নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আর কটা দিন বাদে-------------------

১৪ ই জুন, ২০২২ রাত ৯:৫৪

স্টার

পদ্মা সেতু নিয়ে বেশ তোড়জোড় চলছে দেশে ।

২৫ তারিখ উদ্বোধন হবে পদ্মা সেতু । বাংলাদেশের প্রধানমন্ত্রী সেতু উদ্বোধন করবেন এবং জাজিরা প্রান্তে একটি জনসভায় ভাষণ দেবেন । এই সেতুর নির্মাণ কাজে যারা অংশ নিয়েছিল তারা সবাই প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলার সুযোগ পাচ্ছেন । আমিও বেশ পুলকিত , আনন্দিত সেতু নিয়ে । এই সেতু অনেক বিষয়কে বেগবান করবে অনেক বেনিফিট এনে দেবে । যমুনার ওপরে প্রথম উঠেছি তখন সিট ছেড়ে একদম সামনে গিয়ে পুরো ভিউটা নিলাম , সম্ভবত ৯৯ সালে । এবার যাব সেতু ট্রিপে , শুধু আসা আর যাওয়া । আবার খুলনা যেতে হবে , প্লেনে নয় বাসেই যাব । অনেকেই প্লান করছে তারা ট্রিপ কিভাবে দেবে । একটা যাদুঘর হবে ঐ প্রান্তে যেখানে সেতু নির্মাণে যেসব যন্ত্রপাতি ব্যাবহার হয়ে তা গুছিয়ে রাখা হবে দর্শকদের জন্য । ছোট নৌকার ভ্রমন থাকছে সেতুর নিচ দিয়ে । মোট কথা একটা জমজমাট আয়োজন হবে সেতু ঘিরে । আমার খুব ভাল লাগছে , আপনার ??

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২২ রাত ১০:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রধানমন্ত্রী জামাইত্যা দের দেখায় দিসে। এরা এখন হিংসায় জ্বলে পূড়ে মরবে। বলবে দেশের মানুষ খেতে পারছেনা পদ্মা সেতুর কাম কি!!

১৪ ই জুন, ২০২২ রাত ১০:০৯

শাহ আজিজ বলেছেন: দেখানোর কিসসু নেই এটা রাষ্ট্রের স্বাভাবিক উন্নয়নের প্রতিচ্ছবি ।

২| ১৪ ই জুন, ২০২২ রাত ১০:০৩

সোনাগাজী বলেছেন:




আমি বেশী উল্লসিত নই, দরকার ছিলো শেখ সাহবের আমলে এই সেতুতে হাত দেয়া; বেকুবরা দেশ চালানোতে উহা তাদের মাথায় আসেনি।

১৪ ই জুন, ২০২২ রাত ১০:১০

শাহ আজিজ বলেছেন: হুম, পুরাতন কাসুন্দি ঘেঁটে এখন লাভ নেই ।

৩| ১৪ ই জুন, ২০২২ রাত ১০:০৭

ইমরোজ৭৫ বলেছেন: গজারিয়া টু মুন্সিগজ্ঞ এ একটি ব্রীজ দরকার। একটি ব্রীজের অভাবে ইমারজেন্সি রোগী, গর্বভতী মহিলা, প্রতিবন্ধী ব্যাক্তিদের বেশ সমস্যা হচ্ছে।

১৪ ই জুন, ২০২২ রাত ১০:১৪

শাহ আজিজ বলেছেন: বন্ধ হয়ে যাওয়া ফেরির কয়েকটি গজারিয়ায় দিলে কিছুটা উন্নয়ন হবে ।

৪| ১৪ ই জুন, ২০২২ রাত ১০:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেশের স্বাভাবিক উন্নতি অব্যাহত থাকুক।

১৪ ই জুন, ২০২২ রাত ১০:২৫

শাহ আজিজ বলেছেন: দক্ষিনের সাথে উত্তরের ব্যাপক সংযোগ স্থাপিত হতে যাচ্ছে ।

৫| ১৪ ই জুন, ২০২২ রাত ১১:১০

শূন্য সারমর্ম বলেছেন:


পদ্মাসেতু ঘিরে কিছু ব্যবসায়িক আইডিয়া দেন।

১৪ ই জুন, ২০২২ রাত ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: জাজিরার দিকে রেস্টুরেন্ট চলবে ভাল । নদীতে নৌ ভ্রমন ভাল চলবে । একটা পিকনিক স্পট ভাল চলবে ।

৬| ১৫ ই জুন, ২০২২ রাত ১২:৫৮

আগন্তুক৬৯ বলেছেন: বিশ্বব্যাংকের অর্থায়নে আমাদের কি পদ্মা দ্বিতীয় সেতু বানানো ব্যাপারে হাত দেওয়া যায়। সরকারের কি এই ধরনের চিন্তাভাবনা আছে। আর বিশ্বব্যাংকও কি রাজি হবে। সেতু সংক্রান্ত আমাদের আর কোন পরিকল্পনা আছে।

১৫ ই জুন, ২০২২ সকাল ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: সেতু তৈরিতে সমস্যা নেই , সমস্যা আন্তঃ কোন্দলে । বিশ্বব্যাঙ্ক রাজী না হলে এবার বণ্ড বিক্রি করে সেতু হবে ।

