নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ক্যান্সারের যুগান্তকারী ঔষধ আবিস্কার

০৮ ই জুন, ২০২২ রাত ১০:৩৫

ঔষধের বিস্তারিত
প্রতি ডোজ এগারো হাজার ডলার । তিন সপ্তাহ অন্তর এক ডোজ করে ।





সারা পৃথিবীতে ক্যান্সারের রোগী কোটি কোটি । এর চিকিৎসা ব্যায়বহুল । দুর্ভাগ্যক্রমে আমার স্ত্রীও ক্যান্সারে আমাদের ছেড়ে চলে গেছে । পরিপূর্ণ চিকিৎসা দিয়েও তাকে রক্ষা করা যায়নি । কদিন আগেই খবর পাচ্ছিলাম ক্যান্সারের নতুন অসুধে ভেল্কি বাজি দেখিয়েছে আমেরিকার ল্যাব গবেষকরা । রেকটরাল ক্যান্সারের ১৮ জন রোগীকে তাদের সন্মতিতে নতুন ঔষধ প্রয়োগ শুরু করল গেল ৬ মাস ধরে । DOSTARLIMAB নামের ঔষধে বাজিমাত করল বিজ্ঞানীরা । ১৮ জন রোগীর শরীরে কোন ক্যান্সার জারম পাওয়া যায়নি , সব বেমালুম গায়েব । এ খবরে প্রচলিত কেমোথেরাপির উৎপাদকরা শঙ্কিত বাজার হারানোর ভয়ে । ঐ আঠারো জন অ্যাডভানস স্টেজে ছিলেন , আমি স্ত্রীর পুরো চিকিৎসা সময় পাশে থেকেছি , আমি জানি অ্যাডভানস স্টেজ কাকে বলে , কি ভয়াবহ যন্ত্রনা সয়ে একসময় লাইফ সাপোর্ট স্থির হয়ে যায় ।

আমরা হতাশায় নিমজ্জিত মানুষেরা চাই সবাই এই সুবিধা পাক , বেচে থাক স্বজনদের মাঝে ।

ক্যান্সার

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: হতাশা দূরে গিয়ে মরুক। পৃথিবী সুস্থ হোক।

০৮ ই জুন, ২০২২ রাত ১০:৪৩

শাহ আজিজ বলেছেন: আমিন ।

২| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:০১

শূন্য সারমর্ম বলেছেন:

ঔষধে পুরোপুরি গায়েব হলে খুবই ভালো খবর। ঔষধটি বিিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে কত সময় লাগবে?

০৮ ই জুন, ২০২২ রাত ১১:৫৮

শাহ আজিজ বলেছেন: সম্ভবত এফ ডি এ র অনুমোদন পেলেই উৎপাদকরা বাজারে আনবে ঔষধ ।

৩| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:০৬

সোনাগাজী বলেছেন:



গতকাল নিউইয়র্কের "স্লন কেটারিং ক্যান্সার সেন্টারের" ১ জন ডাক্তারের ইন্টারভিউ দেখলাম, ইহা কাজ করছে।

০৯ ই জুন, ২০২২ রাত ১২:০০

শাহ আজিজ বলেছেন: কাজ করছে বলেই বড় খবর বেরুচ্ছে ।

৪| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক হতাশার মাঝে একটি
আশা জাগানিয়া খবর।

০৯ ই জুন, ২০২২ রাত ১২:০১

শাহ আজিজ বলেছেন: আশা হারাতে নেই । তোমাদের মধ্যেই সকল মঙ্গল নিহিত ।

৫| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:১৪

ইসলামিক_নলেজ বলেছেন: আমিন

০৯ ই জুন, ২০২২ রাত ১২:০২

শাহ আজিজ বলেছেন: জাযাকাল্লাহ খাইরান ।

৬| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:৩২

সোনাগাজী বলেছেন:



ঢাকায়, আলাদাভাবে ক্যান্সার হাসপাতাল আছে? হুমায়ুন আহমদ সাহেবের স্বপ্ন ছিলো।

০৮ ই জুন, ২০২২ রাত ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: আছে কোন রকমে রোগী মাইরা টিকে আছে ।

