নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

রানী আলেকজান্দ্রা ম্যারি এলিজাবেথ ২

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৬



কাল রাতে একবার ভারত আফগানিস্তান খেলা দেখি আরেকবার চ্যানেল পালটিয়ে বিবিসি দেখি রানীর খবর নিতে । রানীর শরীর খুব খারাপ এবং ছেলে পিলেরা সব আসছে রানীর বিছানার পাশে থাকতে । ভিরাট কোহলির ছক্কা চলছে আর বাকিংহাম প্রাসাদের সামনের চত্বরে মানুষের ভিড় বাড়ছে । বিবিসি সাধারন সম্প্রচার বন্ধ করে বিশেষ প্রোগ্রাম শুরু করল । প্রিন্স হ্যারি জার্মানি ঘুরছিল স্ত্রীকে নিয়ে । সেও চলে এলো বালমোরাল প্যালেসে আর তক্ষুনি বুঝলাম রানী এলিজাবেথ অন্তিম সময়ে উপস্থিত । Peripheral vascular disease এ ভুগছিলেন রানী । ৯৬ বছর বয়েসে শরীরে রক্ত চলাচল এমনিতেই ক্ষীণ হয় । আফগানিস্তানকে ব্যাটিং এ রেখেই আমি শুতে গেলাম । আমি জানি তালেবানরা জয়ী হতে পারবে না ২১২ রানের বিপরীতে । পৌনে একটায় ঘুম ভেঙ্গে টি ভি খুলে দুসংবাদ পেলাম , রানী আর নেই ।
৬০এর দশকে বাসায় পত্রিকা পড়ার একটা আদেশ জারি করলেন বাবা । একদিন বড় ছবিতে ইংল্যান্ডের রানী খোলা হুডের গাড়িতে দাড়িয়ে হাত নাড়ছেন ঢাকার রাস্তায় । সাজগোজ হীন রানী আমায় একটুও মনোযোগী হতে সাহায্য করেনি । ক্লাসে মেটদের সাথে রানী নিয়ে গল্প হতো । রাজা কোথায় তা কিন্তু কেউ বলেনি , আমিও হাল ছেড়ে দিলাম ।


