নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

তেলের দৌড় থেমেছে কিন্তু পেয়াজ ঊর্ধ্বগতি

১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

ছবিঃইত্তেফাক





সন্ধ্যার সময় আমার মেয়ে পেয়াজ আনল ৫৫ টাকা কেজি , টি ভি নিউজে ৪৫ টাকা দর । কার কথা শুনব । ১০ দিন আগেও রাস্তায় পেয়াজ বিক্রি হচ্ছিল ২৫ টাকা দরে যা সবার জন্য সহনশীল । নাজিরশাইল চালের দাম বেড়েছে ১০ টাকা কেজিতে । এরা কেউই উচ্চমুল্যে কেনেনি কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স আর বাজার ব্যাবস্থা এরা জেনে গেছে । বানরের হাতে তরবারি দিলে যা হয় । আজকাল মুদি দোকানদাররা টি ভি ইন্টারভিউ ভালই দিতে শিখেছে । ৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে অযাচিত মুল্য বৃদ্ধি করে রাষ্ট্রকে বেকায়দায় ফেলার শাস্তি ১৪ বছর কারাদণ্ড মায় কি ক্ষেত্র বিশেষে মৃত্যুদণ্ডের বিধান আছে । এযাবৎ দেখছি জরিমানা করেই ছেড়ে দেওয়া হচ্ছে , জেলদণ্ড হারিয়ে গেছে । ৭০ ভাগ ব্যাবসায়ি নিয়ে পার্লামেন্ট গঠন করার মজা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাকি কুচো মাছ বিক্রেতাও মন্ত্রী হবার স্বপ্ন দেখছে , কেন দেখবে না !! সরকারের জন্য একটা নির্বাচনকে সামনে রেখে হার্ড লাইনে যাওয়া বিপজ্জনক । আমরা আম পাবলিক বাজারের দোকানী পাছায় একটা লাথি বোনাস দিলেও কোন নালিশ করবনা । বাজারের দোকানীরা এতই শক্তিশালী জানতাম না । আল্লাহ সবার সহায় হন ।



মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২২ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,



জিনিষের দাম বাড়লে্ ক্ষতি কি ? মাথাপিছু আয় বেড়েছে, পুষিয়ে যাবে। :((

আমার তো মনে হয় দোষটা মিডিয়া ওয়ালাদের। ওরা যখনই বলে - কাওরান বাজারে পেয়াজের (বা যে কোনও জিনিষের) মূল্য কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ৪০ টাকা তখনই ব্যবসায়ীরা না জানলেও এটা শুনেই টেকনাফ থেকে তেতুলিয়ায় একলাফে ৫০টাকা কেজি হয়ে যায়।
এমন নিউজ না দিলে হয়না ? X((
এমন করেই মিডিয়া যখন বলে - বাজারে তেলের সংকট তখনই তেলের সংকট বেড়ে যায়। মায় বাজার থেকে উধাও হয়ে যায় তেল যেমনটা ঘটেছে অতি সম্প্রতি।

৭৪ সালের আইন এখন ২০২২ সালে অচল, ঐ আইন ব্যবসায়ীদের মানবাধিকার লঙ্ঘন.... :|

১৩ ই মে, ২০২২ রাত ৮:২৫

শাহ আজিজ বলেছেন: হুম , এসব আমিও জানি এবং বুঝি । মিডিয়া একটা ভয়াবহ রোল প্লে করছে এই সময়ে ।


আমার আয় বাড়েনি বরং কমেছে । আগে ব্যাঙ্ক দিত সাড়ে ১১ পার্সেনট , সেটা কমে ৭ এবং আরও কমে আড়াই পার্সেনট । বিদেশের চাপে সরকার এখন সাড়ে পাচ পার্সেনট দিচ্ছে , আমার আয় কমে অর্ধেকের নিচে নেমেছে ।


