নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

১৭০ রেই বাঁধা হয়ে গেল চা শ্রমিকদের জীবন

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪২

বি ডি জার্নাল


অবশেষে দেশের প্রধানমন্ত্রী ঠিক করে দিলেন চা শ্রমিকদের বেতন ভাতা । ১৭০ টাকা দিন প্রতি মজুরিতে বাঁধা পড়লো চা দাসদের জীবনের গল্প । আমি ভাবছিলাম ২৫০ টাকা নিদেন পক্ষে রফা দফা হবে কিন্তু না তা হয়নি । শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে বাস্প হয়ে স্বস্তির বৃষ্টি ঝরাবে চা বাগান মালিকদের হৃষ্টপুষ্ট শরীরে । ৪০০ গ্রাম চা পাতা খাই ২১০ টাকার বিনিময়ে । আর ওরা ২০ কেজি চা পাতা তুলবে সারাদিনমান খেটেখুটে ১৭০ টাকার বিনিময়ে । এই যে দাসবৃত্তির যে মুল্য তারা পাচ্ছে তাতে নিত্যদিন কচি চা পাতার ভর্তা খাওয়া বন্ধ হচ্ছে না । ডিম এখন দুরের স্বপ্ন , চাইলেই ধরা দেয় না । মাছ মাংসের স্বপ্ন দেখা পাপ । নাগরিক হিসাবে অন্যান্য সুবিধাদি বহাল থাকছে , তাতো থাকবেই ওরা তো বরাহ নন্দন নয় । একমাত্র আকাশের দিকে তাকিয়ে অভিশাপ দেওয়া ছাড়া আর কোন উপায় দেখছি না ।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০১

শাওন আহমাদ বলেছেন: দীর্ঘশ্বাস..

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৫

শাহ আজিজ বলেছেন: উপায়হীন ।

২| ২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: শ্রম এমন এক শক্তি যাহা নিরাসক্তিকে উজ্জীবিত শুধু করেনা, দু'র্দশাগ্রস্ত জাতীর অগ্রগতিতে সহায়কও। শ্রম আইনে "চা শ্রমিক চরম বৈষম্যের শিকার। দাবী যখন দৈনিক ৩০০ তখন ১৩০ বঞ্চনা।

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

শাহ আজিজ বলেছেন: এদের জন্য বামরা এগিয়ে আসেনি । হতভাগার দল ।

৩| ২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৬

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের সর্বনিম্ন ওয়েজেস ২৬৬ টাকা ৬৬ পয়সা !!! চা বাগান মালিকরা যদি এটাও দিতে না চান বাগান বন্ধ করে চোলে যাক !!! যিনি পারবেন সরকার তাকে লিজ বা বিক্রয় সুত্রে মালিকানা দিক !!!

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৪

শাহ আজিজ বলেছেন: তা কখনো করবে না । আই এল ওর হস্তক্ষেপ দরকার ।

৪| ২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪১

বাংলার এয়ানা বলেছেন: মমতাময়ীর মমতা ১৭০ এই বাধা,
হাজার কোটি লুটে পুটে খায়
লুটেরাদের সাথে মমতাময়ীর বাধা

২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

শাহ আজিজ বলেছেন: নির্বাচন সামনে রেখেই মার্কেটিং চলছে ।

৫| ২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: মাত্র ৫০ টাকা বেতন বাড়িয়েছে। এর চেয়ে গার্মেন্টসে বেতন অনেক বেশি, এরা সবাই যদি দলে দলে গার্মেন্টসে যোগদান করে তাহলে হয়তো চা বাগানের মালিকদর টনক নড়বে।

২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪২

শাহ আজিজ বলেছেন: গার্মেন্টসে কাজ শিখতে হয় , তারপর বেতন । চা বাগানেও কাজ শিখে এ গ্রেডে এলে হিসাব ১৭০ , না হলে ভিন্ন হিসাব ।

