নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ধানমণ্ডির ইউনিমারট থেকে বেরিয়ে রিকশা নিলাম মোহাম্মদপুরে দাতের ডাক্তারের কাছে যাব বলে । রিকশা চলছে । থানা ভবনের পাশ দিয়ে কাজী নজরুল ইসলাম রোডে ঢুকেই কিছুদুর গিয়েই আমার রিকশা স্লো করে কানে মোবাইল লাগিয়ে কথা বলতে শুরু করল । বিরক্ত হচ্ছিলাম তাও মেনে নিলাম । ও দাড়িয়ে গিয়ে রিকশা থেকে নেমে মোবাইল পকেটে ঢুকিয়ে আমাদের দিকে তাকিয়ে কেঁদে ফেলল , বলল এইমাত্র আমার বাবা মারা গেছে । কাদতে কাদতে আর চোখ মুছতে মুছতে রিকশা চালাতে থাকল । আমরা কিংকর্তব্যবিমুড় বসে টুকটাক জিজ্ঞাসা করতে লাগলাম । সে বলল ময়মনসিং সুনামগঞ্জ এলাকায় তাদের বাড়ি । আজ সকালেই সে ঢাকায় এসেছে বাবাকে রেখে । আমরা ক্লিনিকে পৌঁছে গেলাম । কন্যা আমায় জিজ্ঞাসা করল ওকে কত দেব । ভাড়া ৫০ টাকা , ওকে পাঁচশ দিয়ে দিই । টাকাটা হাতে নিয়ে সে হাউমাউ করে বলল একটা হাজার টাকা দেন আমারে । আমরা দরজা ঠেলে ক্লিনিকে ঢুকে পড়েছি , সেও পিছু পিছু হাউমাউ করে আসছে । আমার তখন সন্দেহ হল । কন্যা কঠিন স্বরে বলল আমি কিন্তু লোকজন ডাক দেব ক্লিনিক থেকে বের হন । বেরুলো সে । আমরা বসার রুমে বসে ভাবতে শুরু করলাম সে এত কেন ব্যাগ্র ছিল হাজার টাকা পেতে ? সুনামগঞ্জ ময়মনসিংহের পাশে নয় ! আসলেই কি মোবাইল বেজেছিল? কন্যা বলল আমিতো শুনিনি , একটা ভণ্ড রিকশাওয়ালা , ধান্ধা করে পাঁচশ নিয়ে গেল । আমার চেতনা ফিরে এলো কন্যার কথায় - আসলেই আমরা বাটপাড়ের পাল্লায় পড়েছিলাম । যাক টাকাটা কে যাকাত ফেতরার ক্যাটাগরিতে ফেললেই হল ।
০৯ ই জুন, ২০২২ রাত ৮:৩১
শাহ আজিজ বলেছেন: এরকম সময়ে সিদ্ধান্ত নেওয়াটা বেশ জটিল দেব কি দেবনা । ওর আমাদের পিছু নেওয়াটা সন্দেহ জাগিয়ে দিয়েছিল যে ব্যাপারটা ভুয়া ।
তার মানে এই টেকনিক এখন চলছে জোচ্চুরিতে ।
২| ০৯ ই জুন, ২০২২ রাত ৮:৩২
অধীতি বলেছেন: এসব অবস্থায় আসলে কিছুই করার থাকেনা।
০৯ ই জুন, ২০২২ রাত ৮:৪১
শাহ আজিজ বলেছেন: আমার যোগাযোগ বা সমাজে মেলামেশা কিছুটা রুদ্ধ হয়ে গেছে করোনা আর হাঁটু ভাঙ্গার ফলে । কাজেই খুব সহজেই বিশ্বাস করে ফেলি সবাইকে কিন্তু আমার মেয়ে তা করে না ।
৩| ০৯ ই জুন, ২০২২ রাত ৮:৩৭
অপু তানভীর বলেছেন: মোহাম্মাদপুরে ঠিক এই একই রকম কাহিনী আমার সাথেও হয়েছে । আমার বেলাতে গল্পটা ছিল তার মায়ের ঔষদ লাগবে । ১২শ টাকার মত লাগবে । ৭শ টাকার মত যোগার হয়েছে আর ৫০০ টাকা লাগবে ! কান্নাকাটি জুড়ে দিলো !