৭| ০৯ ই জুন, ২০২২ রাত ১২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বাবাও ক্যান্সার হয়ে মারা গেছেন।
শুনতে পাই ক্যান্সার চিকিৎসার সমাধান আরো অনেক আগেই আবিষ্কৃত হয়েছে। ব্যবসায়িক কারণে সেটি চেপে রাখা হয়েছে।

০৯ ই জুন, ২০২২ সকাল ৯:৩০

শাহ আজিজ বলেছেন: দুঃখিত আপনার বাবার মৃত্যু সংবাদে । এখনকার সময়ে প্রতি পরিবারে কেউ না কেউ এই রোগে আক্রান্ত । আশা করি আগামি দিনগুলো ভাল যাবে সবার ।

৮| ০৯ ই জুন, ২০২২ রাত ১:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার আম্মার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল ১৯৯৫ তে। তখন তেমন চিকিৎসা ছিলনা।
ডাক্তার শাহিদা পারভীনের পরামর্শে সনোফি কোম্পানীর টেক্সোটরি আনা হয় বিমানে।
সাতটা ডোজ পুশ করা লেগেছিল। একেকটা ৬৫ হাজার টাকা। স্কুলের শিক্ষকের বেশি টাকা থাকে না। তারপরেও থেমে যায়নি। আল্লাহ রহমতে আম্মা সুস্থ আছেন।
এই নিউজটা শুনলে আম্মা খুশি হবেন। অসুস্থ অবস্থায় তিনি বলতেন, তার শত্রুকেও যেন আল্লাহ এই রোগ না দেন।

০৯ ই জুন, ২০২২ সকাল ৯:৩১

শাহ আজিজ বলেছেন: ভাল থাকুক আপনার আম্মা , ভাল থাকুক সবাই ।

৯| ০৯ ই জুন, ২০২২ রাত ২:৫৮

কলাবাগান১ বলেছেন: ২০১৬ সনে এই পোস্ট টা দিয়েছিলাম এই টেকনলজি নিয়ে
Cancer Immunotherapy
বর্তমান এ কোলন বা রেক্টাল ক্যান্সার এর প্রয়োগ টা যদিও যুগান্তরী, কিন্তু এটার প্রয়োগ অনেক অনেক লিমিটেড। এই পদ্ধতি শুধুমাত্র স্বল্প কিছু লোকের স্পেসিফিক কোলন/রেক্টাল ক্যান্সার (৫-৬% অফ টোটাল রেক্টাল ক্যান্সার) এ কাজ করবে। সবার কোলন ক্যান্সার অথবা অন্যান্য টাইপের ক্যান্সারে কাজ করবে না। এই 'ঔষুধ' শুধু মাত্র কিছু স্পেসিফিক মিউটেশন (dMMR) দ্বারা হওয়া ক্যান্সার এ কাজ করছে। এই মিউটেশন গুলি এত বেশী হয় যে, তখন আপনার ইমমিউন সেল ক্যান্সার কে non-self cell হিসাবে ডিটেক্ট করে ধ্বংস করতে পারে আর এই ঔষুধ দিয়ে ক্যান্সার সেল যে বাধার সৃস্টি করে (যাতে ইমমিউন সেল ক্যান্সার কে ডিটেক্ট করতে না পারে), সেটাকে দুর করে।

আমাদের আশা যে

০৯ ই জুন, ২০২২ সকাল ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: ভাল করেছেন এই অ্যাডিশনাল তথ্য যোগ করে । ধন্যবাদ কলাবাগান ।

১০| ০৯ ই জুন, ২০২২ রাত ৩:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
সুখবর দেয়ার জন্য ধন্যবাদ।
মানুষ ও সব প্রাণীর বিবর্তন সব সময় চলমান।
বিভিন্ন বিবর্তনের ফলাফল দেখে বোঝা যায় প্রাণীকুলে বেচে টিকে থাকার প্রবনতায় যা যা চেয়েছিল সেই পরিনতি লাভ করেছে ।
জিরাফের গলা লম্বা হয়েছে, বাঘ ও সাপের গায়ে্র রঙ প্রকৃতির ন্যায় ক্যামোফ্লাজ তৈরি হয়েছে।
মানুষের প্রবনতা জীবানু ও রোগব্যাধি থেকে মুক্ত থাকা।
সেই হিসেবে আশা করা যায় আগামি এক হাজার বছর পর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুন বেড়ে যাবে সাইন্স টেকনলজিও বহুগুন উন্নত হয়ে যাবে। ক্যান্সার করোনা এইসব বিলুপ্ত হয়ে ইতিহাসের অংশ হবে।

