|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
জার্মানি ইউক্রেন যুদ্ধের সুচনায় ২০০০ এনটি ট্যাংক মিসাইল দিয়েছিল । ট্যাঙ্কের শবদেহ  দেখে মনে হচ্ছে  এতো পুতিনের কংকাল । ঐ এনটি ট্যাংক মিসাইল কত কাজে লেগেছে এটা তার প্রমান । ৬০ কিলোমিটারের ট্যাংক বহর শুরুতেই থেমে গিয়েছিল । বলা হচ্ছিল তেল , চাল ডাল নেই টাই ট্যাংক চলছেনা । এখন ট্যাংক বহর আরও ৭০ কি মি পিছিয়ে গেছে । ছবি দেখুন ।
   
    
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
  
   
 
 
   
 
  
 
  
   
 ইউক্রেনে ভাঙ্গারির ব্যাবসা জমজমাট হবে , আছেন কেউ ভাই ??? কটকটি কিন্তু দেশ থেকে নিয়ে যেতে হবে !!
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৫:৩৪
২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৫:৩৪
শাহ আজিজ বলেছেন: ট্যাঙ্কের চেন গলে যায় এই প্রথম দেখলাম ।
২|  ২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৫:৪০
২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৫:৪০
সোনাগাজী বলেছেন: 
রাশিয়ান জেনারেলরা পুটিনের মতো দুর্নীতিতে ডুবে আছে, ওরা ব্যবসা বাণিজ্য করছিলো এবং ওরা বিনা প্ল্যানে যুদ্ধে গিয়ে আটকে গেছে। তবে, যত ভাংগা  ট্যাংকের ছবি আসছে, এর মাঝে কারিগরিও আছে, এত ট্যাংক ধ্বংস হয়নি।
  ২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৫:৪৮
২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৫:৪৮
শাহ আজিজ বলেছেন: কি জানি তবে কিছুতো ধ্বংস হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক হলে সব জানা যাবে ।
৩|  ২৯ শে মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:১৮
২৯ শে মার্চ, ২০২২  সন্ধ্যা  ৬:১৮
সোবুজ বলেছেন: রাশিয়ার ধ্বংস হয়েছে ট্যাংক ইউক্রেনের স্থাপনা।মাঝখান থেকে আমেরিকার লাভই লাভ।যেই গ্যাস রাশিয়া থেকে পেতএক ডলারে সেই গ্যাস আমেরিকা থেকে কিনছে চার ডলারে।ফ্রান্স জার্মান মনে হয় ইউক্রেনকে সাহায্য করতে রাজি না।তারা রাশিয়ার সাথে মিমাংসা চায়।
  ২৯ শে মার্চ, ২০২২  সন্ধ্যা  ৭:১০
২৯ শে মার্চ, ২০২২  সন্ধ্যা  ৭:১০
শাহ আজিজ বলেছেন: ইউরোপ চাইছে না একটা যুদ্ধ ছড়িয়ে পড়ুক । শুধু অস্ত্র ব্যবসায়ী আর ভাড়াটিয়া সৈন্যদের জন্য সিজ ফায়ার একটা দুরভাগ্যের খবর। একটু আগে তুর্কিতে রাশিয়া -ইউক্রেন আলোচনায় রাশিয়া কিভ এলাকায় বোমা বা মিসাইল নিক্ষেপ করবে না বলে ঐকমত্যে পৌঁছেছে ।
৪|  ২৯ শে মার্চ, ২০২২  রাত ৯:৪৯
২৯ শে মার্চ, ২০২২  রাত ৯:৪৯