৭| ১৫ ই জুন, ২০২২ রাত ১:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আশেপাশে রেস্টুরেন্ট আর রিসোর্ট হবে।

১৫ ই জুন, ২০২২ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: চলবে ভাল । বাংলাদেশে বিনোদনের বড় অভাব ।

৮| ১৫ ই জুন, ২০২২ রাত ৩:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
কোন দেশেই নিজেরা আর্থিক লাভবান হওয়ার জন্য সড়ক সেতু রেলওয়ে বা বিদ্যুৎ প্যান্ট স্থাপন করে না।

গত ১২-১৪ বছর কোন বিদ্যুতপ্লান্টই লাভজনক ছিল না। ব্যাপক অপচয়। সেতুর টোল বা বিদ্যুৎ বিলের মাধ্যমে এসব খরচ ইহজনমেও উঠে আসবে না, অন্যান্ন দেশের মত সরকার বেশি ঋনও করছে না। সরকার অনেক আগেই ফতুর হয়ে যাওয়ার কথা। কিন্তু হচ্ছে না কেন?

বিদ্যুৎ ও যোগাযোগ ও টেলি যোগাযোগ হচ্ছে একটি দেশের উন্নতির লাইফ লাইন।
সহজ ট্রান্সপোর্টেশন ব্যাবস্থা পর্যাপ্ত বিদ্যুৎ প্রাপ্তির কারনেই উদ্যক্তা, বাংলাদেশের বিশাল বিশাল সিমেন্ট শিল্প ইস্পাত শিল্প ফার্মাসিটিকলস শিল্প তৈরি হতে পেরেছে। কৃষক, ধান গরু ছাগল মাছ মুরগী চাষিদের উৎপাদন ৫০গুন বৃদ্ধি পেয়েছে। উৎপাদন ও সেবার নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। গ্রামগঞ্জ পর্যন্ত প্রতিটি বাড়ীতে বিদ্যুৎ।

বিদ্যুৎ রাস্তা সেতু অবকাঠামো করতে যে অপচয় হয়েছে উদ্যক্তারা কৃষক শ্রমিক চাষিরা উৎপাদন ৫০গুন বৃদ্ধি করে তার চেয়ে শতগুন বেশী অর্থ সরকারকে ফিরিয়ে দিয়েছে পরক্ষভাবে। যেকারনে প্রতি বছর সরকারি ভান্ডার উপচে পড়ছে। পদ্মা সেতু হওয়াতে সরকারি ভান্ডার আরো বড় হবে।
আশেপাশে নয় সারা দেশেই রেস্টুরেন্ট রিসোর্ট বাড়বে, কারন ক্রেতা ভোক্তার সংখ্যা বেড়েছে, সক্ষমতাও বেড়েছে।

১৫ ই জুন, ২০২২ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: হুম , সহমত ।

৯| ১৫ ই জুন, ২০২২ সকাল ৯:২৭

খাঁজা বাবা বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: প্রধানমন্ত্রী জামাইত্যা দের দেখায় দিসে। এরা এখন হিংসায় জ্বলে পূড়ে মরবে। বলবে দেশের মানুষ খেতে পারছেনা পদ্মা সেতুর কাম কি!!

ওনার জীবনে ৯৪% জামাত, ৩ % আওয়ামীলিগ,২% বি এন পি আর ১% উনি। B-)

১৫ ই জুন, ২০২২ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~





হাচা নি ??

১০| ১৫ ই জুন, ২০২২ সকাল ৯:২৯

খাঁজা বাবা বলেছেন: নদীটা আর ড্রেজিং হবে? হয়তো ভরাট হয়ে যাবে, আরো চর জাগবে।

১৫ ই জুন, ২০২২ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: সেটাই বড় সমস্যা যেমনটি যমুনাতে পড়েছে । এক্ষেত্রে বিদেশীদের উপদেশ নিতে হবে ।

১১| ১৫ ই জুন, ২০২২ সকাল ৯:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নদী শাসন ঠিক ভাবে না করলে যমুনার মতো চর পড়বে। নদী শাসনে খেয়াল রাখতে হবে।

১৫ ই জুন, ২০২২ সকাল ১০:২৫

শাহ আজিজ বলেছেন: নদী শাসন উপযুক্ত পার্টিকে দিতে হবে যারা আমাদের লোকেদের শিখিয়ে দেবে ।

১২| ১৫ ই জুন, ২০২২ দুপুর ১:০১

আমি ব্লগার হইছি! বলেছেন: দক্ষিণ অঞ্চলের মানুষ হিসেবে আমিও খুব উৎসাহী পদ্মা সেতুটা নিয়ে। তবে কালনা ব্রীজ আর রেললাইন না হওয়া পর্যন্ত আমি এই ব্রীজ দিয়ে যশোরে যেতে পারবো না। অবশ্য অনেক যানবাহন পদ্মা ব্রীজ দিয়ে পার হবে বলে পাটুরিয়া ঘাটের লোড কিছুটা কমবে। তাই, যশোরে গেলেও এর একটা পরোক্ষ সুবিধা পাওয়া যাবে। আপনার কি মনে হয় দৌলতপুরের পাটের গোডাউন গুলোর কোন গতি হবে ব্রীজটা হলে? আমাদের গোডাউন টা এখন আগের মতো রেভিনিউ জেনারেট করতে পারছে না।
আপনি কিন্তু উদ্বোধনের দিনে গেলে আপনার তোলা ছবি শেয়ার করবেন। ভালো থাকবেন।

