নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোটবায়া প্রথম অ্যাটেমপটে প্রত্যাখান হল কলম্বো ইমিগ্রেশনে । আবার গোপন আস্তানায় । এবার অ্যাজ কারেন্ট প্রেসিডেন্ট হিসাবে একটি সামরিক বিমানে মালদিভ গেলেন । সেখানেও বিড়ম্বনা । অতঃপর সৌদি এয়ার তাকে সিঙ্গাপুর নিয়ে গেল । পাঠক একজন প্রেসিডেন্ট কি ধরনের প্রটোকল পান তার একজন সাক্ষী আমি । প্লেনে বসেই প্রিন্সের আহবানে ফিরতি ফ্লাইটে জেদ্দা । এর পরের খবর জানিনা । গোটাবায়া এখনো রাষ্ট্রের প্রেসিডেন্ট । সহসাই পদত্যাগ করবেন । নতুন প্রেসিডেন্ট পদে একজন প্রতিদ্বন্দ্বী পাওয়া গেছে । রিটায়ার্ড ফিল্ড মার্শাল শরৎ ফন্সেকা এগিয়ে এসেছেন প্রেসিডেন্টের পদের জন্য । কিন্তু তিনিও জেল খাটা আসামি মিলিটারি ইকুইপমেনট কেনাতে কারচুপি করার জন্যে । শ্রীলঙ্কা এখন উত্তাল । ৫ দিন লাইনে দাড়িয়ে ৫ লিটার তেল মিলেছে । রান্নার গ্যাস নেই , চুলা জ্বলছে না , কি সাঙ্ঘাতিক অবস্থা ।
আমার মেয়ের ভাষায় এক অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দেশ শ্রীলঙ্কা । ওর মার্কেটিং কাজ শেষ হলে এক দিন ঘুরবে যে কোন রিসোর্টে । আমার অনেক লঙ্কান সহপাঠী ছিল চীনে ।
আমি তাকিয়ে ২০ তারিখের দিকে । সেন রাজাদের যুবরাজ নৌকা সাজিয়ে বন্ধুদের নিয়ে লঙ্কা গিয়ে স্থায়ী হয়ে ছিলেন । আমাদের সাথে একটা সম্পর্ক রয়েই গেছে ।
১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:০১
শাহ আজিজ বলেছেন: চিনারা সুপার অসৎ ।
২| ১৪ ই জুলাই, ২০২২ রাত ৯:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গোটাবায়া জনগণের গুঁতা খেয়ে বিপদে।
সাথে বাংলাদেশের জনগণের মনেও কাঁপন ধরিয়ে দিয়েছে।
কি যে একটা অবস্থা!
১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:০৩
শাহ আজিজ বলেছেন: এখানে যে লঙ্কান কম্পন পৌঁছেনি তা নয় , কাপছে তলে তলে ।
৩| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রকৃত রাজনীতিবিদ হয়ে থাকলে বিদেশে পালাতো না।
কয়েকদিন জেল খাটলে কি এমন হয়?
বাংলাদেশে অবশ্য কয়েকজন মুচলেকা দিয়েও পালিয়েছিলেন।
শ্রীলংকার অন্যান্য স্থানে তো সব স্বাভাবিক, রাস্তাঘাট দোকান সব খোলা কাঁচা বাজারও খোলা। পেট্রোল সংকট অনেকটা কেটেছে। ক্রিকেটাররা ক্রিকেট খেলছে, পাবলিক জিতে উল্লাস করছে।
১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:১৩
শাহ আজিজ বলেছেন: দেখা যাক , সব ফুরিয়ে যায়নি ।
৪| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:২২
কামাল৮০ বলেছেন: এরশাদের মতো অবস্থা।দেশে থাকা ভালো ছিল।শ্রীলংকানরা আফগানদের মতো না।মেরে রাস্তায় ঝুলিয়ে রাখতো না।পরিশ্রমী জাতি,ঠিক হয়ে যাবে।
১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:৩২
শাহ আজিজ বলেছেন: হুম , আমিও আশাবাদী । তবে টাকা হচ্ছে বড় সমস্যা , ওটা মিটলেই অনেক কিছু মিটে যাবে ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৯
সোনাগাজী বলেছেন:
গত ২০ বছর ওরা চীনাদের হাতে সব কাজ ছেড়ে দিয়েছিলো, নিজেদের মগজ খরচ করেনি, সাথে করেছে "ওভার ইনভয়েসিং"; এখন কেহ সহজে ইহাকে রিপেয়ার করতে পারবে না। চীনারা বাংলাদেশকেও ওখানে নেবে।