নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভাবীর মাথা ও কলিজা (রম্য)

১৬ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২৩



আমি কোরবানির মাংস ছাড়া আর কিছুই দেখিনি । খুড়িয়ে খুড়িয়ে লাঠিতে ভর করে ক'বাড়ি পরে যাওয়ার ধকল নিতে পারব না । কন্যা আর জামাই ওসব ম্যানেজমেন্টে ছিল । গরুর ছবি দেখেই শান্তি । আমি ফেসবুকে আপলোডাই কিনা এই ভয়ে ওরা দুজনই আমায় শেয়ার করেনি । ওদের মোবাইল ছিনতাই করতে পারি এই ভয়ে ছবি ডিলিট করে দিয়েছে । আমাদের সিঁড়ি মোছা কর্মীটি হাদিসের অনেক প্যারা শুনিয়ে গেল । এইযে আপনারা কোরবানি দেছেন এইডাতো আমাগো গরীবের হক । বিরক্ত আমি দরজা দিয়ে ভাবলাম সামনের বছর থেকে গ্রামের বাড়িতে যে কোরবানি হয় তাতে ভাগা নেব , ওখানের প্রতিটি টুকরা গরীবের পেটে যায় । এই বেয়াদ্দব গরীবের জন্য আমার হৃদয়ে কোন দয়ামায়া নাই । বিকেল সন্ধ্যায় আগে বেরিয়ে দেখতে যেতাম রেস্টুরেন্ট মালিক আর বুয়াদের দর কষাকষি আমাদের দেওয়া তাদের হকের মাংস নিয়ে । কষ্ট হতো খুব । আমাদের মুল গৃহ কর্মী লম্বা গল্প দিলো কিভাবে মাংস রান্না করে পোলাপাইন নিয়ে হাপুস হুপুস খেয়েছে । শান্তি পেলাম । আমাদের কিঞ্চিৎ ক'প্যাকেট কিভাবে রাখা হয়েছে দেখতে গিয়ে হতভম্ব আমি - প্যাকেটের উপরে লেখা "ভাবীর মাথা আর কলিজা' । কাদব না হাসব ।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোরবানীর সময় আমাদের ফ্রীজেও এমন নামের প্যাকেট থাকে। জনির মার মাংস, নোমানের মার মাংস।

১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:০১

শাহ আজিজ বলেছেন: হা হা হা :P

২| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৫

ভুয়া মফিজ বলেছেন: আমার মনে হয় গরুর মাথা আর কলিজার চাইতে ভাবীর মাথা আর কলিজার টেস্ট বেশী হইবো, কি কন? ;)

১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:০০

শাহ আজিজ বলেছেন: আহ মলো যাহ , ছিঃ ছিঃ

৩| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো অনেক কিছুই লেখা থাকে। আপনি মুরব্বি মানুষ। সেন্সরড।

১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৭

শাহ আজিজ বলেছেন: তুমিত ১৮্+ , কইয়া ফালাও

৪| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩২

মিরোরডডল বলেছেন:



ভুয়া মফিজ বলেছেন: আমার মনে হয় গরুর মাথা আর কলিজার চাইতে ভাবীর মাথা আর কলিজার টেস্ট বেশী হইবো, কি কন? ;)

হা হা হা......


১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৯

শাহ আজিজ বলেছেন: :P =p~ :-B


কম বয়েসি ভাবিদের কলিজা সবসময় টেস্টি :P =p~ :-B

৫| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৪

মিরোরডডল বলেছেন:




স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরো অনেক কিছুই লেখা থাকে। আপনি মুরব্বি মানুষ। সেন্সরড।

জানতে ইচ্ছে করছে আর কি কি লেখা থাকে :)


১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫০

শাহ আজিজ বলেছেন: আমিও জানতে চাই -------------------------------

৬| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৫

ইএম সেলিম আহমেদ বলেছেন: B-) :D

১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫১

শাহ আজিজ বলেছেন: কিছু কইলেন না যে ? দুপুরে কার কলিজা খাইছেন ?

৭| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:



এই যেমন ধরেন অনেক বাড়ি থেকে ঈদের সেমাইয়ের জন্য গরুর দুধ রেখে যায়।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৯

শাহ আজিজ বলেছেন: :`> :P :`> :P :`> :P :`> :P :`> :P



হইছে , জব্বর -----------------------------

৮| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

কামাল৮০ বলেছেন: তাড়া হুড়া করে এটুকু লিখেছে,এইতো বেশি।সময় করে লিখলে হয়তো চিঠিই লেখে ফেলতো।সম্পর্কেতো ভাবী!

