নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আব্দুল গাফফার চৌধুরী মারা গেছেন

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫



আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা ভাষা সৈনিক আব্দুল গাফফার চৌধুরী বৃহস্পতিবার ভোরে লন্ডনের একটি হাসপাতালে মারা যান । তার বয়স ৮৮ হয়েছিল । বিবিধ অসুখে ভুগছিলেন তিনি । আমাদের শৈশবে একুশের ভোরে প্রভাত ফেরিতে যে গান গেয়ে খালি পায়ে রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতাম তা গাফফার চৌধুরীর রচনা । এটা জানতে বা তাকে চিনতে আমরা কলেজ পর্যন্ত পৌঁছেছি । গানটার সুর দিয়েছিলেন আব্দুল লতিফ । পরে আরেক যোদ্ধা আলতাফ মাহমুদ যে সুর দেন তাইই আমরা শুনছি বা গাইছি। আব্দুল লতিফের সুর দেওয়া গান আমি নিজেও শুনিনি কখনো । তো গাফফার চৌধুরীর এই ঐতিহাসিক গান এমন ভাবে ডানা মেলেছে যে তা এখন একুশের একমাত্র থিম সং । একটা ঐতিহাসিক ব্যাপার বটে । আজ থেকে শত বছর বা হাজার বছর পর এই গান মানুষ গাইবে তা ভেবে আমি খুব আনন্দ পাচ্ছি । আমাদের জাতীয় সঙ্গীত বদলানোর ষড়যন্ত্র মর্দে মুমিন আর কমিউনিস্টরা করে বটে কিন্তু এখানে তারা হাত লাগায়নি । কবিতা আকারে এটি পড়লে অতি আধুনিক গদ্য কবিতা হিসাবে ধরা দেবে কিন্তু একমাত্র আলতাফ মাহমুদ অত্যন্ত সাহসী হয়ে এতে সুরের ধারা জড়িয়ে অসাধারন গানে রুপান্তর করেছেন । আলতাফ মাহমুদ ৭১ সালে বাড়ি থেকে পাক হানাদার বাহিনী দ্বারা ধৃত হন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্য করার অপরাধে নিহত হন । আব্দুল গাফফার যুদ্ধের শুরুতেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান । তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের কিছু সীমিত কাজে যোগ দেন । ৭৪ সালে লন্ডন গিয়ে তিনি আর ফেরেননি , ওখানেই থিতু হন । লন্ডন থেকে একটা সাপ্তাহিক বাংলা পত্রিকা বের করতেন যার কপি আমি পিকিঙ্গে ডাক যোগে পেতাম । আব্দুল গাফফার চৌধুরী তার গানের মাঝে বেচে থাকবেন বাঙ্গালীর হৃদয়ে । দোয়া ।।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:



উনার একটা বই ছিলো পলাশী থেকে ধানমন্ডী। প্রবাসে কয়েকবার দেখা হয়েছিলো উনার সাথে।

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২২

শাহ আজিজ বলেছেন: আমি বইটা পড়িনি ।

ধন্যবাদ ।

২| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩২

জগতারন বলেছেন:
আমার ব্যাক্তিগত ভাবে অনেক ভালো লাগা ও না লাগা ব্যাক্তিত্ব
আব্দুল গাফফার চৌধুরী -এর আত্মা সদ্গতি হোক কামনা করি।

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪০

শাহ আজিজ বলেছেন: আমিন ।

৩| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

আশিকি ৪ বলেছেন: উনার কবর বাংলাদেশে হবে?

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪১

শাহ আজিজ বলেছেন: আজ পত্রিকায় পড়লাম মিরপুরে ওনার স্ত্রীর কবরের পাশে গাফফারের দাফন হবে কিন্তু কবে তা বলতে পারছি না ।

৪| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একটা পোষ্টের অপেক্ষায় ছিলাম।
ধন্যবাদ।

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪২

শাহ আজিজ বলেছেন: আলসেমি লেগেছিল তাই প্রস্তুতি নিয়েও পোস্ট দিতে পারিনি ।

৫| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বলেছেন: আলসেমি লেগেছিল তাই প্রস্তুতি নিয়েও পোস্ট দিতে পারিনি ।

তাও তো দিলেন। উনাকে নিয়ে লেখার ছিল। কেউ তো লিখলো না। কিন্তু উচিত ছিল। আপনা ধন্যবাদ।

