নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সেতুতে মোটর বাইক বিড়ম্বনা

২৮ শে জুন, ২০২২ রাত ১০:০৩






পিকআপ ভ্যানে চড়িয়ে পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেল প্রতি চালককে গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা। মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আসায় পদ্মা সেতুতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই দুই চাকার যান। মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বসানো হয়েছে চেকপোস্ট। বাধ্য হয়ে পিকআপ ভ্যানে উঠিয়ে সেতু পার করা হচ্ছে মোটরসাইকেল। ওদিকে ফেরিও খুব সুলভ নয় । একজন মোটরবাইক যাত্রী অনেক ঘণ্টা নষ্ট করে বা অতিরিক্ত খরচ করে মুলত তার কাজ সারতে এপার বা ওপার করছে । সেতু প্রশাসনের কন্সেপট ঠিক ক্লিয়ার নয় । আমি বলি একজন যাত্রী হেলমেট মাথায় পরে একা বাইক টেনে ৬০ কি মিঃ গতিতে সেতু পার হবেন । মোটর সাইকেলে যাত্রী নেয়া যাবেনা । আইন ভঙ্গ করার জন্য জরিমানা বিধান থাকবে । এই পায়ে হাটা যাত্রীরা কি করবে ? আপ্রোচ রোডের মাথায় মিনিবাস শুধুই সেতু সার্ভিস দেবে উপযুক্ত মুল্যে । এই সুযোগ স্পীড বোটের কাজ হারানো চালকদের দিতে হবে ।

সরকার অনেক কিছুতেই সফল কিন্তু এই ছোট কাজে বিফল মনে হচ্ছে ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২২ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা বিবধ ধরণের ব্যবসার কথা মাথায় রােখে সেতু করেছেন!

২৮ শে জুন, ২০২২ রাত ১০:১৭

শাহ আজিজ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন ।

২| ২৮ শে জুন, ২০২২ রাত ১০:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:

মোটরসাইকেল বাতিল করা ঠিক হয়নি।
স্পিড লিমিট মেনে চললে লেন ভিত্তিক চলাচল করলে মোটরসাইকেল কোন সমস্যা নয়।
বাংলাদেশে আমি কোন যানবাহনকেই লেন মেনে চলতে দেখিনি। প্রতিটি রাস্তায় সুন্দর ভাবে দাগ দেয়া লেন থাকলেও ইহা কি কারণে দেওয়া হয়েছে, লেন পরিবর্তন করতে কি কি নিয়ম মানতে হয় কোন ড্রাইভারই জানেনা। শুধু মোটরসাইকেল কে দোষ দেওয়া কেন?

২৮ শে জুন, ২০২২ রাত ১০:১৯

শাহ আজিজ বলেছেন: সহমত । আমাদের স্যাটেলাইট আছে , একটি ডিভাইস বসিয়ে দিলে স্পীড লিমিত কেউই ভাংতে পারবে না ।

৩| ২৮ শে জুন, ২০২২ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



শুরুতে ৫০০ গজ পর পর "স্পীড ব্রেকার" দিলে সমস্যা কিছুটা কমে আসবে।

২৮ শে জুন, ২০২২ রাত ১১:১৮

শাহ আজিজ বলেছেন: যতদুর জানি সেতুতে স্পীড ব্রেকার দেওয়া হয় না । আমাদের ঢাকাতে ফ্লাই ওভারেও ট্র্যাফিক আছে । লাল বাতি সবুজ বাতি আছে ।

৪| ২৮ শে জুন, ২০২২ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি মনে করি, সরকারের এটা একটা ইমেডিয়েট ভালো স্টেপ হয়েছে। অবাধ মোটর চলাচল থাকলে আজ পর্যন্ত আমরা আরো কিছু ফ্যাটাল মোটর অ্যাক্সিডেন্টের খবর হয়ত পেতাম। দর্শনার্থী মোটর আরোহীরা আনন্দ-উত্তেজনায় কী করি আজ ভেবে না পাই অবস্থায় চলে যাচ্ছিলেন। সারাদেশে এমনিতেই মোটর বাইক অ্যাক্সিডেন্টের সংখ্যা ভয়াবহ।

