নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আমড়ার সুপ

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৮

নেট থেকে ।





একদম সহজ এই সুপ বা বাংলায় খাট্টা বল্লেও ভুল হবেনা । ৪ টা আমড়া ছুলে টুকরো করুন , এবার পরিমান মত পানি আর লবন দিয়ে সেদ্ধ করুন । ডালের ঘুটনি দিয়ে আমড়ার টুকরোগুলো পিষে ফেলুন । সরিষার তেলে শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিন । চার জনের সারভিং । হলুদ দিতে না করছি কারন মিররডডল বিরক্ত হবে তবে ইচ্ছে হলে সামান্য মরিচ গুড়া দিতে পারেন । গরম চুমুক দিন , দেখুন কত সহজ জিনিষ এক্কেবারে ডেলিকেট হয়ে গেল । আমরা সুপে টেস্টিং সল্ট খাইনা বা বাসায় রাখি না । জানাবেন কেমন লাগলো ।

সৈয়দ মশিউর রহমান এর আবদারে ।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমের স্যুপও তো এরকম করা যায়, তবে সেটা ডালের সাথে হলে আরো ভালো হয় এবং তা তরকারি হিসাবেও খাওয়া হয়েছে। লাউয়ের স্যুপ খেয়েছেন কখনো? সেটাকে অবশ্য খাট্টা বলে :) লাউয়ের খাট্টা :)

কচুর গাঁটি দিয়াও স্যুপ বানানো যায়। অনেক মজার। আঞ্চলিক ভাষায় এর একটা নাম আছে, এই মুহূর্তে ভুলে গেছি।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০০

শাহ আজিজ বলেছেন: আমরা গড়পড়তা সুপ বলতে কর্ণ , চিকেন, ভেজি সুপই বুঝি । একদিন বড় হোটেলে বুফে খেতে গিয়ে লিনটেল সুপ মানে মশুরের ডাল সুপ খেলাম । ভাল আইডিয়া । আমাদের গ্রামে গঞ্জে পাতলা ঝোলের যা খাই তা সবই সুপ ।

২| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর বর্ণনা দিয়েছেন, এখন সকলেই তৈরী করতে পারবে।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১০

শাহ আজিজ বলেছেন: হুম , আপনি বললেন তাই দিয়ে দিলাম ।

৩| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর আইডিয়া। আসলে আমরা যে পাতলা ঝোল খাই সেটাই সুপ।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৩

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই , পাতলা ডাইল হয়ে গেছে লিনটেল সুপ , পূর্বানীতে বুফেতে খেলাম ।

৪| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রথমে খাট্টা, পরে সুপ!

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৪

শাহ আজিজ বলেছেন: ব্যাপার একই ।

৫| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২২

শেরজা তপন বলেছেন: প্রথমে খাট্টা, পরে সুপ! কাহিনী কি ?
আমড়ার ব্রান্ড এম্বাসেডর হইলেন নাকি ভাই?

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৪

শাহ আজিজ বলেছেন: মোটামুটি =p~

৬| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫২

জুন বলেছেন: আপনি মনে হয় এর আগে আমড়া নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন কি শাহ আজিজ ভাই? আজ আমড়া কিনে আনতে আনতে আপনার পোস্টের কথা ভাবছিলাম। যাক এইটা দেখেই এখন তৈরি হবে স্যুপ প্লাস খাট্টা :)

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৬

শাহ আজিজ বলেছেন: দিয়েছিলাম বটে , আজ সুপ দিলাম , বেশি টক লাগলে চিনি দেওয়া যেতে পারে ।

৭| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৭

মনিরা সুলতানা বলেছেন: আমি সেদিন আপনার পোষ্ট দেখে সবুজ সবুজ করে বানিয়েছিলাম সাথে হালকা ঝোলা গুড় দিয়ে। আমার ছেলে মেয়ে ও ডল এর মত হলুদ দেখলেই বিরক্ত হয় তাই ওদের মন ও রাখলাম। দারুণ হয়েছিল।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৭

শাহ আজিজ বলেছেন: খুব ভাল । এই চান্সে পুলাপাইন ভিটামিন সি খাইব বেশি করে ।

৮| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১০

জুন বলেছেন: মিররডডল কেনো রাগ করবে!! হলুদে আছে অত্যন্ত উপকারী কারকিউমাইন যা ক্যান্সার প্রতিরোধক।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৮

শাহ আজিজ বলেছেন: হলুদ দেখে ডল চেইতা গিছিল হা হা হা B-)

৯| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩১

কামাল৮০ বলেছেন: সুধু সুপ খেলে হবে! মাংসের স্বাদ মাঝে মাঝে নিতে হবে।এই যেমন আমাদের গোফরান সাহেব।সুপের ধারে কাছেও যান না।কিছু দিন আগে মনে হয় এমন একটা পোষ্ট দিয়ে ছিলেন।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

