নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে ২ চুড়ায় রীতিমত ঢাকার জ্যাম পৌঁছে গেছে । আমাদের ওয়াসফিয়া নাজরিন কে ২ সামিট পর্যন্ত উঠেছেন এবং অক্সিজেন ছাড়াই দাড়িয়ে ছবি তুলেছেন । এনাকে নিয়ে লিখতে গেলে ভেবে চিন্তে লিখতে হয় কারন এর আগে তিনি ভিন্ন এক প্রেক্ষাপট দেখিয়ে বলেছিলেন তিনি এভারেস্টে উঠেছেন । এখন সিজন এভারেস্টের বিবিধ চুড়ায় উঠার । আমি কে ২ বেজ ক্যাম্প থেকে বিশাল একটি দলের যাত্রা লক্ষ্য করছি । আজ তাদের ছবি পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম । কেটু এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮, ৮১১ মিটার । হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত এই পর্বতশৃঙ্গটি আজাদ কাশ্মীরের গিলগিত-বালতিস্তান ও চীনের জিংজিয়ানের তাক্সকোরগান সীমান্তে অবস্থিত।। ছবি বিবিধ সাইট থেকে ।
তথ্যঃ দি স্টার এবং উইকি।।
২৪ শে জুলাই, ২০২২ রাত ১১:৪১
শাহ আজিজ বলেছেন: আমিও ছোটবেলায় হিলারির এভারেস্ট জয় দেখে মন খারাপ করতাম । অকেজো হয়ে গেছি কিন্তু আশা ছাড়ি নাই ।
২| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১১:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে পর্বত শৃঙ্গ বিজয় নিয়ে অনেক চালাকি হয়েছে আগে। কে সত্য বলে আর কে মিথ্যা বলে বোঝা ভার। আশা করি সত্যি সত্যি ওয়াসফিয়া কে-২ সামিট করেছে কোন ভেজাল ছাড়া। ওয়াসফিয়াকে অভিনন্দন।
তবে ক-২ নামে একটা সিগারেটের নাম ছোটবেলায় শুনেছি, এটা নিশ্চিত।
২৪ শে জুলাই, ২০২২ রাত ১১:৪৪
শাহ আজিজ বলেছেন: হুম , কে ২ সিগারেট দেখেছি । এবারের ছবি দেখেও সন্দেহ কাটেনি , স্টার ছেপেছে ।
৩| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৫
কামাল৮০ বলেছেন: সফল হোক বা না হোক চেষ্টাই আসল।চেষ্টাই বা কয় জন করে।
২৪ শে জুলাই, ২০২২ রাত ১১:৪৪
শাহ আজিজ বলেছেন: যেমন ঘরে বসে আমি একা একা লাফাই , তেমনটি ।
৪| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১২:১২
কামাল৮০ বলেছেন: আপনিতো চীনের প্রাচীর জয় করে এসেছেন।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: হুম , ৫০ বারের বেশি উঠেছি হা হা হা ।
৫| ২৫ শে জুলাই, ২০২২ রাত ২:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে পর্বত শৃঙ্গ বিজয় নিয়ে অনেক চালাকি হয়েছে আগে।
চালাকি ঠিক আছে, সবটা চালাকি না,
একটা পেশাদার ফুললি ইকুইপড পর্বতআরোহি টিমের সাহায্যে বর্তমানে এইসব বিলাশী পর্বত আরোহন হয়।
এদের সাহায্যে একজন আনাড়ি ব্যাক্তিও শৃঙ্গে উঠতে পারে।
পর্বতের দুর্গম খাড়া এলাকায় টিমের সবচেয়ে দক্ষ আরোহি প্রথমে পাহাড়ের গায়ে গজাল মেরে মেড়ে পর্বতের উঁচু একালাটিতে উঠে পরে। বর্তমানে আগের গজাল লাগানোই থাকে, (কারন এটা তাদের এলাকা তদের পেশা।) পরে উইঞ্চ (কপিকল) কর্ড দিয়ে সিংগেল মেন ইলেকট্রিক লিফট এর মত মানুষকে তর তর করে উঠিয়ে ফেলে, নিচেও একজন মাথা দিয়ে হাত দিয়ে ঠেলে, সেইফ প্রযুক্তি।
তবে যাই হোক ওয়াসফিয়া সহ যারা যারা পর্বতে উঠেছে সবাইকে অভিনন্দন।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫০
শাহ আজিজ বলেছেন: পাহাড়ে আরোহণের এই পদ্ধতি একবার সম্ভবত ডিসকভারি চ্যানেল দেখিয়েছিল । তবুও খাড়া জায়গায় বেশ ঝুকিপূর্ণ । এবারের কারাকোরাম ২ এর কিছু ভিডিও ক্লিপ দেখেছি যা রোমাঞ্চকর । যাহোক হিমালয় রেঞ্জে নতুন জায়গা পাওয়া গেছে এটাই ট্রেকারদের জন্য আনন্দময় ।
৬| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪০
ফয়সাল রকি বলেছেন: ছবিগুলো ভয়ংকর সুন্দর।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৫
শাহ আজিজ বলেছেন: পাহাড়ের ছবি আমার খুব প্রিয় , বরফের সাথে ।
৭| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১১:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রোমাঞ্চকর।
২৫ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৬
শাহ আজিজ বলেছেন: আমাদেরও রোমাঞ্চ বোধ হয় , বেশি ।
৮| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শাহ আজিজ ভাই, অনুগ্রহ করে পোস্টের নিচে তথ্য কৃতজ্ঞতাটি যুক্ত করে দিন। কপি রাইট ইস্যুতে আমাদেরকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়!
২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৭
শাহ আজিজ বলেছেন: দিয়েছি ।
ধন্যবাদ ।
৯| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪১
রানার ব্লগ বলেছেন: ছবি দেখে মনে হচ্ছে খুব সহজ একটা কাজ !!!
২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৮
শাহ আজিজ বলেছেন: আহো মিয়া , একবার হইয়া যাক
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৬
মোগল সম্রাট বলেছেন: ছবি দেখলে মনে হয়, ইস! আমিও যাইতে পারতাম যদি! কি সুন্দর যায়গা।