নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভয়াবহ মন্দার মুখে বিশ্ব

০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০০



গেল কয়েক সপ্তাহ আমি কাছের বাজার মনিটরিং করি । রাস্তায় এক সারিতে ১৫-২০ টা ভ্যান দাড়িয়ে থাকে কিন্তু গাহাক নেই । প্রায় সব সবজি ৮০ টাকা কেজি হয়ে গিয়েছিল তা দিন দুই আগে ৬০ এ নেমে ৪০ টাকায় ঠেকেছে । বিক্রেতারা হেরে গেছে ক্রেতাদের ইউ টার্ন পদ্ধতিতে । অর্থাৎ তারা খাবার কমিয়ে দিয়েছে বা ভাত এবং লবন কাচামরিচ ডলে সিন্ডিকেট কে বুড়ো আঙ্গুল দেখিয়েছে । আজ দেশের প্রধানমন্ত্রী বলছেন খারাপ সময় সামনে , চেরাগ জালাতে হবে , আমি আর থাকছি না । কথাগুলো খুব গুরুত্বপূর্ণ , হেলা করিনি । সউদি আরব নিত্য দিনের তেল উত্তোলন ২০লাখ ড্রাম কমিয়েছে । এতে তেলের দাম আবার বাড়বে । এইরকম অবস্থার মধ্যেই বি এন পির নালায়েক মূর্খ নেতারা বকে যাচ্ছেন তো যাচ্ছেনই । ডিসেম্বরের ১০ তারিখের পর দেশ চলবে খালেদা এবং তারেকের কথায় । অর্থাৎ তারা ক্ষমতা নিয়ে ছাড়বেন , কিন্তু ১০ ডিসেম্বরের মাজেজা কি ? আমার তো মনে হচ্ছে ফখরুল , আমান এদের চিকিৎসা দরকার । বাজারের ঊর্ধ্বগতির সময় কন্যাকে নিয়ে বস্লাম , আমার ভয় উদ্বিগ্নতার কথা জানালাম । সে বলল চিন্তা করোনা বাবা , আমি ভাল চাকরি করি , তোমার ক্যাশে টান পড়লে আমারটায় হাত দেব । কিছুটা নিশ্চিন্ত হলাম । আজ একই উদ্বিগ্নতা খবরের কাগজে বেরিয়ে গেছে । আমি প্রিয় ডট কম , যুগান্তর থেকে একই রকম খবর ছাপিয়ে দিলাম ব্লগারদের উদ্দ্যেশে । এই পর্বটি মুক্ত আলোচনার জন্য ।