০৯ ই জুন, ২০২২ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আসুন আমরা ভাল থাকার চেষ্টা করি কালবৈশাখী ।

১১| ০৯ ই জুন, ২০২২ ভোর ৫:৩৭

বেবিফেস বলেছেন: খুব ভালো খবর।

০৯ ই জুন, ২০২২ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

১২| ০৯ ই জুন, ২০২২ ভোর ৬:০০

অগ্নিবেশ বলেছেন: সুভানল্লাহ!

০৯ ই জুন, ২০২২ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: আলহামদুলিল্লাহ ।

১৩| ০৯ ই জুন, ২০২২ সকাল ১১:৪৩

রায়হান চৌঃ বলেছেন: আব্বার ফুসফুসে ক্যন্সার ধরা পড়েছে ৭/৮ মাস আগে। কেমো থেরাপি দেয়ার আগে ও আব্বা মোটামোটি চলাফেরা করতে পারতেন, বলতে পারেন মোটামোটি একটিভ ছিলেন। তবে ওনার ঘাড়ে একটা পেইন ছিল সবসময় :(, এই পেইন থেকে রিলিফ পাওয়ার জন্য ডাক্তারের পরমর্শে কেমো থেরাপি দেয়া হয়। আল্লাহর কোন হুকুম জানিনা, কেমো দেয়ার পর আমার আব্বা আর উঠে দাঁড়াতে পারেন না, মা বলেন একে বারে ই স্ট্রেন্থলেস হয়ে গিয়েছেন :(, খেতে পারেন না, কিছু খেলেই বমি হওয়ার সম্বাবনা ৯০%,

আমার আব্বা....এক কাপ দুধ চা এর পাগল ছিলেন, আর কিছু লাগতো না ওনার মন জয় করার জন্য, আমি সবসময় বলতাম দুধ চা ভালো না, লাল চা খান, এটা শরিরের জন্য ভালো, উত্তরে বলতেন আমি সারাজীবন দুধ চা খেয়ে আসছি এখন আর বাঁচব ই বা ক দিন, তুই কি আমার জন্য এক কাপ চা এর ব্যবস্থা করতে পারবি না ? গত ৪/৫ বছরে আমি আর কখনো দুধ চা এর ব্যাপারে না করিনি......

ক্যন্সার ধরা পড়ার পর মা কে বলেছিলাম আজ থেকে চিনি / মিষ্টি জাতীয় খাবার একে বারে বন্ধ, সেই থেকে আমার আব্বা আজ পর্যন্ত এক কাপ চা আর খেয়ে দেখেনি, এখন সমস্যা হচ্ছে কেন খাবার ই খেতে পারছেন না, ফলে শারীরিক দিক থেকে দুর্বল হয়ে যচ্ছেন......

কেমো দেয়া তে আমার কেন ইচ্ছা ছিল না, শুধু মাত্র ওনার পেইন থেকে রিলিপ পাওয়ার জন্য ই ডাক্তার এর পরামর্শে কেমো এপ্লাই করা...... এখন মুখে খাওয়ার ওষধ চলছে..... কিন্তু কোন উন্নতি দেখছি না :(, আল্লাহ ই ভালো জানেন এর শেষ কোথায়......

গত ক দিন আগে আমি ও নিউজ টা পত্রিকায় দেখেছি, আশায় আছি যদি এ রকম কিছু হাতের নাগালে পাই তবে পিছু হটব না, আশায় আছি কবে এক কাপ চা এর ব্যবস্থা করতে পারব আমার আব্বার জন্য।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:০১

শাহ আজিজ বলেছেন: ডাক্তার বদলে ফেলুন । দুধে কোন ক্ষতি নেই তবে চিনির বিষয়টি ডাক্তার ভাল বলতে পারবেন । বোম্বেতে নিয়ে দেখতে পারেন । বোম্বে টাটা ক্যান্সার হাসপাতাল ।

