নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

গাজী মাজহারুল আনোয়ার

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৬


জয় বাংলা বাংলার জয় গানটি মুক্তিযুদ্ধের সময় আমায় উদ্দিপ্ত করত । গানটি মুক্তিযুদ্ধের সময় বাজতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সূচনা সঙ্গীত হিসাবে । জন্ম আমার ধন্য হল মাগো কি যে প্রেরনা জোগাত লিখে বোঝানো যাবে না । সাবিনার সুরেলা কণ্ঠ এই গানকে সর্বোচ্চ মর্যাদায় স্থাপন করেছে ।
তখন জানা হয়নি গান কারা বা কে লিখেন । আরও বেড়ে ওঠার সাথে সাথে জানতে শুরু করলাম গান একজন লেখে , একজন গায় , এর মাঝে আরেকজন সুর না করে দিলে অসম্পূর্ণ থাকে ব্যাপারটা । গাজী সাহেব লিখেছেন ২০ হাজারের বেশি গান। তাঁর লেখা গান গীত হয়েছে সকল খ্যাতনামা শিল্পীর কণ্ঠে। তার গান লেখা শুরু সেটা ১৯৬৩ সালের কথা,যখন তিনি ছিলেন মেডিক্যাল কলেজের ছাত্র।তার প্রথম লেখা গানে সুর করেছিলেন নাজমূল হুদা বাচ্চু আর শিল্পী ছিলেন ফরিদা ইয়াসমিন।গানটি ছিল ‘বুঝেছি মনের বনে রং লেগেছে’। ১৯৬৪ সাল থেকে তার গান নিয়মিত বাজাতো রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে। তারপর লিখেছেন টেলিভিশনের জন্য জন্মলগ্ন থেকে। চলচ্চিত্রের জন্য প্রথম গান লেখেন ১৯৬৭ সালে,ছবির নাম ছিল আয়না ও অবশিষ্ট।
তাঁর বহুমুখী প্রতিভার প্রকাশ হতে থাকে যখন তিনি গানের পাশাপাশি সংস্কৃতির অন্যান্য শাখায় বিচরণ শুরু করেন।চলচ্চিত্রে সংলাপ,কাহিনী, চিত্রনাট্য লিখে দক্ষতার সাক্ষর রাখেন। এরপর হাত দেন চলচ্চিত্র পরিচালনায়।১৯৮২ সালে মুক্তি পায় প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক। পরিচালক হিসেবে কাজ করেছেন ৪১ টি ছবিতে।
তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।একুশে পদক পেয়েছেন ২০০২ সালে,স্বাধীনতা পুরস্কার লাভ করেন ২০২১ সালে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি পাঁচবার।
গাজী মাজহারুল আনোয়ার এর জন্ম কুমিল্লার দাউদকান্দি'র তালেশ্বর গ্রামে ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি।
আজ সকালে (সাড়ে ছয়টা দিকে) ঘুম ভাঙার পর বাথরুমে যাওয়ার সময় পড়ে যান তিনি। এরপর ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আমাদের মন ও মননের পুরোটা জুড়ে থাকবেন গাজী মাজহারুল আনোয়ার । শ্রদ্ধা ।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৭

শেরজা তপন বলেছেন: একজন গুণী মানুষের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলী!
দুর্দান্ত একজন সুরের কারিগর ছিলেন। ইমতিয়াজ বুলবুল, শেখ সাদি খান আর মাজহারুল আনোয়ার সাহেব খুব কাছাকাছি সময়ে চলে গেলেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৩

শাহ আজিজ বলেছেন: বয়স হয়েছিল , রোগে শোকে ভুগছিলেন ।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সামহোয়্যারইন ব্লগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তাঁর প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলী।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জাদিদ ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৫

রানার ব্লগ বলেছেন: গুনী মানুষ গুলো ধীরে ধীরে চলে যাচ্ছেন !!! এই শুন্যতা পূরণের নয় !!!! ভালো থাকুন সুরের জাদুকর !!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৫

শাহ আজিজ বলেছেন: গুণী যাবে আসবে , চলতেই থাকবে এই যাওয়া আসার খেলা ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১

জুল ভার্ন বলেছেন: একজন প্রকৃত দেশপ্রেমিক গুণী ব্যাক্তিত্বকে হারিয়েছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

শাহ আজিজ বলেছেন: সহমত ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৮

কামাল৮০ বলেছেন: তার মৃত্যুত্ শোক জানাই।এতোকিছু জানতাম না।স্বাধীনতা যুদ্ধের সময় ‘জয়বাংলা বাংলার জয় ‘গানটি মুক্তিকামী মানুষকে উজ্জিবীত করেছ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪০

শাহ আজিজ বলেছেন: গানের পেছনের কারিগরদের কথা অনেকেই জানে না বা জানতে আগ্রহী না । সময় পাল্টাচ্ছে, মানুষ এখন জানতে চায় কার রচনা এটি , সুরকার কে ? জয়বাংলা বাংলার জয় একমাত্র গান যা সবাইকে উজ্জীবিত করেছে ।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৩