করোনা এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে এগোচ্ছে। আগামী বছর বিশ্বব্যাপী এ মন্দা আরও ভয়াবহ আকার ধারণ করবে। মন্দার প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস পাবে, বিনিয়োগ কমে যাবে।
এর প্রভাবে কর্মসংস্থানের গতিও কমবে, বাড়বে বেকারত্ব। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাবে। বিশ্ব বাণিজ্য হ্রাস পাবে। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মুদ্রার মানে অস্থিরতা অব্যাহত থাকবে। জ্বালানি সংকটের কারণে কৃষি উপকরণের দাম বাড়বে। এতে কৃষি উৎপাদন বাধাগ্রস্ত হয়ে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি হবে। ফলে খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা বাড়বে।
সব মিলে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ায় সার্বিকভাবে জিডিপির প্রবৃদ্ধির হার কমে যাবে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। শুক্রবার আঙ্কটাডের ওয়েবসাইটে এ প্রতিবেদনটি প্রকাশ হয়েছে।
এর আগে বিশ্বব্যাংক ও আইএমএফ তাদের বিভিন্ন প্রতিবেদনে এ ধরনের আশঙ্কার কথা প্রকাশ করেছে। এবার আঙ্কটাডের প্রতিবেদনেও একই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদ্যমান সংকট মোকাবিলায় বাংলাদেশ ও শ্রীলংকা বৈদেশিক মুদ্রার সাশ্রয় জ্বালানির ব্যবহার কমানোর পদক্ষেপ নিয়েছে। এ খাতে সরকারি নির্দেশনা জারি করে জ্বালানি সাশ্রয়ে ভোক্তাদের বাধ্য করেছে।
এর মধ্যে শ্রীলংকা কঠোর পদক্ষেপ নিয়েছে। কেননা শ্রীলংকায় সংকট প্রকট। বাংলাদেশ মূল্যস্ফীতির হার রোধে সংকোচনমুখী মুদ্রানীতি অনুস্মরণ করছে। বিনিময় হার ধরে রাখতে আমদানি কমানোর পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে বৈদেশিক লেনদেনে ভারসাম্য আনার উদ্যোগ নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী লকডাউনের কারণে পণ্যের সরবরাহ ও উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। ভাইরাসের সংক্রমণ কমলে হঠাৎ বিশ্বব্যাপী পণ্যের চাহিদা বেড়ে যায়। এতে পণ্যের সংকটের কারণে দাম বেড়ে যায়। ফলে করোনার ক্ষতি কাটিয়ে ওঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এরপর এ বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। এতে বিশ্বব্যাপী পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এতে পণ্যের দামও বেড়ে যায় হুহু করে। ফলে করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার বাধাগ্রস্ত হয়। বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে গেলে ইউরোপ-আমেরিকাসহ প্রায় সব দেশে মূল্যস্ফীতি রেকর্ড হারে বৃদ্ধি পায়। এই পরিস্থিতি মোকাবিলা করতে ইউরোপ-আমেরিকার দেশগুলো সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করে।
এতে অর্থের প্রবাহ কমে গিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয়ে পড়ে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়। এছাড়া আমেরিকা সুদের হার বাড়িয়ে ডলারের দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। এছাড়া ইউরোপ ও উন্নত দেশগুলো মুদ্রার মান ধরে রাখতে সুদের হার বাড়িয়েছে। এসব মিলে বড় অর্থনীতির দেশগুলোয় অর্থনৈতিক মন্দা দেখা দেয়। ওইসব দেশের অর্থনীতির ওপর ছোট অর্থনীতির দেশগুলো নির্ভরশীল। তাদের মন্দায় প্রভাব ছোট অর্থনীতির দেশগুলোয় পড়েছে। আগামী অর্থবছরে মন্দার এ প্রকোপ আরও প্রকট আকার ধারণ করবে।
প্রতিবেদনে বলা হয়, উন্নত দেশগুলো চলতি বছর থেকেই মুদ্রার প্রবাহ কমানোর ঘোষণা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। আগামী বছর এর প্রভাব আরও প্রকট হবে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের সরবরাহব্যবস্থা আরও বাধাগ্রস্ত হলে মন্দা আরও প্রকট হবে। তবে সবকিছু নির্ভর করছে দুই দেশের যুদ্ধপরিস্থিতির ওপর।
প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছর প্রাক্কলন করা হয়েছিল ২ দশমিক ৫ শতাংশ। গত মার্চ পর্যন্ত আশা করা হয়েছিল ২ দশমিক ৬ শতাংশ হবে। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে প্রবৃদ্ধি বাড়বে না। বরং শূন্য দশমিক ১ শতাংশ কমে ২ দশমিক ৫ শতাংশ হতে পারে। আগামী বছর তা আরও কমে ২ দশমিক ২ শতাংশ হতে পারে। উন্নত দেশগুলোর প্রবৃদ্ধির হার কমে যাওয়ার কারণে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যাবে। এর প্রভাবে ছোট অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধিও কমবে। তবে আগামী বছর চীনসহ কয়েকটি দেশের প্রবৃদ্ধির হার সামান্য বাড়বে। তবে তা গত বছরের চেয়ে কম, চলতি বছরের চেয়ে সামান্য বেশি।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ২০২১ সালে হয়েছিল ৫ দশমিক ৭ শতাংশ, চলতি বছর তা কমে হতে পারে ১ দশমিক ৯ শতাংশ। আগামী বছর তা আরও কমে শূন্য দশমিক ৯ শতাংশ হতে পারে। অপর বড় অর্থনীতির দেশ কানাডায় গত বছর প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ৬ শতাংশ, এ বছর তা কমে ৩ দশমিক ২ শতাংশে নামতে পারে। আগামী বছর তা আরও কমে ২ দশমিক শতাংশ হতে পারে। চীনের প্রবৃদ্ধি গত বছর হয়েছিল ৮ দশমিক ১ শতাংশ, এ বছর তা কমে ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে। আগামী বছর তা সামান্য বেড়ে ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের প্রবৃদ্ধি গত বছর হয়েছিল ৮ দশমিক ২ শতাংশ। এ বছর তা কমে ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে। আগামী বছর তা আরও কমে ৪ দশমিক ৭ শতাংশ হতে পারে। যুক্তরাজ্যের প্রবৃদ্ধি গত বছর হয়েছিল ৭ দশমিক ৪ শতাংশ। এ বছর তা আরও কমে হতে পারে ২ দশমিক ৬ শতাংশ। আগামী বছর তাদের প্রবৃদ্ধি নেতিবাচক শূন্য দশমিক ৯ শতাংশ হতে পারে বলে প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রবৃদ্ধি গত বছর হয়েছে ৬ দশমিক ৮ শতাংশ। এ বছর তা কমে ২ দশমিক ৬ শতাংশ হতে পারে। আগামী বছর এদের প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশে নেমে যেতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোয় বর্তমানে শ্রীলংকা, পাকিস্তানের অবস্থা খুব খারাপ। আফগানিস্তানের অবস্থাও ভালো নয়। নেপালেও সংকট বেড়েই চলেছে। তবে ভুটান বেশ ভালো অবস্থানে রয়েছে।
বিশ্বের অন্য দেশগুলোর প্রবৃদ্ধিও কমে যাবে। অঞ্চলভেদে সব এলাকায় এ হার কমবে। প্রবৃদ্ধি কমার পাশাপাশি মূল্যস্ফীতির হারও বাড়তে পারে। সরকারি হিসাবে গত বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। এ বছর প্রবৃদ্ধির হার ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। তবে এ তথ্য আইএমএফ, বিশ্বব্যাংক মানতে নারাজ। তাদের মতে, প্রবৃদ্ধি আরও কম হয়েছে। আগামী বছর আইএমএফের মতে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ হতে পারে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জ্বালানী ও বিদ্যুৎ না থাকলে ব্যবসায়ীদের লস।