এই ঘটনার ঠিক মাস দুয়েক পরে আবারও আমার কাছে ঠিক একই ভাবে টাকা চায় সে । সে ভুলে গিয়েছিলো যে আমার কাছে একই ভাবে আগে টাকা নিয়ে ছিল !
০৯ ই জুন, ২০২২ রাত ৮:৩৯
শাহ আজিজ বলেছেন: হা হা হা একদম কট
৪| ০৯ ই জুন, ২০২২ রাত ৮:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তেল পড়া ভালো। ছোট ব্রলাম তাই জানতাম!
তখন একপোয়া তেলের দাম ৫ টাকা। একবার
বোতলে করে একপোয়া তেল কিনে আসবার
পথে উষ্ঠা খে সব তেল পড়ে গেলো। ভয়ে
কাঁদতে কাঁদতে বাড়ি আসলাম। মা সব
শুনে বললো তেল পড়া নাকি ভালো।
এখন জানি তেল মাটিতে পড়ে গেলে
তা আর উঠানো সম্ভব নয়। তাই
ওটা সান্তনা বাক্য।
আপনি আপনার
বোকামীর খেসারত
দিয়েছেন, এখন যদি
বলেন ওটা যাকাত
ফেতরার ক্যাটাগরিতে
ফেলতে চান তা হবে
আপনার মনের সান্তনা!
বোকামীর খেসারতে
যাকাত ফেতরা আদায়
হবেনা।
বুদ্ধিমান হোন!
০৯ ই জুন, ২০২২ রাত ৯:০৪
শাহ আজিজ বলেছেন: চান্সে নসিহত কইরা নিলেন , ভাল খুব ভাল ।
৫| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:০৮
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ ,
এইসব বাটপারদের জন্যেই সত্যিকারের "নীডি" লোকগুলো সাহায্য বঞ্চিত হয়!
০৯ ই জুন, ২০২২ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: হুম আসলেও ব্যাপারটা তাই । একে আমার কিঞ্চিৎ নেশাখোর বলে মনে হয়েছে ।
৬| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:২২
গরল বলেছেন: অভিনয় ভালোই ছিল মনে হচ্ছে, অভিনয় দেখেই মানুষ গলে যায়, সত্যিকার অভাবি যারা তারা অভিনয় করতে জানে না, তাই তারা পায় না।
০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: বয়স হয়েছে , সমাজ থেকে কিঞ্চিৎ দূরে থাকি বলেই সাথে সাথে ধরতে পারিনি ।
৭| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: চান্সে নসিহত কইরা নিলেন , ভাল খুব ভাল ।
দুনিয়টে সত্য কথার ভাত নাই। যাকাত ফেতরা আদায় করতে হলে প্রথমে নিয়ত
ঠিক করতে হয়! আপনি নিয়ত করেন নাই এটা যাকাত ফেতরার ম্যাটাগরিতে যাবে।
আপনি প্রতারকটাকে দয়াপরবশ হয়ে দান করেছেন যেটা পানিতে ফেলার সামিল।
পানিতে টাকা ফেললে যাকাত আদায় হয়?
আচ্ছা বুঝলাম আলনার বয়স হয়েছে, বুদ্ধিসবুদ্ধি
ব্যারো মিটারের নিচের দিকে! কিন্তু মা'মনি ছিলো
আপনার সাথে তার কাছে কি প্রতারণার বিষয়টি
ধরা পরে নাই? যা হোক ঠকলে নাকি বউয়ের
কাছেও বলতে হয় না। আপনিতো হাটে হাড়ি
ভেংগে দিলেন! এবার ঠেলা সামলান!