আরও বলব ? তাইলে কাপড় খুইলা ফালাই :(

২| ১৩ ই মে, ২০২২ রাত ৮:২০

সোনাগাজী বলেছেন:



টেলিভিশনে মুল্য ১০ টাকা কম, টেলিভিশন সেটের নীচে একটা চটের থলি বসায়ে দেন।

১৩ ই মে, ২০২২ রাত ৮:২৭

শাহ আজিজ বলেছেন: বসালে আর এফ এলের প্লাস্টিক বাস্কেট বসামু , চটের থলির নিরাপত্তা নাই ।

৩| ১৩ ই মে, ২০২২ রাত ৯:০৩

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




মিডিয়া শুধু এই সময়টাতেই নয়, না জেনে না বুঝে সব সময়ই এমন খবর দেয় যাতে ঐ খবরের সুবিধা ভোগীরা মাথায় তো চড়েই, নতুন নতুন সুবিধা ভোগীও তৈরী হয়। যেমন মিডিয়া যদি লেখে - "ইয়াবা পাচারের অভিনব কৌশল" তখন এই খবর দেখে পাচারকারীরা উৎসাহ বোধ করে আর নতুন নতুন রাস্তা আবিষ্কার করে। আবার যদি তারা খবর দেয় যে, "বৃষ্টিতে সব্জির ক্ষতি..." তখন দেখা যায় একলাফে সব্জির দাম ৩গুন বেড়ে গেছে। এসবই তো ঘটছে বাস্তবে! নয় কি ? বৃষ্টিতে সব্জির ক্ষতি হয়েছে এটা জানানোর দরকার কি ? এমন হাযার হাযার ঘটনা ঘটে মিডিয়ার অবুঝপনার কারনে।
মিডিয়া্‌ওয়ালারা কি বাংলাদেশীদের এমন স্বভাব চরিত্রের কথা জানেনা যে, ছুতা একটা পেলেই হলো বাংলাদেশীরা দৌঁড় দেবেই ? সেটা জানলে তাদের উচিৎ, খবরটি কোন আঙ্গিকে পরিবেশন করলে সমাজে, বাস্তব জীবনে এর নেতিবাচক প্রভাব পড়বেনা, সে-মতো খবর পরিবেশন করা। বিশেষ করে জনগণের উপর সরাসরি প্রভাব ফেলে এমন সব খবর!
তাহলে কি মিডিয়া খবর প্রকাশ করবেনা? করবে, তবে বুঝে করবে ( যেটা আগে বলেছি)। তাই বৃষ্টিতে সব্জির ক্ষতি হয়েছে এমন সব খবর জানানোর দরকার কি ? এতে হয় কি - "পাগলা সাক্কা লড়াইস না" বলার মতো পাগলাকে মনে করিয়ে দেয়া হয় যে সাক্কা ( সাঁকো) লড়ানো ( ঝাঁকি দেয়া) র মতো একটা ব্যাপার আছে! আগে পাগলার মাথায় সাঁকো ঝাঁকি দেয়ার কথাটি না থাকলেও এখন শোনার পরে তার ঝাঁকি দেয়ার ইচ্ছেটা মাথায় চাগাড় দেয় এবং সে " সাক্কা লড়ায়"!

মিডিয়ার এসব ভেবে দেখা উচিৎ। আর আপনিও ভেবে দেখুন, আমি অসত্য বলেছি কিনা!

১৩ ই মে, ২০২২ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: এই মাল খোর মিডিয়াকে কে থামাবে , এরা আদর্শহীন , নৈতিকতা বোধ বিহীন ।


আপনি আসল জায়গায় হাত দিয়েছেন ।

৪| ১৩ ই মে, ২০২২ রাত ৯:১২

বিজন রয় বলেছেন: তেলের দাম কোথায় গিয়ে থামল সেটা কি বিবেচ্য বিষয় নয়?