মনিরা সুলতানা বলেছেন: আমাদের মন ও মননের পুরোটা জুড়ে থাকবেন গাজী মাজহারুল আনোয়ার।
ইন্নালিল্লাহে ও ইন্নাইলাইহে রাজিউন ! জীবন্ত কিংবদন্তী' র জীবনাবসান ! শ্রদ্ধা ও ভালোবাসা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: শ্রদ্ধা সতত ।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুরের জাদুকর কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শ্রদ্ধাঞ্জলি।
গাজী মাজহারুল আনোয়ার

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: শ্রদ্ধা , দোয়া ।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৬

জগতারন বলেছেন:
পোষ্ট
+++

জনপ্রিয় সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুত্ শোক জানাই, স্মৃতিতে ফুলেল শুভেচ্ছা জানাই!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , জগতারন ।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত 'জয় বাংলা বাংলার জয়' যুদ্ধকালে মুক্তিযোদ্ধাগণকে তো বটেই, গোটা জাতিকেই উজ্জীবিত, উদ্দীপ্ত করেছে। সেই কালজয়ী গানের গীতিকার ছিলেন শ্রদ্ধেয় গাজী মাযহারুল আনোয়ার, এটা অনেক পরে জেনেছি। ততদিনে তিনি প্রসিদ্ধ গীতিকারে পরিণত হয়ে গিয়েছেন। তারপর একের পর এক মনোমুগ্ধকর এবং শ্রুতিমধুর গান লিখে তিনি এ দেশের সঙ্গীতাঙ্গণে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে গেছেন। তার অর্জিত পুরস্কার, জনপ্রিয়তা এবং স্বীকৃ্তির সাফল্য খুব কম সংস্কৃতিকর্মীর ভাগ্যে জুটেছে।

তিনি একসময় ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন। কিন্তু গান লেখার নেশা তাকে পেয়ে বসেছিল সেই তখনকার তার ছাত্রজীবন থেকেই। এতটাই পেয়ে বসেছিল যে তার পক্ষে আর সম্ভব হয় নাই মেডিক্যালের পড়াশুনা চালিয়ে যাওয়াটা।

উনি আমার বড়ভাই এর বন্ধু ছিলেন, যখন আমরা একসাথে কমলাপুরে থাকতাম। রেলস্টেশন তখনো তৈরী হয়নি। এলাকাটা সেই সময়ে দেশের সাংস্কৃতিক অঙ্গণে বেশ কয়েকজন গুণী শিল্পীর পদচারণায় মুখরিত ছিল। তাদের মধ্যে যাদের নাম আমার এ মুহূর্তে মনে পড়ছে তারা হলেনঃ
সদ্যপ্রয়াত গাযী মাযহারুল আনোয়ার- গীতিকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক এবং চিত্র পরিচালক।
আলমগীর কুমকুম- চিত্র প্রযোজক এবং পরিচালক।
আব্দুল আলীম- দেশের প্রখ্যাত পল্লীগীতি গায়ক।
রবিউল - কৌতুকাভিনেতা।
শিমুল বিল্লাহ এবং বিল্লাহ পরিবারের অন্যান্যরা- যাদের মধ্যে অনেকেই সঙ্গীত, নৃত্য, নাট্যকলা এবং খেলাধুলায় অনন্য কৃ্তিত্বের অধিকারী ছিলেন।

আজ সকালে প্রায় সাড়ে দশটার দিকে ইউনাইটেড হাসপাতালের জরুরী বিভাগের পাশের রাস্তাটা অতিক্রম করার সময় লক্ষ্য করেছিলাম একটা গাড়ি ভেতরে প্রবেশ করেছে এবং তার পেছনে বহু সাংবাদিক (অনুমান), চিত্রগ্রাহক এবং বিভিন্ন টিভি মিডিয়ার ক্যামেরা ও মাইক্রোফোন হাতে লোকজরনের আনাগোনা এবং ছবি তোলার প্রতিযোগিতা চলছে। ঘণ্টা দুয়েক বাদে ফেরার সময়েও দেখেছি টিভির লোগো লাগানো ক্যামেরাগুলো গেটের বাইরে সারিবদ্ধ ভাবে ট্রাইপডের উপরে দাঁড়ানো ছিল। এখন বুঝতে পারছি, ওগুলো হয়তো ওনার কারণেই সেখানে ছিল।

প্রয়াত গাযী মাযহারুল আনোয়ার এর প্রতি অগণিত দেশবাসীর সাথে আমিও জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা। তার মাগফিরাত কামনা করছি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ বিস্তারিত লেখার জন্য । শ্রদ্ধা ।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
সময়ে চলে যেতেই হয়। তবে কিছু কিছু চলে যাও শূন্য স্থানের সৃষ্টি করে যা আর পূরন হয় না।
আল্লাহ উনাকে বেহেস্ত দান করুন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪২

শাহ আজিজ বলেছেন: আমিন।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন।

২০ হাজার গান উনি লিখেছেন এটা আগে জানতাম না। জয় বাঙলা বাংলার জয় গানটা ওনার সেটাও জানতাম না। তবে ছোটবেলা থেকেই সত্য সাহা আর ওনার নাম শুনেছি সিনেমার গানের ক্ষেত্রে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: আমিন ।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: অন্তরের অন্তস্তল থেকে শোক জানাই। বিনম্র শ্রদ্ধা জানাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪১

আমি আগন্তুক নই বলেছেন: এই কালজয়ী গীতিকারের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছি এবং অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৫

শাহ আজিজ বলেছেন: আমিন , ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.