নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুকে অস্বীকার

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৭





কাঠের ব্যাবসায়িরা আম গাছটাকে কেটে ফেলেছিল । কিন্তু শেকড় তুলতে ভুলে গিয়েছিল । প্রচণ্ড শোকে মুহ্যমান আম্র শেকড় সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জেগে উঠল কোন এক বর্ষা শেষে কার্তিকে । তা থেকে বেরিয়ে এলো ফুল , ফুল থেকে বেরুলো একটি মাত্র আম । তাতেই কর্তিত আম গাছের বিজয় । এভাবেই ছোট শাখা এক সময় বড় হবে । ফল দেবে , ছায়া দেবে পথিককে , অক্সিজেন যোগ করবে প্রকৃতিতে । বৃক্ষের অভিমান নিজ বুকে ধারন করে দানবের কর্তিত মুক্ত চিন্তার শাখা পালা বাড়তে দিন অদম্য । ওরাও আমের মত টস টসে জানান দিক মুক্ত বুদ্ধির বিনাশকারী ঠিকেদারদের , আমরা মরি ক্ষনিকের তরে , আমাদের শেকড় বেচে থাকে মুলে , একসময় জেগে উঠি এই শ্বাপদ সংকুল বাংলার তটে । আমি অদম্য অরন্য গড়ে দেব মানুষেরে ।


ছবিঃইনক্রেডিবল থিংস

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৭

একজন নিষ্ঠাবান বলেছেন: প্রকৃতি ইচ্ছা করলে সবই করতে পারে।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০২

শাহ আজিজ বলেছেন: প্রকৃতি অদম্য ।

২| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৯

সোবুজ বলেছেন: গাছ অনুপাতে আমটা বেশ বড় হয়েছে,দেখতেও সুন্দর।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৩

শাহ আজিজ বলেছেন: মুল গাছটা বেশ বড় ছিল ।

৩| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: প্রাণের অস্তিত এভাবেই রক্ষা পায়।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: হুম , প্রানের অস্তিত্ব করে কে অস্বীকার ।

৪| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ইচ্ছেতেই সব হয়। তিনি কী না পারেন

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৫

শাহ আজিজ বলেছেন: সাঁই এর ইচ্ছাই আসল।

৫| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: সবই উপর ওয়ালার ইচ্ছা চলচ্ছে ভাল থাকবেন দাদা

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩০

শাহ আজিজ বলেছেন: ভাল আছি । তুমি ভাল থেকো ।

৬| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫০

জগতারন বলেছেন:
কিচ্ছুই বলা যায় না শুধু মাত্র ছবি দেখিয়া।
এই ছবিটি সংগ্র করে এখানে উঠাইয়া দেওয়া হইতে পারে।
আবার এও হইতে পারে ছবিটি কেহ এডিট করে ছাপাইতে পারে।
আর সেইখান থেকেই এই ব্লগার এইখানে আবার উঠাইয়া দিতে পারেন।
তাই বিলিয়াছিলাম কিচ্ছু নিশ্চিত করিয়া বলা যায় না।
তবুও এইখানে তুলিয়া দিয়া আমার মত পাঠক/ পাঠীকাদের অবিভূত করা প্রশংসনীয় বলা যাইতে পারে।

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১১

শাহ আজিজ বলেছেন: মনে এতো সন্দেহ ক্যান ? খালি খুত খুত করেন ? ফুঁ দিয়া পরিস্কার হইয়া যান ।

৭| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১২

প্রতিদিন বাংলা বলেছেন: দারুন

২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৮| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৮

গরল বলেছেন: পাতার ছায়া মাটিতে আছে ঠিক আমের নিচেই কিন্তু আমের গায়ে কোন ছায়া নেই। তবে এরকম কর্তিত গাছ থেকে আবার গাছ হয় সেটা আমি অনেক যাগাতেই দেখেছি।

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: হ্যা ব্যাপারটা আমিও খেয়াল করেছি , তবে মনে হয়েছে এটা ফটোশপ নয় , আর হলেও বা আমাদের কি , পুরো বিষয়টা অদম্য ইচ্ছা বেচে থাকার জেগে উঠবার , এবং অপরকে জাগিয়ে তুলবার ।

৯| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ২:২২

অধীতি বলেছেন: এই ছবিটা অনেক অর্থ বহন করে, সাহস জোগায় বেঁচে থাকতে।

২২ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫১

শাহ আজিজ বলেছেন: সঠিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.