১৩ ই মে, ২০২২ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: আপাতত তেল থাক , পিয়াজ নিয়া বিজি ------------------------------

৫| ১৩ ই মে, ২০২২ রাত ৯:৩৮

বিজন রয় বলেছেন: এর পর চিনি, লবণ, ডিম, খাসি।

আপনার বিজিনেস কি কমবে তাহলে?

১৩ ই মে, ২০২২ রাত ৯:৪১

শাহ আজিজ বলেছেন: এরপর সারেন্ডার । ভারতে হনুমান অ্যাটাক করলে বিপদে পড়া মানুষ ধুতি খুলে মাথায় বেধে করজোড়ে মাপ চেয়ে মাফ পেয়েছিল , আমাদেরও লুঙ্গি মাথায় তোলার সময় আসন্ন ।

৬| ১৩ ই মে, ২০২২ রাত ৯:৪৯

বিজন রয় বলেছেন: হা হা হা ............ আমরা তো এখন পরি না, পাজামা পরি।
আমরা এখন কিছুটা আরবীয় নয় কি?

১৩ ই মে, ২০২২ রাত ১০:০১

শাহ আজিজ বলেছেন: ঐ একটা হলেই হবে ।

৭| ১৩ ই মে, ২০২২ রাত ১০:০০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মিডিয়া গুলো কার ইশারায় চলে এটাও হিসেবে ধরতে হবে।

১৩ ই মে, ২০২২ রাত ১০:০২

শাহ আজিজ বলেছেন: কারা যে কোথা থেকে কি চালায় মাঝে মধ্যে গুলিয়ে ফেলি ।

৮| ১৩ ই মে, ২০২২ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: তেলের পিছনে পিছনে সব কিছুর দামই দৈড়তে শুরু করেছে।

১৩ ই মে, ২০২২ রাত ১০:৫৪

শাহ আজিজ বলেছেন: সরকার দুর্বল এটা ক্ষুদ্র ব্যাবসায়িরা বুঝে গেছে ।

৯| ১৩ ই মে, ২০২২ রাত ১১:২১

জোবাইর বলেছেন: সামু ব্লগে এখন শুধু পিঠ চাপড়াচাপড়ি! আর জেনে বা না জেনে যে কোনো ইস্যুতে দেশ ও সরকারের সমালোচনা করে শর্টকার্টে সুশীল হওয়ার চেষ্টা :)। দেশে কিছু জিনিসের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে, আর কিছু জিনিসের দাম বেড়েছে জ্বালানী ব্যয় বৃদ্ধির কারণে, আবার কিছু জিনিসের দাম মজুতদারী ও দুর্নীতির কারণেও বেড়েছে। সবকিছুতে গদবাঁধা একই অভিযোগ বিরক্তিকর।

কৃষকের স্বার্থ বিবেচনায় সরকার আপাতত পেঁয়াজ আমদানির অনুমোদন বন্ধ রেখেছে। যাতে পেঁয়াজের দাম বাড়লে কৃষক উপকৃত হয়। পেঁয়াজ আমদানি বন্ধ বাজারে সবকিছুর দাম বেশি। খোলা সয়াবিন বিক্রয় হচ্ছে প্রতি লিটার ১৮০ টাকা। একজন কৃষক ২০-২৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করে চলবে কেমনে?

১৪ ই মে, ২০২২ রাত ১২:২৬

শাহ আজিজ বলেছেন: কৃষকের ন্যায্য দাম কখনই পায়নি পেয়েছে মধ্যসত্তভোগীরা । কৃষক ন্যায্য দাম পেলে আমাদের আপত্তি ছিল না । তেলের দাম বাড়লে কারা উপকৃত হবে তা তো বললেন না । আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তা এখনো পউছায়নি দেশে । তেল মজুদে সরকারের বাহিনী তেল উদ্ধার করে খুব অন্যায় করেছে । আপনার মুল লক্ষ্য আক্রমন করা , তাই করেছেন ।

১০| ১৩ ই মে, ২০২২ রাত ১১:৪৪

নিমো বলেছেন: @জোবাইর, এভাবে সত্য ভাষণ দিতে হয় না, এতে কিছু নির্বোধ আপনাকে প্রশ্ন করে বসতে পারে আপনি কি আওয়ামীলীগ নাকি ব্লগার!