৬| ২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০১

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




হয়তো বাঁধা পড়ে গেলো আরো শত বছরের জন্যে।
রানার ব্লগ এর সাথে সহমত।

২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

শাহ আজিজ বলেছেন: ঠিক কতদিনের জন্য বাঁধা পড়লো জানিনা তবে ক্যাম্পেইন ভাল হল ।

৭| ২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৯

ঢাবিয়ান বলেছেন: শ্রমিকদের ধর্মঘটে ৩০০ কোটি টাকা লস হয়েছে চা বাগান মালিকদের । এই তিনশ কোটি টাকা দিয়ে শ্রমিকদের ৩০০ বছরের স্যলারি দেয়া যেত । কিন্ত এই বিপুল ক্ষতিও মেনে নেয়া যায় কিন্ত তারপরেও শ্রমিকদের মজুরি ৩০০ টাকা কখনই করা যায় না। কারন সরকার চায় জনগনের পায়ে দাসত্বের শিকল।

২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

শাহ আজিজ বলেছেন: এতদিন যা লাভ করেছে তাই দিয়ে শোধ বোধ হয়ে গ্যাছে । যাদের বাগান ৫০ বছরের পুরাতন তাদের কোন লস নেই । শেকল পরানোর জন্য উপযুক্ত সময় এখন ।

৮| ২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৯

জুল ভার্ন বলেছেন: ভাইজান, মাত্র ৫০ টাকা মজুরি বৃদ্ধিতে কী খুশী খেয়াল করেছেন!

২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪০

শাহ আজিজ বলেছেন: ভাড়া করা খুশী , স্থায়ী নয় ।

৯| ২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


চা বাগানের মালিকরা বেশ মুনাফা করেন। তা তাঁদের চলাফেরা দেখেই বুঝা যায়।

কয়েক দিন আগে সিলেটের একটি চা বাগান ১০০ কোটি টাকা দিয়ে হাতবদল হলো। দুই পক্ষই লাভবান।

২৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: তারপরও গলা শুকায় নাই নাই করে ।

১০| ২৮ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৮

কামাল৮০ বলেছেন: মন্ধের ভালো।শ্রমিকদের মধ্য থেকে যখন নেতৃত্ব গড়ে উঠবে তখন আরো আন্দোলন হবে।

২৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: নেতৃত্ব মানেই ডেলি চাদা আর সুবিধা নেয়া ।

১১| ২৮ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৮

জুন বলেছেন: মিটিং এ একজন মালিক বলেছেন তারা সপ্তাহে প্রতি পরিবারে ২টাকা দরে ১৬ কেজি চাল দেই, বিনা পয়সায় থাকার ব্যাবস্থা করেছি,চিকিৎসা ফ্রী । এটা শুনে বলেছেন এসব কথা তো কখনো প্রচারিত হয় না এই টাইপের একটা কথা।

২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: গার্মেন্টসের মতই চা চয়ন আলাদা শিক্ষণীয় শিল্প । তাদের আলাদা লালন করতেই হবে । আপনার সুইস ভ্রমনের যাবতীয় ঘাম এই শ্রমিক দেয় । একটু মেহেরবানি করুন ওদের উপর। আপনার বংশধরেরা যেন ভাল থাকে আমেরিকায় ।

১২| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ১:৫৫

ককচক বলেছেন: বেশ ক'বছর পূর্বে আমাদের এলাকায় তপন চৌপন চৌধুরী নামের একটা লোক বাগান কিনেছে। সে হেলিকপ্টারে সাপ্তাহে ৩-৪ দিন যাওয়া আসা করে।
বাগান মালিকদের পয়সার শেষ নাই, তবুও শ্রমিকদের পয়সা দিতে চায় না। আসলে তারা চায় চা শ্রমিকরা আজীবন তাদের সার্ভিস দিক....

২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: ইংরেজরা ২শ বছর আগে উড়িষ্যা থেকে যে দাস এনেছিল চা চাষের জন্য তাদের ৫ম বা ৬ তম পুরুষ এখনো কাজ করছে শ্রীমঙ্গলের চা বাগানে , আমি ঘুরেছি তাদের পর্ণ কুটিরে যারা অসুখ বিসুখ হলে প্রচলিত ওষুধ খায় না বা পায় না । দেশ আর সমাজ থেকে বিচ্ছিন্ন এই দাস গোষ্ঠী নিজেদের মধ্যেই আবদ্ধ ।

১৩| ২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০৮

নীল আকাশ বলেছেন: গরীবের পেটে সবাই লাথি মারে.।।

২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৪

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও কথাটা সত্য ।

১৪| ২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: আধুনিক দাসত্ব।

২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

শাহ আজিজ বলেছেন: আর এই অবস্থা যে সুশীলদের নাকের ডগায় টিকে আছে সেটাই বিস্ময়কর ব্যাপার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.