১৬ ই জুলাই, ২০২২ রাত ৮:০০

শাহ আজিজ বলেছেন: হা হা হা । যিনি পাঠিয়েছে তিনি নিজেই লিখেছে যাতে আমরা ভুলে খেয়ে না ফেলি ।

৯| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



যারা লেখাপড়া করার সুযোগ পায়নি, তারা কিন্তু হাদিস শেখার সুযোগ পাচ্ছে।

১৬ ই জুলাই, ২০২২ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন ।

১০| ১৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা জোক। একজনে যেটা বললো না, আমি সেটা বলে দিই। এত রহস্য প্রাণে সহে না, প্রাণ ফেটে যায়।

ক্লোজ রিলেটিভরা গ্রাম থেকে এলে নিয়ে আসে গাভির খাঁটি দুধ। বোতলের গায়ে নামধাম লেখা থাকে না। কিন্তু কেউ একজন গ্লাসভর্তি দুধ নিয়ে এসে বলে ফেললো - এটা --'র দুধ। মুহূর্তে সে কী বলে ফেললো নিজেও টের পেল না, আমিও না। খাওয়ার পর হঠাৎ সেই কথাটা কানে বেজে ওঠে - আর তখনি অট্টহাসিতে হার্ট ফেটে পাংকচার হইয়া যায়।

একটা গ্রামে বা সমাজে সবার কোরবানি দেয়ার সামর্থ থাকবে না। যদি থাকতো, তাহলে হয়ত মাংস বিতরণের বিধান ভিন্নতর হতো। সাধারণ বিধান হলো, ১ ভাগ গরীবের, ১ ভাগ আত্মীয়দের, ১ ভাগ নিজের। ছোটোবেলা থেকেই এটা দেখে আসছি। তবে, মহৎ মানুষেরা নিজের ভাগের জন্য তোয়াক্কা করেন না। গরীবদের বিলিয়ে দেয়ার মধ্যেই শান্তি। তবে, গরীবরা কোরবানির মাংস বিক্রি করে যদি কিছু টাকা পা্ন, সেটা আমি খারাপ দৃষ্টিতে দেখি না। ভিক্ষার চাউল তো তারা অহরহই বিক্রি করে থাকেন। এক কেজি মাংস বেচে ১০ কেজি চাল পেলে সেটাই তাদের জন্য বেশি উপকারী হয়।


১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:২৮

শাহ আজিজ বলেছেন: কিন্তু আমি চাই ওরা খাক সেই মাংস। তারপর কি করল না করল আর দেখি না । তবে যা উল্লেখ করেছি তা ছিল জবরদস্তি করে আদায় । আমাদের জন্য এখন খুব সামান্য মাংস আছে তাতেই আমরা খুশী ।

১১| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৮

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,



বছরের সেরা রম্য ছবি! =p~ =p~

তবে "ভাইয়ু"দের গুর্দ্দা আর ঠ্যাং কার ফ্রিজে আছে ????? :D :)

১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: তাহা আর খুজিতে চাহিনা আমি :-B

১২| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এবার কোরবানির মাংস নিয়ে গরিবেরা ভালো ব্যবসা করেছে। হোটেলগুলোয় আপনি আমিই এসব মাংস খাব।

১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: হুম , আগামি ২/৩ মাস এইসব গরু চলবে হোটেলে , হালিম আর কাবাবে ।

১৩| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৫

জুন বলেছেন: হা হা হা মজার লেখা =p~

১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:০০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জুন । B-)

১৪| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের বাড়ির ফ্রিজে যারা মাংস রাখতো তারা কেউ আম পাতা কেউ পেয়ারা পাতা দিয়ে রাখতো যাতে পরে চিনতে পারে। কেউবা রঙিন সুতা দিয়ে বেধে রাখতো ।

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৩৯

শাহ আজিজ বলেছেন: নানা রকম চিহ্ন দিয়ে দিত যাতে ভুলে খেয়ে না ফেলে । এরপরও কেউ কেউ ইচ্ছে করে ভুল করত এবং রাতে পিকনিক করত ।

১৫| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এভাবে লেখাটা স্বাভাবিক কিন্তু যদি লেখে ভাবীর দুধ (ব্লগার স্বপ্নবাজ সৌরভ এর মতে) তাহলে তো সর্বনাশ!

১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: ভাবীর দুধ হইলে শুধু ভাইয়ের অধিকার আছে খাওয়ার । অন্যের জন্য না মুমকিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.