Her Majesty Queen Alexandra Marry Elizabeth II তিনি বিংশ শতাব্দী ও একবিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের একজন। প্রিন্সেস ডায়ানার মৃত্যু ছাড়া তার অধিকাংশ কর্মকাণ্ড প্রশংসিত। King George VI (Albert Frederick Arthur George এর ঔরসে Lady Elizabeth Bowes-Lyon এর গর্ভে জন্ম নেন এলিজাবেথ। লন্ডনের মেফেয়ারে ১৯২৬ সালের ২১ এপ্রিল তার জন্ম হয়। তখন এলিজাবেথের দাদা George V (George Frederick Ernest Albert) ছিলেন গ্রেট ব্রিটেনের সম্রাট। ব্রিটিশ রাজবংশের নিয়ম হলো রাজা বা রানির বড় সন্তান সিংহাসনে বসবে। এই রীতি অনুযায়ী ১৯৩৬ সালে George V এর বড় সন্তান Edward VIII (Edward Albert Christian George Andrew Patrick David) সিংহাসনে বসেন ফলে এলিজাবেথের বাবা ও এলিজাবেথের সিংহাসনে বসার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু সমীকরণ পাল্টে যায় যখন Edward VIII একজন তালাকপ্রাপ্ত মহিলা তথা Wallis Simpson এর প্রেমে পড়েন। ব্রিটিশ রাজবংশের নিয়ম অনুযায়ী কোনো সম্রাট বা সম্রাজ্ঞী কোনো তালাকপ্রাপ্ত মহিলা বা পুরুষকে বিবাহ করতে পারে না। ফলে ব্রিটিশ পার্লামেন্ট ও চার্চের তোপের মুখে পড়েন রাজা Edward VII এবং Simpson এর জন্য শেষ পর্যন্ত তিনি সিংহাসন ত্যাগ করেন। একবছরেরও কম সময় ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তিনি। এরপর এলিজাবেথের বাবা George VI সিংহাসনে বসেন ফলে এলিজাবেথ বনে যান ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী। ১৯৪৭ সালে গ্রিস ও ডেনমার্কের রাজকুমার প্রিন্স ফিলিপের সাথে এলিজাবেথের বিবাহ সম্পন্ন হয়। রানি এলিজাবেথ চার সন্তানের জননী, তিন ছেলে (King Charles III- Charles Philip Arthur George, Prince Andrew, Prince Edward) ও এক মেয়ে ( Anne, Princess Royal) । ১৯৫২ সালে মাত্র ৫৬ বছর বয়সে George VI এর অকাল মৃত্যু হয় যখন এলিজাবেথ তার স্বামীর সাথে কেনিয়া সফর করছেন। এর দেশে ফিরে মাত্র ২৫ বছর বয়সে গ্রেট ব্রিটেন ও কমনওয়েলথের অন্তর্ভুক্ত ( কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে প্রভৃতি) রাষ্ট্রগুলোর সম্রাজ্ঞী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৩ সালের ২রা জুন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার রাজ্যাভিষেক হয়। ৩১ দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করেছেন তিনি। এমনকি ১৯৪৭ সালে বৃটেন স্বাধীনতা অর্জন করা পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ছিলেন ১৯৫২ সাল থেকে ১৯৫৬ সাল পর্যন্ত। তিনি প্রায় ৭০ বছর সাম্রাজ্য পরিচালনা করে Queen Victoria কে পেছনে ফেলে বৃটেনের দীর্ঘস্থায়ী শাসক হিসেবে মর্যাদা লাভ করেন। যথাযথ তথ্য ও হিসাব অনুযায়ী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক ছিলেন ফ্রান্সের সম্রাট Louis XIV (Louis Dieudonné) তিনি প্রায় ৭২ বছর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। এরপরেই দ্বিতীয় স্থান পান এলিজাবেথ। বেশ কয়েকবার রানি হত্যা চেষ্টার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ১৯৭০ সালে অস্ট্রেলিয়ায় ও ১৯৮১ সালে নিউজিল্যান্ডে। রানি এলিজাবেথ তার জীবদ্দশায় অনেকগুলো ভয়ংকর যুদ্ধ যেমন- দ্বিতীয় বিশ্বযুদ্ধ (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলিজাবেথ অটো মেকানিক হিসাবে কাজ করেছেন) , সুয়েজ ক্রাইসিস, দ্য ট্রাবলস, ফকল্যান্ড যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, কোরিয়া যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ ইত্যাদির যু্দ্ধের স্বাক্ষী হয়েছেন এছাড়া তার শাসনামলে পৃথিবীর ইতিহাসে ঘটে গেছে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা যেমন- ডিজিটাইলাজেশন, বানিজ্যিক উড়োজাহাজ চলাচল, মানুষের মহাকাশ গমন, ফল অব বার্লিন ওয়াল, সোভিয়েত ইউনিয়নের পতন, জাতিসংঘ গঠন, ব্রিটেনের বিভক্তি ( আয়ারল্যান্ডের স্বাধীনতা), উপনিবেশের সমাপ্তি ( ভারত পাকিস্তানের স্বাধীনতা লাভ, মিশরের স্বাধীনতা লাভ এছাড়াও এশিয়া ও আফ্রিকার বহু দেশের স্বাধীনতা অর্জন) । ইংল্যান্ডের এক রানি Elizabeth I আমলে উপনিবেশের সূচনা হয় আরেক রানি Elizabeth II এর আমলে সমাপ্তি।আরিফ খানের পোস্ট থেকে আহরিত।


রানীর প্রস্থানের পর চার্লস এখন কিং বা রাজা । ব্রিটিশরা অনেকদিন বাদে রাজা পেল ।


রানীর জন্য প্রার্থনা ।



ছবি - ন্যাট জিও , গুগল নেট

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৫২ র ছবি আর ২০২২ এর ছবি। মিল খুঁজে পাওয়া দুষ্কর।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩০

শাহ আজিজ বলেছেন: এরই নাম জীবন ।


ধন্যবাদ ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪২

জ্যাক স্মিথ বলেছেন: ভারত আফগানিস্তানের এই মরা খেলা আর দেখি নাই, পরে দেখলাম কোহিলি সেঞ্চুরী করে অনুশকাকে উৎসর্গ করছে।
আগের খেলায় তালেবানরা যদি পাকিস্তানকে হারিয়ে দিতে পারতো তাহলে ভারতের ক্ষীণ একটা আশা থাকতো।

রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ৭৪ বছরের বিবাহিত জীবন। মধুচন্দ্রিমায় বেড়াচ্ছেন দুজনে, ১৯৪৭ সালে।


রানির মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রিয় শোক ঘোষণা করা হয়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৩

শাহ আজিজ বলেছেন: মরা হোক আর জিতা হোক ক্রিকেট দেখতেই হবে । কোহলির সেঞ্চুরি অনবদ্য ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৮

অপ্‌সরা বলেছেন: রাণীর এত কথা জেনে ভালো লাগলো।

অনেক ভালো থাকুক রাণী ওপারের জগতে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ অপ্সরা ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সকলকেই চলে যেতে হয়।
কি এক কালারফুল লাইফ লিড করলেন!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৮