০৯ ই জুন, ২০২২ রাত ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: আপনি সুযোগ পেলে এক হাত দেখিয়ে ছাড়েন । যাক টাকাটা আমার এবং সৎ মনে দিয়েছি তাতেই খুশী ।
আর কোন আলাপ নয় প্লিজ ।
৮| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:৩৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: এমন তো চলছে বহুকাল ধরে! সেই ২০০৯-১০ এও দেখেছি। আমিতো এমন লোকের পাল্লায় পড়েছি যারা দরকার পড়লে হসপিটালে নিয়ে রোগী দেখাতে রাজি। প্রতিবারই আমি হসপিটালের ভিতরে পর্যন্ত ঢুকেছি, এরপর তারা ভো দৌড় দিয়েছে
সাধারণত কেউ সাহায্য চাইলে আমি হাতে টাকা থাকলে দিয়ে দেই। সৌদিতে কয়েকজনকে দিয়েছি যাদের গাড়ি আমার গাড়ি থেকে অন্তত ১০ বছর নতুন মডেলের!
তবে কেউ যখন বাড়াবাড়ি রকমের টাকা চায় (যেমন আপনার কাছে চেয়েছে) তখন অল্প কিছু দিয়ে এড়িয়ে যাই। যাদের প্রকৃত দরকার থাকে, তারা সাধারণত অল্প পেলেও সেটা গ্রহণ করে।
০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪১
শাহ আজিজ বলেছেন: হা হা হা , সৌদিতে এমন কাণ্ড ঘটে ?
এখন বিশ্বাসী কেউই নেই ।
৯| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪০
সোনাগাজী বলেছেন:
অশিক্ষিতরা সব ট্রিকস শিখে ফেলেছে।
০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: হুম , উপর থেকে নিচ পর্যন্ত সবাই ট্রিকি হয়ে গেছে ।
১০| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪১
মুক্তা নীল বলেছেন:
এরকম অনেকেই বলে এখন কে যে সত্য আর কে যে মিথ্যা বলে বোঝা মুশকিল ।
০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: এখানেই মুল সমস্যা । তবে করোনার মধ্যে বৈকালীন হাঁটাচলার সময়ে প্রেসক্রিপশন নিয়ে আমার খুব কাছে আসার চেষ্টা রোধ করেছি বা সরাসরি আমায় হাসপাতালে নিয়ে যাবার চেষ্টায় কঠিন বাদ সেধেছি ।
১১| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ল্লেখক বলেছেন: আপনি সুযোগ পেলে এক হাত দেখিয়ে ছাড়েন । যাক টাকাটা আমার এবং সৎ মনে দিয়েছি তাতেই খুশী ।
দাদা আমি আপনার এবং গাজী সাবের সাথেই একটু মজা করি!
সমবয়সি বলেই হয়তো, মাইন্ড করলে আর করবোনা!
কষ্ট পেলে দুঃখিত।
১২| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
প্যাসেঞ্জারের আর্থিক অবস্থা অনুমান করে কিভাবে?
০৯ ই জুন, ২০২২ রাত ১০:২৩
শাহ আজিজ বলেছেন: ইউনিমারট থেকে পয়সাওয়ালারাই বের হয় , এই সেন্স তার আছে ।
১৩| ০৯ ই জুন, ২০২২ রাত ১১:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনারা তারা বিপদের কথা মনে করে টাকাটা দিয়েছেন আর আপনাদের নিয়ত ভালো ছিলো। সে বাটপারি করেছে, সে তার মূল্য অবশ্যই চুকাবে, আজ আর কাল। রাখাল বাঘ বাঘ বলে চিৎকার করে মানুষকে বানানোর গল্পটা মনে আছে? তেমনটাই হবে। আমার দৃঢ় বিশ্বাস রাব্বুল আলামিন মানুষকে তার ভেতরটা দেখে মূল্যায়ন করবেন। কত বা কোন সংখ্যা দেখে নয় হয়তো। মন থেকে বিশ্বাস করি, আপাত দৃষ্টিতে ক্ষতি মনে হলেও আপনাদের খরচ বিফলে যায় নি। তবুও একটা কথা না বলে পারছি না, বাংলাদেশে ইদানীং এই প্রকৃতির লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে। ধন্যবাদ।
০৯ ই জুন, ২০২২ রাত ১১:৪৪
শাহ আজিজ বলেছেন: এক মহিলা আমার কাছ থেকে চাল ডাল পেয়াজ রসুন নিয়ে সোজা খাড়া হয়ে রিকশায় উঠে বাড়িতে চলে গেল । সে রাস্তায় বসে খোঁড়ার ভান করছিল । করোনা কালে আমার নিত্যদিনে পাচজন বা ছয়জনের ডাল ভাত কর্মসূচীর অংশ ছিল এটি । মানুষেরা এখন তৎপর কিভাবে লুটে খাওয়া যায় । আমি ক্লিন হার্টে দেই , অরা কিভাবে নেয় জানিনা ।
১৪| ১০ ই জুন, ২০২২ দুপুর ১:১১
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: হা হা হা , সৌদিতে এমন কাণ্ড ঘটে ?
