নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

চীনে হাইড্রোজেন পাওয়ার বাস

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৫



জিনহুয়া নামে চীনের ছোট একটি শহরে হাইড্রোজেন শক্তি চালিত বাসকে অনুমতি দেওয়া হয়েছে নগর রুটে পরিচালনার জন্য । ৬০ কিলো ওয়াট শক্তি বা ফুয়েল দিয়ে বাসটি ৪০০ কিলোমিটার কোন দূষণ ছাড়াই চলছে । পরিবেশ দূষণে উতপ্ত পৃথিবীর জন্য সু খবর বটে । আমাদের ঢাকাকে তেল এবং গ্যাস দূষণ থেকে বাচাতে সব গাড়ি কনভার্ট করে হাইড্রোজেন ফুয়েল শক্তিতে চালালে অল্প সময়ের মধ্যে দূষণের ইতি ঘটবে । উৎপাদন খরচ কেমন পড়বে তা জানা যায়নি ।


ছবি - তথ্য > দি পিপলস ডেইলি চায়না ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৫

নতুন বলেছেন: হাইড্রোজেন উৎপাদন আর ট‍্যানকি দুইটাই ব‍্যায়বহুন। আর তেলের ব‍্যাবসায়ীরা মন খারাপ করবে।

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:১১

শাহ আজিজ বলেছেন: হাইড্রোজেন ফুয়েলের খরচ কেমন আমি জানি না তবে তেল গ্যাসের মজুদ শেষ হওয়ার আগেই এটার উৎপাদন খরচা কমাতে হবে ।

২| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: গাড়িটা দেখতেও খুবই সুন্দর!!

আর হাইড্রোজেন চালিত শুনেই শান্তি শান্তি লাগছে।


তবে নিশ্চয় বাংলাদেশে ইহা আমাদের ভাগ্যে দেখা হবে না। :(

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:১২

শাহ আজিজ বলেছেন: কি জানি কি করে সরকার দেখা দরকার ।

৩| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:২০

শূন্য সারমর্ম বলেছেন:


বিশ্বে চীনই প্রথম নাকি হাইড্রোজেন ফুয়েল'এ গাড়ি চালনায়?

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪২

শাহ আজিজ বলেছেন: আমি এটা চেক করিনি তবে গাড়ি মানে পাবলিক বাস চালনায় তারাই প্রথম ।

৪| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৩

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: হাইড্রোজেন ফুয়েল উৎপাদন করা হয় এক ধরণের তাপীয় প্রক্রিয়া এবং ইলেক্ট্রোলাইসিস এর মাধ্যমে। হাইড্রোজেন ফুয়েল দিয়ে গাড়ি চালনার ক্ষেত্রে পরিবেশ দূষণ কম হলেও উৎপাদন করার সময় ঠিকই পরিবেশ অনেক বেশি দূষিত হয়। তাছাড়া হাইড্রোজেন ফুয়েলের দাম গ্যাসোলিনের চেয়ে প্রায় চারগুণ।

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ কিছু তথ্য মুল প্রসঙ্গে যোগ করায় ।

৫| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৮

কামাল৮০ বলেছেন: তেলের বিকল্প অনেক কিছুই বের হবে।মানুষ বসে নেই।

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১০

শাহ আজিজ বলেছেন: সম্ভবত সোলার পাওয়ার হবে নির্ভেজাল প্রযুক্তি যা কিনতে কারো দ্বারস্থ হতে হবে না ।

৬| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:



ইহা এক সময় পপুলার হবে; বেটারী মেটেরিয়ালের দাম বাড়ছে।

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:০৫

শাহ আজিজ বলেছেন: বদলে যাবে সব , শুধু সময়ের ব্যাপার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.