শাহ আজিজ বলেছেন: ৯৬ বছর বেচে থাকা চাট্টিখানি কথা নয় । হ্যা রানীর খুব বর্ণিল জীবন ছিল । তিনি ডিজিটাল জগত ভোগ করে গেছেন ।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪০

অঙ্গনা বলেছেন: উনার ভাগ্য ভালো উনার জীবনের এত সুন্দর সব মুহূর্ত ক্যামেরায় বন্দি আছে। বর্ণিল জীবন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯

শাহ আজিজ বলেছেন: রানী বলে কথা , অসংখ্য ছবি সংরক্ষিত বিবিধ আর্কাইভে ।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

ইমরোজ৭৫ বলেছেন: রাজা সিংহাসনে থাকলে রাজা তার বউ কে রানী বানায়। আর রানী সিংহাসনে বসলে তার স্বামী কে রাজা বানায় না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩২

শাহ আজিজ বলেছেন: এই কথাটিই লিখতে গিয়ে লিখিনি ।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯

ইমরোজ৭৫ বলেছেন: এখন তো আমরা ইংলেন্ড এর রাজত্ব থেকে মুক্ত। এটা লেখলে ইংল্যান্ড পুলিশ আমাদের পিটাবে না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪২

শাহ আজিজ বলেছেন: মুক্ত বলেই কমনওয়েলথ বানিয়েছিল । না ব্রিটিশ পুলিশ আমাদের কেন পেটাবে ?

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: জন্মের পর থেকেই ওনাকে রানী হিসেবে দেখছি। আশির দশকে বাংলাদেশে একবার এসেছিলেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৮

শাহ আজিজ বলেছেন: ৬৬ বা ৬৭তে পাকিস্তান ঘুরতে ঢাকায় এসেছিলেন । ৮০র দশকে আমি প্রবাসী ।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৩

মনিরা সুলতানা বলেছেন: গতকাল রাতে আমার এক ছোটবোন লন্ডন থেকে ফেসবুকে পোষ্টে প্রথম শুনলাম এই খবর ! অনেক ইতিহাস অনেক কর্মকাণ্ডের পর ও জানি ছবি দেখে উনার মৃত্যু সংবাদে ব্যাথিত হলাম। বয়স হয়ে যাবার পরের ছবি গুলো মনে হচ্ছে নিজের কেউ।
ভালো থাকুক অন্য জগতে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০০

শাহ আজিজ বলেছেন: আমিও মধ্যরাতে টি ভি তে শুনলাম । রাজা রানী বলে কথা আর তাই খোজ রাখতেই হবে ।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৮

কামাল৮০ বলেছেন: রাজা রানীদের কাহীনি আমার খুব একটা ভালো লাগে না।আমি গনতান্ত্রীক মানুষ।রাজতন্ত্র আমার খুবই অপছন্দ।তার পরও রানীর মৃত্যুত্ শোক জানাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

শাহ আজিজ বলেছেন: আমিও খাটি গনতন্ত্র পছন্দ করা মানুষ । তবুও শতাব্দী ধরে টিকে থাকা রাজতন্ত্র কেমন কি এটা বুঝতেই তাদের আশ পাশ দিয়ে ঘোরাঘুরি । ইংল্যান্ডের মানুষ রাজতন্ত্র টিকিয়ে রেখেছে অ্যাজ এ শো পিস।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: তার প্রতি কোন ব্যক্তিগত আক্রোশ নেই, ভালোলাগাও নেই, মন্দ লাগাও নেই। ইতিহাস পড়ে, তাদের হাতে লেগে থাকা লাখো-কোটি মানুষের রক্তের দাগ, তাদের করা প্রতিটি অন্যায়-অবিচার, দুঃশাসন আর সাধারণ মানুষগুলো আহাজারির উপেক্ষা করা কঠিন। সে জন্য তাদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই নেই, ধ্বংস আর বিনাশ হোক জালিম আর জুলুমকারীরা। মানুষ খুব সহজেই অতীত ভুলে যায়।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: হুম , আমরা কিঞ্চিৎ সুবিধাবাদী !:#P মানে আমি ------------------

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৭

জগতারন বলেছেন:
ঐ রানীকে দেখতে লাগে ঠিক শূয়ারের মতো সাদা।
ঐ শূয়ার'ন্নীর ছেলেমেয়েরা আমাদের দুইশত চুইসা গেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৬

শাহ আজিজ বলেছেন: আমি আপনার সম্ভাষণকে গ্রহন করছি কিন্তু তাদের করা উপকারগুলোও বিবেচনায় নেবেন ।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: শিক্ষা দীক্ষায় , যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন , মুঘলদের অপশাসন থেকে মুক্তি একটা বড় ব্যাপার আমাদের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.