১৫ ই জুন, ২০২২ দুপুর ১:৫২

শাহ আজিজ বলেছেন: মাদারীপুরের পাট রেলে চড়ে দৌলতপুর যাবে যদি রুপসা রেলসেতুটা তাড়াতাড়ি শেষ হয় । এই ব্রিজ দিয়ে খুলনা হয়ে যশোর যাওয়া যাবে তাড়াতাড়ি । শুরু হলে আমরা বুঝতে পারব আসলেই ব্রিজ উপকারে আসছে কিনা ।


আমার পক্ষে উদ্ভনিতে যাওয়া সম্ভব না পায়ের অসুবিধার জন্য ।

১৩| ১৫ ই জুন, ২০২২ দুপুর ২:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: @খাজা সাব
পদ্মা সেতুর ভিউটা বেশ। চলেন দেখতে যাই। ওখান থেকে পূর্নিমার চাঁদ দেখতে ভালো লাগবে।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১৬

শাহ আজিজ বলেছেন: চাঁদ কেন সূর্যোদয়ও দেখা যাবে ।

১৪| ১৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫২

আমি ব্লগার হইছি! বলেছেন: খুলনা হয়ে যশোর যাওয়া ফিজিবল হবে না। আরো কিছুদিনের মধ্যে কালনা ব্রীজ শেষ হলে সরাসরি যাওয়া যাবে। ব্রীজ সামগ্রিকভাবে আসলেই অনেক উপকারে আসবে। আপনার পায়ের দ্রুত সুস্থতা কামনা করছি।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১৮

শাহ আজিজ বলেছেন: কালনার ব্রিজ জলদি হয়ে যাক ।


ধন্যবাদ ।

১৫| ১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৯

জগতারন বলেছেন:

আমার খুব ভাল লাগছে, আপনার ??
আমারও খুব ভাল লাগছে!

১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

১৬| ১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৬

জগতারন বলেছেন:

ব্লগার মোহাম্মদ গোফরান সাহেব-এর দৃষ্টি আকর্ষন করপছি
প্রধানমন্ত্রী জামাইত্যা দের দেখায় দিসে। সহমত!

জামাইত্যা'রা অভিশপ্ত, শয়তান ও মুনাফেক, এদের কোন দিনও ভাস্যি হবে না।
এরা ডুবতেই থাকবে। কিন্তু ডুবার আগে আমাদের সমাজে অনের অনেক সমস্যা করে যাবে।

১৭| ১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

জগতারন বলেছেন:
কালনা ব্রীজ শেষ হলে সরাসরি যাওয়া যাবে।
এই "কালনা" কোথায় ?
এবং

গজারিয়া টু মুন্সিগজ্ঞ এ একটি ব্রীজ দরকার।
"গজারিয়া" কোথায় ?

ব্লগার শাহ আজিজ দয়া করে ভালোভাবে বুঝাইয়ে বলুন।
আমরা প্রবাসি, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে।


১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

শাহ আজিজ বলেছেন: কালনা সেতু বাংলাদেশের দক্ষিনাঞ্চলের গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মাণাধীন একটি ৬ লেন বিশিষ্ট সেতু , ব্লগার ওটার কথাই বুঝাতে চাইছে ।

১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

শাহ আজিজ বলেছেন: গজারিয়া মুনশিগঞ্জের পূর্ব দক্ষিণে । এটা একটা ছোট নদী দিয়ে ভাগ করা ।



গুগল ম্যাপে সব পাবেন ।

১৮| ১৫ ই জুন, ২০২২ রাত ১০:৩৯

নীল-দর্পণ বলেছেন: বর্ষায় গ্রামে যেতে আর টেনশন হবে না নদীর ঢেউ এর এই দিকে আনন্দ লাগছে আবার টেনশন হচ্ছে আমরা কোন বাসে যাবো, কোথায় নামাবে আমাদের (পদ্মার ঠিক ঐপাড়েই বাড়ী), বাড়ী থেকে ফেরার পথে দূর থেকে আসা বাসে আসলেই ঠিক ঠাক সিট পেয়ে উঠতে পারবো ত এসব নিয়ে চিন্তা হচ্ছে এখন। ব্রিজ উদ্বোধন হলেই বুঝতে পারবো।

অনেক মানুষের অনেক ভোগান্তি কমবে এটাই সবচাইতে ভালো লাগছে।

১৬ ই জুন, ২০২২ রাত ৩:২৭

শাহ আজিজ বলেছেন: আস্তে ধীরে সব সহনীয় হয়ে আসবে । ফেরি ঘাটের ঝামেলা শেষ হবে এতটুকুই ভরসা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.