নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম আলো
চারিদিকে হৈ হৈ রৈ রৈ । করোনার ওমিক্রন আর সাব ভ্যারিয়ানট চারিদিকে কিলবিল করছে । শক্তিতে কম হলেও বার বার আক্রান্ত হওয়া শরীরকে ক্রমশ দুর্বল করে দেবে । রাস্তায় অল্প কিছু লোক মাস্ক ব্যাবহার করেন , বাকিরা উদাসীন । শনাক্তের মাত্রা ২০০০ হাজারের কম বেশি থাকছে । মাস লেভেলে টেস্ট হলে তা বহুগুন বাড়বে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবারো জেগে উঠেছে । কোরবানির পর শনাক্তের হার বহুগুন বাড়বে । ভাল থাকুন মাস্ক পড়ুন ।
০৩ রা জুলাই, ২০২২ রাত ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: টেস্ট হলে সারা দেশে পাওয়া যাবে ।
২| ০৩ রা জুলাই, ২০২২ রাত ৯:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: করোনার ভয় কমে গেছে লোকজনের।
০৩ রা জুলাই, ২০২২ রাত ৯:৫০
শাহ আজিজ বলেছেন: আর ওখানেই বিপদ ।
৩| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৪৫
কলাবাগান১ বলেছেন: বারবার করোনায় আক্রান্ত হলে, এইডস এর ভাইরাস এর মতই করোনা ভাইরাস 'টি' সেল কে প্রায় অকার্যকর করে দিচ্ছে, আর টি সেল হল আপনার রোগ/জীবানু থেকে শরীর কে রক্ষা করার অন্যতম প্রধান অস্ত্র। এইডস এ বেশীর ভাগ লোক জনই মারা যায় সরাসরি ভাইরাস এর জন্য না, অন্য রোগে যেহেতু শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়।
বারবার আক্রান্ত হলে মানসিক রোগ এর ও বিকাশ হচ্ছে (সিজোফ্রিনিয়া এর মত রোগ এর আধিক্য দেখা যাচ্ছে)। এখন মারা যাওয়ার থেকে বেশী কনসার্ন হচ্ছে লং কভিড রোগ নিয়ে। অনেকেই ২ বছর ধরে নানাবিধ অসুখে ভুগছেন। যার কখনও ডায়াবেটিস ছিল না, সে অনেক কম বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, ব্লাড প্রেসার বয়স এর চেয়ে বেশী বেড়ে যাচ্ছে, ব্রেইন ফগ হচ্ছে.....
ভয় হচ্ছে নতুন ভ্যারিয়েন্ট (যেটা ইন্ডিয়াতেই এখন বাড়ছে...পৃথিবী উৎকন্ঠা নিয়ে তাকিয়ে আছে ইন্ডিয়ার দিকে)- B2.75
আশার কথা Novavax এর ভ্যাক্সিন মনে হচ্ছে অনেক ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিচ্ছে। মনে হচ্ছে mRNA vaccine থেকে বেটার। আমেরিকাতে এখনও এপ্রুভ হয় নাই.. তবে হবে, হওয়ার সাথে সাথে বুস্টার হিসাবে এই ভ্যাক্সিন নিয়ে নেব।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৩০
শাহ আজিজ বলেছেন: কলাবাগান , আপনি মাঝে মধ্যে কমেন্ট করে পোস্টটির গুরুত্বকে বাড়িয়ে তোলেন । ধন্যবাদ ।
৪| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগবে বেশি, তবে ভয় আর কখনো পাবে না বাঙালী।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৩১
শাহ আজিজ বলেছেন: ৩ নম্বর কমেন্টস টি পড়ুন ।
৫| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৫৬
কলাবাগান১ বলেছেন: আওয়ামী লীগের মো: হানিফ আর বিএনপি এর মির্জা ফখরুল দুজনেই তো কয়েকবার আক্রান্ত হলেন...দেখা যাক ওনাদের ব্যবহার, কথা-বার্তায় কিংবা অন্য কোন কমপ্লেস্ক কিছু দেখা যায় কিনা....সবার যে একই রিয়্যাকসন হবে, সেটা অবশ্য ঠিক না।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৩৩
শাহ আজিজ বলেছেন: এটা একটা পূর্ণ গবেষণার বিষয় এবং বেশ মজার হবে তা ।
৬| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৪৯
কামাল৮০ বলেছেন: সর্দি কাশির মতো হয়ে যাবে করোনা।আবার বিবর্তন হয়ে কঠিন কিছু হয়ে যেতে পারে।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৩৩
শাহ আজিজ বলেছেন: আমরা অপেক্ষা করি আর কটা দিন-------------------------------------
৭| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৩:৩৬
কাছের-মানুষ বলেছেন: ব্যাপারটা চিন্তার। মানুষকে সচেতন হতে হবে।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৩৪
শাহ আজিজ বলেছেন: হুম আসলেও তাই ।
৮| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সচেতনতা ছাড়া কোন উপায় নেই।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৩৫
শাহ আজিজ বলেছেন: এই সচেতনতা হারিয়ে যাচ্ছে বাঙ্গালীর মাঝ থেকে ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২২ রাত ৯:৩৪
সোনাগাজী বলেছেন:
শুধু শহরে সনাক্ত হচ্ছে, নাকি গ্রামেও দেখা যাচ্ছে?