সাধারণত ইয়েমেনিরা এমন করে। আপনার কাছে এসে বলবে আমি অমুক শহর থেকে এসেছে, সাথে বউ-বাচ্চা আছে, খাবারও আছে। খালি পেট্রোলের খরচ দরকার। ওয়ালেট হারিয়ে গেছে।
আমি এদের সাধারণত ৫০-১০০ রিয়াল দিয়ে দেই। যদি ঘটনা সত্য হয়, তাহলে অন্তত কোয়ার্টার-আর্ধেক রাস্তার খরচ হয়ে যাবে।
১০ ই জুন, ২০২২ দুপুর ১:২৮
শাহ আজিজ বলেছেন: ইয়েমেনিরা সব দিক দিয়ে বদ হয় । আমার চীনা ভাষা কোর্সে কিছু ইয়েমেনি ছিল ।
১৫| ১০ ই জুন, ২০২২ দুপুর ১:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: সোনাগাজী বলেছেন: অশিক্ষিতরা সব ট্রিকস শিখে ফেলেছে।
১. তাহলে কি শুধু শিক্ষিতরাই প্রতারণা করবে?
২. মনে হচ্ছে শিক্ষিতরা আগে থেকে ট্রিকস গুলি জানে।
৩. শিক্ষিতরা তো ছোট দান মারে না; মারে বড় দান।
১৬| ১০ ই জুন, ২০২২ দুপুর ২:০৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: ইয়েমেনিরা সব দিক দিয়ে বদ হয় । আমার চীনা ভাষা কোর্সে কিছু ইয়েমেনি ছিল ।
আমি বাংলাদেশীদের থেকে ধুরন্ধর আর দেখিনি! আমার গাড়ি ঠিক করতে নিয়ে গেলাম। খুব চেকআপ করে বললো ২,৫০০ রিয়াল লাগবে, ইঞ্জিন ডাউন! অন্য একজনের কাছে নিলাম, সে বললো ইঞ্জিন ডাউন, ৩,০০০ লাগবে। ভিনদেশী একজনকে কল দিলাম, সমস্যা বলতেই বললো যে স্পার্ক প্লাগ কিনে গাড়ি নিয়ে চলে আসেন। ৪০০ রিয়ালেই মামলা ঢিসমিস! ২০২০, ২০২১ পার করে ২০২২এ এসেও গাড়ি চলছে!
এমন আরও অনেক ঘটনা বলতে পারবো যা আমার সাথেই ঘটেছে!