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

শাহ আজিজ বলেছেন: খুচিয়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ :P

৬| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

আশিকি ৪ বলেছেন: ধন্যবাধ জানানোর জন্যে।

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

শাহ আজিজ বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

৭| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

ইসিয়াক বলেছেন: উনাকে নিয়ে ফেসবুকে নানা কথা চালাচালিতে বিরক্ত লাগছে। আসলে ফেসবুক এখন চায়ের টং দোকান হয়ে গেছে। যার যা ভালো লাগছে সেভাবে বলে যাচ্ছে।
প্রভাতফেরির গান মানেই আব্দুল গাফফার চৌধুরী। আহ! অন্য রকম ভালো লাগা।
ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন। এমন দিনে তাঁর ভালো কাজের স্মরণ করি। উনার আত্নার শান্তি কামনা করছি।

বিনম্র শ্রদ্ধা রইলো

২০ শে মে, ২০২২ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: টং ঘরে বসি বটে তবে খোঁচা খুচি করি না , ভালও লাগেনা ।

৮| ২০ শে মে, ২০২২ রাত ৮:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন
ভাষার ত্যাগের গানে ৮ ই ফাল্গুনহলে (২১শের স্থলে ) পরিপূর্ন হতো !

২০ শে মে, ২০২২ রাত ৯:২১

শাহ আজিজ বলেছেন: ৮ই ফাল্গুন নিয়ে একটা গান চালু ছিল কিন্তু টেকেনি ।

৯| ২০ শে মে, ২০২২ রাত ৯:১৫

গরল বলেছেন: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা সবই পড়ে রইল, উনি চলে গেলেন, কিন্তু বেচে থাকবেন প্রভাতফেরীর গানের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ উনাকে নিয়ে প্রথম পোষ্টটি দেওয়ার জন্য।

২০ শে মে, ২০২২ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: এই গানের মধ্য দিয়ে আব্দুল গাফফার চৌধুরী মানুষের মধ্যে জেগে থাকবেন ।

১০| ২০ শে মে, ২০২২ রাত ১০:১০

হাসান কালবৈশাখী বলেছেন:

আওয়ামী লীগের এই সরকারের কত সমস্যা আছে। তা আব্দুল গাফফার চৌধুরীর মতো করে কেউ লিখতে পারেনি। শেখ হাসিনাকে শাসন করার সেই বিশাল মানুষটিই হারিয়ে গেলেন।

কিন্তু বিএনপিপন্থীরা কি কারনে তার ওপর ক্ষিপ্ত প্রচণ্ড ক্ষুব্ধ সঠিক কারণটা কেউ বলে না।

২০ শে মে, ২০২২ রাত ১০:১৮

শাহ আজিজ বলেছেন: আমিও জানিনা এই ব্যাপারে । তুমি কিছু লেখ এই বিষয়ে ।

১১| ২০ শে মে, ২০২২ রাত ১১:১৭

জ্যাকেল বলেছেন: একজন মানুষ হিসাবে অন্য একজন মানুষের জন্য সতত শুভ কামনা করাই আমার ধর্ম। মিঃ গাফফার চৌধুরী একজন অন্ধ আওয়ামীলীগার ছিলেন বলেই জানি। উনার জন্য দোয়া করি আল্লাহ উনাকে ক্ষমা করে দিন।

২০ শে মে, ২০২২ রাত ১১:২৫

শাহ আজিজ বলেছেন: এখন তিনি সব পার্টির উরধে ।



দোয়া ।

১২| ২১ শে মে, ২০২২ দুপুর ১:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: উনি মনে হয় বঙবন্ধু মুভিতে আরেফিন শুভর অভিনয় দেখেছেন।

২১ শে মে, ২০২২ দুপুর ১:৩৮

শাহ আজিজ বলেছেন: আমি ঠিক জানিনা এই ব্যাপারে ।

১৩| ২১ শে মে, ২০২২ দুপুর ২:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অতি অল্প বয়সে ওনাকে নিজের পায়ে দাড়াতে হয়েছিল। ওনার তিন খণ্ডের 'ধীরে বহে বুড়িগঙ্গা' বইটা ভালো লেগেছিল। ওনার কিশোর ও তরুণ জীবনের কথা আছে এটাতে। এছাড়া লন্ডনের অভিজ্ঞতা নিয়ে উনি কিছু ভালো গল্প/প্রবন্ধ লিখেছিলেন।

তবে আওয়ামী লীগের কোন খারাপ কিছু ওনার চোখে পড়তো না।

২১ শে মে, ২০২২ বিকাল ৪:৩০

শাহ আজিজ বলেছেন: অন্ধ লিগার ছিলেন তিনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.