নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

বরষায় মাতিছে এ মন শেষে------

৩১ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৪

ছবি অজানা উৎস থেকে




আষাঢ় শেষ , শাওনের মধ্যপথে কি যে দাহ আজ কারে বোঝাই , কি ভাবে বোঝাই । আজ দুপুরের পর একটা দাহ বিতরন করে গেল শাওন , নির্লজ্জ , বেহায়া । একটা টিনের চালায় বৃষ্টির ধারা ছবি সেভ করে প্রস্তুতি নিলাম ক্ষোভটুকু উগরে দেব সামুতে । কন্যা রান্না ঘর থেকে আওয়াজ দিলো রুটি তাওয়ায় , ইনসুলিন নাও । উঠেই মনে হল রান্নাঘরের দরজা দিয়ে হু হু শীতল হাওয়া । খুশী হয়ে গেলাম দুজন । জামাই গেছে বাইক চালাতে , ও থাকলে আনন্দটা ভাগ করে নিত । পাশের বাড়ির ছাদ ফ্যাক্টরির টিন দিয়ে ছাওয়া । ওটার ওপর ঝম ঝম নৃত্য শুরু হলে বাপ বেটি এক পাক নেচে নিলাম আনন্দে । আকাঙ্ক্ষিত বৃষ্টি , এখনো ঝরছে । বৃষ্টিতে গ্রামের কাঁদা মাখানো রাস্তায় হেঁটেছি টানা ১৪ মাইল । সারা শরীর ভিজে চপচপ করে , হু কেয়ারস ? আমি আর ভাইপো চলতে থাকলাম খালাবাড়ি অবধি । ওদের টিনের চালা । সারা রাত বৃষ্টি ঝরেছে আর আমি ১৮র প্রাক যৌবনে কবিতা বুনেছি লাগাতার কাথায় ঢেকে একটা অতৃপ্ত উত্থান নিয়ে । শহরে এই বাড়িতে এইটাই বোনাস , টিনের চালে বৃষ্টি নৃত্য । ভদ্র লোককে ধন্যবাদ তার বাড়ির চারদিক ছেড়ে দিয়ে নারিকেল , সুপারি আর বিবিধ বাগান করেছে । উনি হাজার স্কয়ার ফিটে চার ১৫ ষাট হাজার টাকা পেতেন , কিন্তু লোভ তাকে টলাতে পারেনি , অদম্য বীর পুরুষ । চারিদিকে এক ইঞ্চি না ছাড়া জমিদারদের একহাত দেখিয়ে দিয়েছেন পরিবেশ প্রেমী এই বীর পুরুষ ।

তাকে দেখিনি বা সুযোগ হয়নি । একদিন দেখা হলে ধন্যবাদ দেব ।

যাক কিছুটা শীতল হয়েছে বাতাস , রাতে ভাল ঘুমের আশায় ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
দিন দুই আগে শরিয়াতপুরের রুদ্রকর গ্রামে হঠাত বৃষ্টিতে এক টিনের চালা ঘরে আশ্রয় নিয়ে শুনেছি বৃষ্টির গান।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৩২

শাহ আজিজ বলেছেন: আহা ! কি দুর্দম অভিজ্ঞতা , সুখী হও হে বালক ।

২| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:১২

স্প্যানকড বলেছেন: খুব ভালো লাগলো । ভালো থাকবেন।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ স্পান ।

৩| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:২৩

কামাল৮০ বলেছেন: এই লাইটপোষ্ট এখন আর দেখা যায় না।ছোট বেলায় দেখেছি।এক লোক মই দিয়ে উঠে কেরোসিনের বাতি জ্বালিয়ে দিয়ে যেতো।,সকালে আবার নিবিয়ে দিতো।তখন ইক্ট্রিসিটি ছিল না।ছবিটা কোন শিল্পীর আঁকা।
২৪ ঘন্টায় কয় বার ইনসুলিন নেন।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: খুলনার ডাকবাংলোয় একটা ছিল , কেরেছ ত্যাল দিয়ে জালাত ।

জানিনা কার আকা , পেলাম , পড়ে ছিল মেরে দিলাম ।

চারবার ।

৪| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: বৃষ্টির আনন্দে নেচে ওঠা আপনার মনের অনুভূতিটুকু সুন্দর করে প্রকাশ করেছেন। প্রকৃতিপ্রেমী সেই বীরপুরুষের প্রতি আমার তরফ থেকেও রইলো শ্রদ্ধা।

বেশ এক পশলা বৃষ্টি আমার এখানেও হয়ে গেল; এখন থেমে গেছে। কিন্তু গরম কমেছে খুব সামান্যই। কোন বাতাস নেই। গাছের পাতারা বৃষ্টিস্নাত, কিন্তু স্থবির।

পোস্টে প্রথম প্লাসটা রেখে গেলাম। + +

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: অশেষ ধন্যবাদ খায়রুল ।

৫| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এইদিকে এক পশলা বৃষ্টি হলো। ছেলের সাথে জানালা খুলে বৃষ্টি দেখলাম। আড়াই বছরের ছেলেটা বৃষ্টি উপভোগ করা শিখে গেছে।
দুই জন মিলে গ্রিলের ফাঁক দিয়ে বৃষ্টির ফোঁটা ধরি। জীবনটা আসলেই অর্থবহ মনে হয়।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: মনে হচ্ছে অ্যাজ বৃষ্টিটাও রেশনিং সিস্টেমে হল ।



বাবুটাকে বৃষ্টিতে প্রেম কিভাবে চাগিয়ে ওঠে শেখাও , হা হা হা


জীবনটা আমাদের এখন দুই ফাকের গ্রিলের মত ।

৬| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার দারুণ লেখা পেলাম। ভালো লাগা রেখে গেলাম।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৪১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সৌরভ । ভাল থেকো ।

৭| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে না। দারুণ লাগলো পড়তে।

০১ লা আগস্ট, ২০২২ সকাল ১১:৪১

শাহ আজিজ বলেছেন: এবারের বৃষ্টি বড্ড ছলনাময়ী ।

৮| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৪২

মনিরা সুলতানা বলেছেন: এমন লেখা মন ভালো করে।
আমার এখানে খুব হালকা বৃষ্টি হয়েছে।

০১ লা আগস্ট, ২০২২ সকাল ১১:৪৪

শাহ আজিজ বলেছেন: তবুওত হয়েছে , হোক তা শত ধারায় , হোক নির্মল শুচিহিন -----

৯| ০১ লা আগস্ট, ২০২২ ভোর ৪:৫৫

কামাল৮০ বলেছেন: একটা ইনসুলিন আছে একবার দিলে ৩২ ঘন্টা কাজ করে।দাম একটু বেশি ।১০০ ইউনিট বা ৩ml এর দাম ছিল ২৫০০ টাকা।এখানেও ওটাই দেই।দাম নেয় না।ডাক্তার ভাল বলতে পারবে।

০১ লা আগস্ট, ২০২২ সকাল ১১:৪৮

শাহ আজিজ বলেছেন: আমি শোয়ার আগে ল্যানটাস নেই । সারা দিনে অ্যাক্টর‍্যাপিড , ভাল আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.