নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

তিমির রহস্যঘেরা গল্প

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩২





আমরা তিমি দেখি বেশিরভাগ টি ভি তে বা পত্রিকার ছবিতে । দলে দলে তিমি সাগর সৈকতে এসে লুটিয়ে থাকে আত্মহত্যার জন্য কেন এর সদুত্তর আজো মেলেনি । তিমির মাংস খেয়েছেন এমন কেউ নেই এই ব্লগে । টেকনাফের সমুদ্র সৈকতে মরা তিমি পড়ে থাকে দেখি । জাপানিরা তিমির মাংস খুব পছন্দ করে । পৃথিবীতে জাপানিরা সবচে বেশি তিমি শিকার করে । ইকো সিস্টেম ব্যাল্যান্সড রাখতে মাঝে মধ্যেই তিমি শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয় । একটা সিনেমা যৌবনে দেখেছি নাম Moby Dick (1956) এরকম কিছু যেখানে গল্প শেষ হয় একজন তিমি শিকারিকে বধ করার মধ্য দিয়ে । ছবিটি পরে ভিডিও ক্যাসেটে ধারন করে দেখতাম ।
আমরা তো জানি বিবিধ প্রাণীর জীবন যাপন নিয়ে । সেখানে তারা কি খায় , তাদের বাড়িঘর , তাদের ঘুম ইত্যাদি আমাদের খুব আগ্রহী করে তোলে । কিন্তু তিমি তার প্রকাণ্ড শরীর নিয়ে কেমন করে ঘুমায় তা কখনো মনে আসেনি । spoiler ই পত্রিকা ঘুমন্ত তিমির ছবি তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে । এ ছবির তিমিগুলো খাড়া বা হরাইজেনটাল হয়ে ভাসমান অবস্থায় ঘুমুচ্ছে । এদের শরীরের ভর কোন ব্যাপার না । এ পর্যন্ত ৫ মিটার থেকে ৩০ মিটারের তিমি দেখা গেছে পৃথিবীর বিশাল জলীয় ভাগে কিন্তু কেউ বলতে পারছেন না তিমি কেন খাড়া হয়ে ঠেস না দিয়ে কিভাবে ঘুমায় । কেউ কি আছেন প্রাণী বিদ্যা বিভাগের যে এই পোস্টে তথ্য দিয়ে অবদান রাখবেন ?? প্লিজ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:




এখন গুগলে পড়ে দেখলাম, ব্যাপারটা লম্বা কাহিনী; তবে, ভেসে থাকার ১টা মেকানিজম হচ্ছে, "ব্লাবার"; ইহা ছামড়ার নীচে বড় ধরণের চর্বির স্তর, যার ঘনত্ব পানি থেকে অনেক কম।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৩২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ অনেক উপকারের জন্য । জানলে আরও কিছু অ্যাড করবেন ।

২| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৩১

প্রতিদিন বাংলা বলেছেন: গ্রিনপিস অস্ট্রেলিয়া প্যাসিফিক সংগঠনটি
তিমি রক্ষায় বেশ তৎপর

২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩০

শাহ আজিজ বলেছেন: তিমি রক্ষায় বেশ কটি সংগঠন তৎপর ।

৩| ২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: হু ঘোড়া যেমন দাঁড়িয়ে ঘুমায় তেমনী তিমি লম্বা হয়ে ঘুমায়

২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩১

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.