১৪| ০৯ ই জুন, ২০২২ সকাল ১১:৫৬

জুল ভার্ন বলেছেন: বহু বছর যাবত 'হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি' দেওয়া ক্যান্সারের মহাঔষধ আবিস্কারের নিউজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়েছি। কিছুদিন পর সেই আবিস্কার হাওয়ায় মিলিয়ে যায়। এবারের নিউজ যেনো সত্য হয়।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:০৩

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই , সবকিছু বড় আশা নিয়ে আসে তারপর মিলিয়ে যায় বাতাসে ।

১৫| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক দিন থেকেই শুনছি কিন্ত ক্যান্সারের রুগীরা চোখের সামনেই মারা যাচ্ছে; আশা রাশি হয়তো একদিন পুরোপুরি সফলতা আসবে।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৩

শাহ আজিজ বলেছেন: আমাদের আশা তেমনটি । হাই ব্রিড ফুড আমাদের ইমিউন নষ্ট করছে বা বিজ্ঞানীরা কৌশলে বিবিধ খাবারে ক্যান্সার ঢুকিয়ে দিচ্ছেন ।

১৬| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: ক্যান্সারের চিকিৎসা নিয়ে বেশ কিছু কন্সপাইরেসি থিউরি আছে। এগুলি পড়লে গা শিউরে উঠে। পৃথীবিতে ক্যান্সারের মত লাভজনক ব্যবসা খুব কম আছে। একারণে এর সামাধান করতে যেই এগিয়েছে, তাকেই বিপদে পড়তে হয়েছে, নচেৎ পাগল উপাধী পেতে হয়েছে।

এবারের আবিস্কার সামনে আসুক। সহজলোভ্য হোক।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১:২৪

শাহ আজিজ বলেছেন: ১৮ জন অ্যাডভানস স্টেজের কোলাকটেরাল ক্যান্সারের রোগী রাতারাতি ভাল হয়ে গেলেন একদম সহজ ভাবে নিচ্ছি না ।

১৭| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৪৭

রায়হান চৌঃ বলেছেন: মেগনেসিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি, বলা হয় "সব রোগের মা"
১৯৮৫-৮৬ সালের দিকে আমাদের দেশের লাল চিনি যখন ২৭ থেকে ৩২ টাকায় বিক্রয় হতো ঠিক তখন ভারতীয় সাদা চিনি ১৪ থেকে ১৭ টাকায় সয়লাব হয় বাংলাদেশের বাজারে, বাংলাদেশী লাল চিনি মার খায় আর বাজারে প্রতিষ্ঠা পায় সর্ব রোগের মা মেগনেসিয়াম সাইক্লোমেট বা সাদা বিষ। এর আরো কয়েক বছর পর প্রতিযোগেতার বাজারে টিকে থাকার তাগিদে দাম কমানোর জন্য মেশনো হয় সোডিয়াম সালফেট বা জমিতে ব্যবহার করার সার...... বুঝতেই পারছেন কি হচ্ছে আমাদের সাথে। বিশ্বসা হচ্ছে না ? তবে ১৯৮৫ সালের আগে এবং ৯৫ এর পরের বাংলাদেশের রোগ বালাই এর উপর একটা সার্ভে করে দেখতে পারেন।

দোষ কাকে দেব ? আমাদের নিজেদের..... কারণ আমরাই চামার, মুচি, খানকি পাড়ার মানুষ গুলো কে আমাদের প্রতিনিধিত্ব করতে নির্বাচিত করি.........

সরি.... সর্বশেষ উক্তিটির জন্য হাতজোড় ক্ষমা চাচ্ছি, আপনি চাইলে আমাকে পুরোপুরি ব্লক্ড করতে পারেন। আমি কিচ্ছু মনে করবো না... ভালো থাকবেন

০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:১২

শাহ আজিজ বলেছেন: আমিও জানি এই ঘনচিনি এবং সার মেশানোর ঘটনা । তবুও দামি বিষ খাচ্ছি ।

না মনে কিছু করিনি আপনার সত্যকথনের জন্য ।

১৮| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৪০

রানার ব্লগ বলেছেন: সুখবর অবশ্যই !

০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৭

শাহ আজিজ বলেছেন: দেখি সেকেন্ড ট্রায়াল কি হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.