছেন। আগামী দুই দিনের মধ্যে আর মাত্র ৫০টি ট্রিপ সম্পন্ন করতে পারলে তিনি ৯৬ ডলার বোনাস পাবেন!

তালেবান ক্ষমতা গ্রহনের ১ সপ্তাহ আগেই তিনি আশরাফ ঘানি সরকার থেকে পদত্যাগ করে আমেরিকায় চলে আসেন।

৪০ বছর বয়সী খালেদ পায়েন্দা যখন আফগান অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন তার এই হাত দিয়েই একবার ৬ বিলিয়ন মার্কিন ডলার বাজেটের তদারকি করেছিলেন - সেই হাতেই এখন ব্লাক ট্যাক্সির স্টিয়ারিং!

সাবেক এই অর্থমন্ত্রী ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ’আমি আমার পরিবারকে সাহায্য করতে পেরে কৃতজ্ঞ। বর্তমানে আমার নিজস্ব কিছু নেই, কোথাও যাবার নেই। আমি এখানকারও নই সেখানকারও নই। এ বিষয়টি খুবই শূন্যতার জন্ম দেয়।

মানুষের ভাগ্যের লিখন বড়ই অনিশ্চিত ।

সংগৃহীত

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২২ রাত ২:১১

জগতারন বলেছেন:
মানুষের ভাগ্যের লিখন বড়ই অনিশ্চিত ।


চিরন্তন সত্য কথা !

২১ শে মার্চ, ২০২২ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: যাক তবুও লোকটি রাজকোষ থেকে টেকা টুকা মারে নাই , খেটে খাচ্ছে ।

২| ২১ শে মার্চ, ২০২২ রাত ২:৫০

সত্যপীরবাবা বলেছেন: একেবারেই অপদার্থ, বেগম পাড়ায় একখান বাড়িও বানায়তে পারে নাই !!!!!!
সত্যিই যদি এই লোক ক্যাবিং করে সংসার চালায়, তাহলে তাঁর জন্য করুনা না, স্যালুট আর শুভেচ্ছা।

২১ শে মার্চ, ২০২২ সকাল ১০:০৪

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই , কি বোকা !!






সালিউট

৩| ২১ শে মার্চ, ২০২২ সকাল ৮:৩৫

নেওয়াজ আলি বলেছেন: আমাদের নেতাদের হতে শিক্ষা নিলে উবার ড্রাইভার হতৈ হতো না

২১ শে মার্চ, ২০২২ সকাল ১০:০৫

শাহ আজিজ বলেছেন: হুম , গাড়ি কোম্পানির মালিক হতো ।

৪| ২১ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ পেপারে দেখলাম।

২১ শে মার্চ, ২০২২ সকাল ১০:০৬

শাহ আজিজ বলেছেন: বিদেশের অনেক পেপারেই এসেছে ।

৫| ২১ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৬

শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক বলেছেন: আসলে নাকি?

২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: তাইতো দেখছি আমেরিকান পত্রিকায় ।

৬| ২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

ফাইনান্স রিলেটেড কাজ পাইনি কেন?

২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: উনি আমেরিকায় পড়াশুনা করেননি । আছেন রিফিউজি অবস্থায় । গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন এইটাই বিশাল ।

৭| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৮

ডঃ বাহারুল ইছলাম বলেছেন: লিঙ্কড ইন এ পেলাম (https://www.linkedin.com/in/payenda/)
Education
University of Illinois Urbana-Champaign logo
MSc Economics, Economic Development and Growth (2008 - 2010)
Preston University- MBA, Project Management, 2005
MBA, Finance and Banking, 2003 - 2004

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৩

শাহ আজিজ বলেছেন: বাহ , চমৎকার বিষয় তুলে এনেছেন ।



ধন্যবাদ ।

৮| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪১

শূন্য সারমর্ম বলেছেন:

:গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন এইটাই বিশাল।

ফাইন্যান্সে দক্ষতা থাকলে গাড়ী চালাতে হয় কেন? ঐটা অনুমতি দেয় না নাকি রিফিউজিকে?

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৭

শাহ আজিজ বলেছেন: তিনি যে চেষ্টা করেননি মনে হয়না । আছে কিছু নিয়ম কানুন , বেড়া ডিঙ্গোতে পারলে সেই ধরনের চাকুরি পাবেন ।

৯| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাজ করে খাচ্ছেন তাতে অসম্মানের কিছু নেই। ক্ষমতা পেলে মানুষ কত কিছু করে ফেলে। তিনি অন্যরকম। তার জীবনে সুখ আসুক ফিরে।

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৪

শাহ আজিজ বলেছেন: হুম তাই বটে ।

১০| ২১ শে মার্চ, ২০২২ রাত ৮:২৩

সোবুজ বলেছেন: তাদের যে প্রতিভা,এছাড়া আর কিইবা করবে।

২১ শে মার্চ, ২০২২ রাত ৯:০৮

শাহ আজিজ বলেছেন: হুম , বটে ।

১১| ২১ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিয়তি কাকে কখন
কোথায় নিয়ে যাবে
তা একমাত্র আল্লাহই
ভালো জানেন।

২২ শে মার্চ, ২০২২ সকাল ৭:০২

শাহ আজিজ বলেছেন: সেটাই ঠিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.