শাহ আজিজ বলেছেন: আমার পোস্টের কোন হিসাব রাখিনা । সুপ অনলাইনে আনিয়ে খাই মাঝে সাঝে । চৈনিক সুপ আলাদা স্বাদের ।

১০| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫৫

জুন বলেছেন: এইমাত্র বানাইলাম দেখেন তো হইছে নাকি? মনে হয় পাচফোড়ন একটু বেশি পরছে B-)
অটঃ হলুদ দিয়েছি :`>

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪০

শাহ আজিজ বলেছেন: পাঁচফোড়ন একটু বেশিই হয়ে গেছে । বড় চামচ দিয়ে আমড়া ভেঙ্গে পিষে দিতে পারলে টেস্ট আরও বাড়বে । ইয়াম্মি !!

১১| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৩

জুন বলেছেন: আমিতো ব্লেন্ডার দিয়ে পিষেছি শাহ আজিজ. আমিতো নীচের ছবির মত ব্লেন্ডার দিয়ে পিষেছি শাহ আজিজ.

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২৮

শাহ আজিজ বলেছেন: পিষলে ভাল । আমরাও জার্মানি বন্ধুদের দেওয়া একই রকম ব্লেন্ডার ব্যাবহার করছি । আমার মেয়ে ঝাড়ি দেয় আমি হাত দিলে।





সুপ নিশ্চয়ই মজার হয়েছিল !!

১২| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১২

রানার ব্লগ বলেছেন: হলুদ দেবেন না কেনো দেবেন । হলুদ প্রাকৃতিক এন্টিবায়োটিক !!!

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩০

শাহ আজিজ বলেছেন: যার যার পছন্দ । আমি হলুদ পছন্দ করি আবার চীনা খাবারে হলুদ একদম না ।

১৩| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০০

মিরোরডডল বলেছেন:




হলুদ দিতে না করছি কারন মিররডডল বিরক্ত হবে তবে ইচ্ছে হলে সামান্য মরিচ গুড়া দিতে পারেন ।

আরে আজব !!!
আমি আবার কখন বিরক্ত হলাম ??? #:-S

আমি যখন বানাই তখন হলুদ দেইনা, লুকটা সবুজাভ হয়, তখন সুন্দর দেখায় ।
এবারেরটা কিন্তু ভালো হয়েছে ।
যেমনটা আমি বলেছিলাম সেরকম রেসিপি :)
নিশ্চয়ই খেতেও মজা হয়েছে ।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৫

শাহ আজিজ বলেছেন: তোমারে চ্যাতাইতে পারছি তাইলে =p~ :-B

১৪| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৪

মিরোরডডল বলেছেন:




জুনাপু এবং রানা,
হলুদ অবশ্যই উপকারি কিন্তু এই রেসিপিতে হলুদ দেয়াটা জরুরী না ।
কিছু রান্নায় মাস্ট হলুদ দিতে হয়, এটায় না দিলেও হয় ।
দেখতে ভালো হয় ।

জুনাপুরটাও ভালোই হয়েছে কিন্তু ভাসমান স্পাইস সামান্য বেশি হয়ে গেছে :)



২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৮

শাহ আজিজ বলেছেন: আমি মাছ মাংসে ক্ষেত্র বিশেষে হলুদ বেশি খাই । আবার সাদা মাংসও খুব পছন্দ আমার ।

জুন আজ মজা করে সুপ খেয়েছে B-)

১৫| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৯

মুক্তা নীল বলেছেন:
আমাদের সিলেটে এক ধরনের আমড়া পাওয়া যায় যে আমড়ার স্কিন খুবই পাতলা এবং এটা সাধারণত ছোট মাছ দিয়ে পাতলা ঝোল করে রান্না করে খাওয়া হয় যেটাকে আমরা বলি আমড়ার খাট্টা । সিলেটের ওই আমরা সিলেট অঞ্চল ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না । এই আমড়া অত্যন্ত টক এবং খুবই টেস্ট ।
আপনার দেয়া আমড়ার রেসিপি ফলো করবো ।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আমি সিলেটে খেয়েছি আমড়ার খাট্টা । খুব স্বাদের হয় ।

১৬| ২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২৪

জুন বলেছেন: আজকে আবার নান্না করলাম। দেখেন তো এইবার ঠিক হইছে নাকি? পাচফোড়নের পরিমান?? মিররডডল এর মত সবুজ সবুজ :`>

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২১

শাহ আজিজ বলেছেন: হুম , ইয়াহু , ইয়াম্মি !!!




জব্বর হইছে জুন :D

১৭| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৪

মিরোরডডল বলেছেন:

এবার বেশ হয়েছে জুনাপু :)

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৩

শাহ আজিজ বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.