গরল বলেছেন: পুতিন এখন ইউক্রেন বাদ দিয়ে শুধু ডনবাস নিয়ন্ত্রণ এর রুপরেখা নির্ধারণ করেছে। এতেই বুঝা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন দখল করতে বা সরকার ও রাজনীতি নিয়ন্ত্রণ করতে ব্যার্থ। সেকারণের জেদের বশে শুধু মিসাইল ছুড়ে যত বেশি ধংস করা যায় সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছে যাতে ইউক্রেন আগামি দশ বছর অন্তত মাথা তুলে দাঁড়াতে না পারে।
  ২৯ শে মার্চ, ২০২২  রাত ১০:০০
২৯ শে মার্চ, ২০২২  রাত ১০:০০
শাহ আজিজ বলেছেন: আজ সন্ধ্যায় ইস্তাম্বুল সামিট শেষে সেরকমটাই বুঝতে পারলাম । ইউক্রেন অনেক সাহায্য পাবে মাথা তুলে দাড়াতে । তার খনিজ সম্পদ অনেক , গাহাক লাইনে অনেক । তবে পুতিন আর বিশ্বাসযোগ্য রইল না। তাজিক , কিরগিজ মুসলিম রাষ্ট্র গুলো আরও নিজস্ব ব্যাবস্থাপনা চায় তাতে মস্কোর মাথাব্যাথা শুরু হবে । আমেরিকাও প্রস্তুত এসব গোলমেলে পরিবেশ সৃষ্টিতে এক হাত বাড়িয়ে দিতে । এইযে অহেতুক ধ্বংস যজ্ঞ এ জন্য জাতিসংঘের পদক্ষেপ কি হবে তা জানাও জরুরি ।
৫|  ২৯ শে মার্চ, ২০২২  রাত ১১:৪৯
২৯ শে মার্চ, ২০২২  রাত ১১:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: শেষতক রাশিয়া হয়ত বেজার মুখে ইউক্রেন ছেড়ে যাবে।
  ৩০ শে মার্চ, ২০২২  রাত ১২:৫০
৩০ শে মার্চ, ২০২২  রাত ১২:৫০
শাহ আজিজ বলেছেন: সম্প্রসারনবাদী এই ভল্লুক গুলোর লাজ হায়া বলে কিছু নেই । ইউক্রেনের কিছুটা অংশ হাতিয়ে নিল ।
৬|  ৩০ শে মার্চ, ২০২২  দুপুর ২:১৫
৩০ শে মার্চ, ২০২২  দুপুর ২:১৫
প্রতিদিন বাংলা বলেছেন: ট্যাংক যদি তেল চাল ডালের অভাবে না চলে, তবে ৭০ কিলো পেছালো কিভাব (অবশ্য ছবিতে সব সম্ভব )
  ৩০ শে মার্চ, ২০২২  বিকাল ৫:১৩
৩০ শে মার্চ, ২০২২  বিকাল ৫:১৩
শাহ আজিজ বলেছেন: কাগুজে খবর । আসলেই কি ঘটেছে আমরা বলতে পারব না ।
৭|  ৩০ শে মার্চ, ২০২২  বিকাল ৩:২৭
৩০ শে মার্চ, ২০২২  বিকাল ৩:২৭
শামছুল ইসলাম বলেছেন: ছোট বেলায় ভাঙ্গারির দোকানে কিছু বিক্রি করে কটকটি খাওয়ার কথা মনে পড়ছে।
যুদ্ধে জড়িয়ে বিজয় ছাড়া ফিরে আসা তো পরাজয়েরই নামান্তর।
রাশিয়ার এই হাল হবে অনেকেই ভাবতে পারেনি।
  ৩০ শে মার্চ, ২০২২  বিকাল ৫:১৬
৩০ শে মার্চ, ২০২২  বিকাল ৫:১৬
শাহ আজিজ বলেছেন: পুতিন বুঝতে পারেনি অবস্থা এই রকম হবে । অজ্ঞাত ইউক্রেনিয়ানরা গেরিলা যুদ্ধ ভালই জমিয়েছে । দু পক্ষের হতাহত অনেক ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৫:৩১
২৯ শে মার্চ, ২০২২  বিকাল ৫:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী ভয়ংকর অবস্থা