১০ ই জুন, ২০২২ দুপুর ২:২৩
শাহ আজিজ বলেছেন: হা হা হা -----ইঞ্জিন ডাউন
১৭| ১১ ই জুন, ২০২২ সকাল ৯:৩০
বিটপি বলেছেন: যাকাত ফেতরার টাকা দেয়ার আগে নিয়্যত করা জরুরী। আপনি যদি আগে নিয়্যত করে থাকেন, এবং এজন্য বরাদ্দ টাকা থেকে দিয়ে থাকেন, তাহলে যাকাত ফেতরার মধ্যেই যাবে। না হলে এটাকে উড়ো খৈ গোবিন্দ নমঃ বলে চালিয়ে দিতে পারেন। প্রতারণার জন্য প্রতারকের পাপ হবে, কিন্তু প্রতারিতের কোন পূণ্য হবেনা।
১১ ই জুন, ২০২২ সকাল ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: এই সাত সকালে নুরু ভাইয়ের চ্যালা হাজির ফতোয়া নিয়ে , কি জ্বালা
১৮| ১১ ই জুন, ২০২২ সকাল ১০:৩৮
বিটপি বলেছেন: নুরু ভাইয়ের চ্যালার ফতোয়া মারার কোন ইচ্ছে নেই। প্রতারণার মাধ্যমে খোয়ানো টাকা অনেকে দান সদকা ভেবে সোয়াবের আশা করে, তাদের মূর্খতা ধরিয়ে দেয়াই কমেন্টের উদ্দেশ্য ছিল।
১১ ই জুন, ২০২২ সকাল ১০:৫৩
শাহ আজিজ বলেছেন: হ্যা , ক্রমশ তোমার চেহারাখানা পরিস্কার হচ্ছে , ঐ যে বললে মূর্খতা ধরিয়ে দেওয়াই কমেন্টের উদ্দেশ্য ছিল না কাপড় টান দিয়ে উলংগ করার প্রত্যাশা ছিল ।
ভাল হইয়া যাও , ভাল হইতে ছদকা , খয়রাত , যাকাত লাগে না শুধু মনটারে পরিস্কার করা লাগে ।
তোমার কাছ থেকে আর কোন কমেন্ট আশা করি না না হয় ব্যান খাবে ।
১৯| ১২ ই জুন, ২০২২ রাত ১২:০৭
সোহানী বলেছেন: বাটপারতো একেবারে রুট থেকে উপর পর্যন্ত। কই যাবো আমরা.............
১২ ই জুন, ২০২২ সকাল ৯:২৮
শাহ আজিজ বলেছেন: এটা বাটপাড় রিপাবলিক হয়ে গেছে ।
২০| ১২ ই জুন, ২০২২ রাত ১২:২২
নীল-দর্পণ বলেছেন: ঈদের কিছুদিন আগে কন্যাকে নিয়ে ডাক্তারের কাছ থেকে ফিরছিলাম, কোলে ঘুমিয়ে গেছে হাঁটতে সমস্যা বিধায় রিক্সা নিয়েছিলাম। চালক তখন খাতির যত্ন করে উঠালে সন্দেহই হচ্ছিল। ২০টাকাই বেশি (এত অল্প পথ ) তাই দিতেই সে কেঁদেকেটে পড়ল তার মায়ের জন্যে দিতে হবে!! ১০০টাকার নোট দিয়ে ৫০ফেরত দিতে বললে উনি ২০টাকার নোট আমার হাতে দিয়ে বললেন ১০০টাকাই দিয়ে দিতে!! মেজাজ এত খারাপ হল, কিন্তু তখন ঘরে এক কন্যা অসুস্থ রেখে গেছি আরেকজন নিয়ে ডাক্তারের কাছে গেছি ঐসময়ে মানসিক অবস্থাও ছিল না তর্ক করার।
কোটিকোটি টাকা লুটপাট হয়ে যায় আর তো আমার ৮০ টাকা……যে যেইভাবে সুযোগ পায় তা কাজে লাগাতে চায়!য
১২ ই জুন, ২০২২ সকাল ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: এখন প্রায় গলায় দা ধরে পয়সা আদায়ের দিকে এগুচ্ছে পরিস্থিতি । আমাদের সবার ইলেকট্রিক ব্যাটন হাতে নিয়ে পথ চলা লাগবে দেখছি ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২২ রাত ৮:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক এরকম অবস্থায় আমি একবার পরেছিলাম, আমি টাকা দেইনি।