উৎপাদন, বিপণন, সরবরাহ ব্যবস্থাপনা, পরিবহন,চাঁদাবাজি,ডলারের দাম, সাম্প্রতিক ইউক্রেন আক্রমন, বিশ্ব অর্থনীতিতে সুদের হার বৃদ্ধি, করোনা পরিস্থিতি, কোবরা ইফেক্ট, ব্ল্যাক সোয়ান থিওরি সহ কতকিছু বিবেচনায় নেয়া উচিত। তা না খিচুড়ি অর্থনীতির জ্ঞান নিয়ে সরকার আর দেশের পিন্ডি চটকে বিশ্ব উদ্ধার করছি আমরা।

১৪ ই মে, ২০২২ রাত ১২:২৯

শাহ আজিজ বলেছেন: নিমো , এতো বাড়ার দরকার নেই যা বলার দরকার সরাসরি বললেই হবে । আমরা বাজার বুঝি না , গেল ৬৫ বছর হাত মাইরা চলি নাই , কামাই করে বাজার করে চলেছি । তুমি একটা অপদার্থ ।

১১| ১৪ ই মে, ২০২২ রাত ১২:৪৫

নিমো বলেছেন: লেখক বলেছেন: তুমি একটা অপদার্থ
জ্বি, স্যার সত্য বলেছেন। এজন্যই সারাদিন ব্লগে থাকার সময় পাই না।

১৪ ই মে, ২০২২ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: এই তো বোধের কেরামতি । পি সি সারাদিন চালু থাকলেই চালক থাকে না । নির্বোধ একটা আর থাকলেই বা কি? তোমার খাই না পরি ?

১২| ১৪ ই মে, ২০২২ সকাল ৮:১৮

জুল ভার্ন বলেছেন: সিন্ডিকেটের কাছে সরকার বন্দী তাই সবকিছুই নিয়ন্ত্রণহীন।ফলাফল- আমজনতার নাভিশ্বাস!

১৪ ই মে, ২০২২ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: এই সিন্ডিকেট কি সরকারী দলের লোকজনের প্রভাব মুক্ত ? আসলে আমজনতার পক্ষে কেউ নেই । এক নির্বোধ বলেছে সরকার পেয়াজ চাষিদের উপযুক্ত লাভ দিতে চাইছে , এমন আবাল ব্লগেও আছে দেখতে পাচ্ছি । আমি দুঃখিত ।

১৩| ১৪ ই মে, ২০২২ সকাল ৯:৫৬

নিমো বলেছেন: লেখক বলেছেন: তোমার খাই না পরি ?
না স্যার, আমার খাওয়া বা পরার আপনার দরকারটাই বা কী ? নিচের লিংকে কিছু প্রশ্ন করেছিলাম, যদি উত্তর দিতে মর্জি হয়।
view this link

১৪ ই মে, ২০২২ সকাল ১০:১০

শাহ আজিজ বলেছেন: প্লিজ তুমি আর জালিয়ো না আমায় ।

অজানা লিঙ্কে আমি যাই না ।

আমার পোস্টে তুমি অবাঞ্চিত , আর এসো না প্লিজ।

১৪| ১৪ ই মে, ২০২২ সকাল ১০:৪০

বিজন রয় বলেছেন: অটঃ ব্লগার ঢাকাবাসীকে ব্লগে দেখি না। আপনার এখানে এলে ওনার কথা মনে পড়ে তাই বললাম। কিছু মনে করবেন না।

১৪ ই মে, ২০২২ সকাল ১০:৪২

শাহ আজিজ বলেছেন: ঢাকাবাসী অনেকদিন ধরেই লিখছেন না । ভাল আছেন নিশ্চয়ই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.