ক্রমে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আদেশ হয়ত শিথিল হবে, প্রতিকারমূলক ব্যবস্থা থাকবে, স্পিড চেকার থাকবে কিছু পরপর। আমাদেরকে কোনো না কোনোভাবে কন্ট্রোল করতেই হবে।

তবে, আরোহীদের ১-২ হাজার টাকার পরিমাণ খুব বেশি হয়ে গেছে। এর একটা ভালো সম্ভাবনাও উঠে আসছে ফেরি বা স্পিড বোটে বাইক পারাপারের। স্পিড বোট অবশ্য আরেকটা রিস্কি বাহন।

২৮ শে জুন, ২০২২ রাত ১১:২৯

শাহ আজিজ বলেছেন: গাইডেড ওয়ে তে মোটর বাইক চলবে ।

৫| ২৮ শে জুন, ২০২২ রাত ১১:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

বাইক অফ না থাকলে আরও কয়েকটা আহত/নিহত থাকতো।

২৯ শে জুন, ২০২২ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: স্পীড লিমিট করে দিতে হবে ।

৬| ২৮ শে জুন, ২০২২ রাত ১১:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



মোটর সাইকেল হয়তো কিছুদিনের জন্য বন্ধ করেছে। সমস্যা হচ্ছে মোটর সাইকেলের দুর্ঘটনা চক্রাকারে বেড়ে যাবে এই সড়কে।

২৯ শে জুন, ২০২২ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: স্পীড লিমিট করে দিতে হবে , বাইকে শুধু চালক থাকবে । আইন ভঙ্গকারিকে বড় ধরনের জরিমানা করতে হবে ।

৭| ২৯ শে জুন, ২০২২ রাত ১২:১৮

কামাল৮০ বলেছেন: ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের কারনে দুর্ঘটনা বাড়ছে।

২৯ শে জুন, ২০২২ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: :((



:P

৮| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা এতো ক্রেজি কেন?

২৯ শে জুন, ২০২২ সকাল ১১:১৬

শাহ আজিজ বলেছেন: মোটর সাইকেল মেকানিক সবগুলাই ক্রেজি । মারা যাওয়ার একটা মেকানিক ছিল । এরা অন্যের মোটর বাইক সাইলেন্সার খুলে এত জোরে চালায় যে ঘরে টেকা দায় ।

৯| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩২

মোগল সম্রাট বলেছেন: বাংলাদেশে যত মটরসাইকেল আছে তার অর্ধেকের বেশি চালকেরই লাইসেন্স নাই। মটর সাইকেল সেতুতে উঠতে দেয়া উচিৎ না । এটি একটি দুর্ঘটনা প্রবন যানবাহন। তাদের জন্য ফেরির ব্যবস্থা চালু রাখা উচিৎ।

২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৯

শাহ আজিজ বলেছেন: শুনতে পাচ্ছি উঠতে দেবে কদিন বাদে । সেতু কতৃপক্ষ আগেই কেন এসব হিসেব কষে রাখেননি ।

১০| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৭

নতুন বলেছেন: বাঙ্গালীকে কেউই দাবায় খারতে পারেনাই। পারবেও না। B-))

দেশে এখন স্পিড মিটার বসানো খুবই দরকার। জরিমানা শুরু হবে ১০ হাজার টাকা থেকে।

টোলও ডিজিটাল পদ্বতীতে নিতে পারে।

সেতু করেছে মটরসাইকেল অবশ্যই চলতে দিতে হবে। এর নিচে অন্য কাউকে চলতে দেওয়া যাবেনা।

২৯ শে জুন, ২০২২ রাত ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: উত্তম ও নির্ভেজাল প্রস্তাব ।


ডিজিটাল পদ্ধতির টিকেট স্ক্যান করার সুবিধা সেতুতে আছে । সম্ভবত জুলাই মাসে তা চলবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.