নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগলো টি ভিতে সৈয়দপূরে পুরাতন , দুমড়ে মুচড়ে যাওয়া বগি গুলো আবার নতুন প্রান পাচ্ছে । ইতিমধ্যেই কিছু বগি চলাচল শুরু করেছে । স্বাধীনতার পর বিহারিদের দ্বারা পরিচালিত এই রেল বগি , লাইন ইত্যাদি তৈরিতে দক্ষ এরা রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিলে বন্ধ হয়ে যায় কারখানাটি । এরপর যা হয় সেই আমদানি নির্ভরতা । ৫২ বছর বাদে আবার প্রান চঞ্চল হয়ে উঠেছে সৈয়দপূর । অতি বৃদ্ধ বিহারিরা হাত লাগিয়েছে ঝালাই , ডেনটিং -পেইন্টিং ইত্যাদিতে । এতদিন হাত লাগায়নি কেন তার সদুত্তর পাওয়া যাবে না । আমদানিতে কমিশন ভাল থাকে বলে বাঙ্গালরা চীন , ভারত , চেক , ইউগোস্লাভিয়া দিকেই নজর দিত । ২০১৩ তে বগুড়াতে একটি টানেল ব্রিক্স কারখানায় দেখলাম ছোট সাইজের রেল লাইন । কার্ট গুলোও সৈয়দপূরে বানানো । জানলাম সৈয়দপূরে অর্ডার দিয়ে অনেক কিছুই বানাচ্ছে দেশের শিল্পপতিরা । এখন আশা করা যায় একটা লক্ষ্যে পৌঁছানো যাবে । ধন্যবাদ সরকারকে । এবার পাটকল গুলো ধরলে ভাল হয় ।
২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫১
শাহ আজিজ বলেছেন: হুম , বাঙ্গালীদের কখনো ভাল ম্যানেজমেন্ট ছিল না ।
২| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পার্বতীপুরেও নাকি বিশাল রেলওয়ে ওয়ার্কশপ আছে? ওগুলোর ক্যাপাবিলিটিজ সম্পর্কে কোনো আইডিয়া আছে? বর্তমান অবস্থা? পাহাড়তলীতেও কি আছে?
জানা থাকলে কিছু জ্ঞান দিয়েন শাহ আজিজ ভাই।
২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: আগে জেনে নেই তারপর জানাব ।
২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: ১৮৭০ সালে প্রতিষ্ঠিত হয় রেলওয়ের সৈয়দপুর ওয়ার্কশপ। আর চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপের যাত্রা শুরু হয় ১৯৪৭ সালে। এ দুটি ওয়ার্কশপ রেলওয়ের দুই অঞ্চলে (পশ্চিম ও পূর্বাঞ্চল) চলা ট্রেনের যেন রক্ষাকবচ।১৯৯২ সালে চালু করা হয় পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। লিঙ্ক Click This Link
৩| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাই গুড নিউজ!
তবে কোন টিভি চ্যানেলে
কয়টার খবরে পুরুষ না
নারী প্রেজেন্টার সংবাদটি
পরিবেশন করেছেন তার
সূত্র উল্লেখ করুন, তা না
হলে কপি পেষ্টের লিষ্টিতে
নাম ওঠার সমুহ সম্ভাবনা
আছে। যদিও একবার নাম
উঠে গেছে! তিনবার খাতায়
নাম উঠলে কি হবে আমি
জানিনা!
২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: হু কেয়ারস
৪| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দেরীতে হলেও আবার শুরু হওয়ায় সরকারকে অভিনন্দন।
২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: এটা বড় ধরনের মাইল ফলক , যদি টিকে যায় ।
৫| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২৭
খাঁজা বাবা বলেছেন: সৈয়দ পুরের কারখানা কখনো পুরোপুরি বন্ধ ছিল না মনে হয়।
২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: টুকটাক কাজ চলত।
৬| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৭
জুল ভার্ন বলেছেন: এই নিউজটা প্রতি দুই বছর পর পর প্রচারিত হয়- তখন পড়ে যেমন খুশী হই তেমনি আবার যখন সব কিছু বন্ধ হয়ে যায় তখন খুবই হতাশ হই। আমাদের একজন সহ ব্লগার সামসা আকিদা জাহান তার হাজব্যান্ড ছিলেন সৈয়দপুর রেলওয়ার্কশপের তখনকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার- তাঁর কাছ থেকে আমরা জানতাম সরকার কিভাবে একটা ওয়েলস্টাব্লিস্ট ওয়ার্কশপকে অকেজো করে রাখছে- শুধু মাত্র বিদেশ থেকে ওয়াগন/বগি/ইঞ্জিন আমদানী করার কু মতলবে।
২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৯
শাহ আজিজ বলেছেন: সত্য বলেছেন ।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৬
প্রতিদিন বাংলা বলেছেন: ভালো লাগলো। তবে ,
শুরু করা ও বন্ধ করা সবই হুটহাট