তারা এই লস কাঁটাতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিবে।

বেশির ভাগ ব্যবসা হয়তো বেঁচে যাবে। তবে, প্রতিষ্ঠান ছোট হয়ে যাবে। ফলে, বেকারত্বের হার বাড়তে পারে।

০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: আমার জীবনকালে এই রকম একটি দুরাবস্থার মুখোমুখি হতে যাচ্ছি । সঠিক কি হবে জানিনা তবে আমরা এক তরকারিতে অভ্যস্থ হতে সময় লাগবেনা । মধ্যস্বত্ব ভোগীদের দুর্দিন আসছে ।

ধন্যবাদ শাইয়্যান ।

২| ০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঘোষণা দিয়ে মন্দা আসছে অথচ কেউ এটাকে থামাতে পাড়ছে না। উন্নত বিশ্বের দেশগুলি এই মন্দা ডেকে আনছে। তবে ক্ষতিগ্রস্ত বেশী হবে গরীব দেশগুলি। ২ বছর করোনা মহামারীরর পর রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধানোর কোন দরকার ছিল না। ১ম এবং ২য় বিশ্ব যুদ্ধের কথা মানুষ ভুলে গেছে ফলে আবার মারামারি কাটাকাটিতে লিপ্ত হচ্ছে বিশ্বের বড় দেশগুলি।

০৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২১

শাহ আজিজ বলেছেন: ক্রিমিয়া আর রাশিয়ার মধ্যে একটি সেতু উড়ে গেছে আজ । পুতিনের ওপর আজাব নেমে এসেছে । ওর যুদ্ধের শখ রাশিয়ানরা মিটিয়ে দেবে । এই যুদ্ধ না হলে অবস্থা এত বেগতিক হতো না । গরীবরা ভাত নুন কাচা মরিচ দিয়ে খাবে কিন্তু উন্নত বিশ্বে বিয়ার , বেকন আর মিনারেল পানি ছাড়া চলে না । পুতিনের বিচার চাই ।

৩| ০৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২৩

কামাল৮০ বলেছেন: যুদ্ধের সাথে আছে নিশেধাজ্ঞা।সবমিলিয়ে চরম অবস্থা।ধনী দেশ গরিব দেশ সবার অবস্থাই খারাপ হবে।

০৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: এই খারাপ অবস্থার কোপানলে সবাই পড়বে ।

৪| ০৯ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২০

কামাল৮০ বলেছেন: ব্রিজে বোমা মারাতে যুদ্ধের মোর অন্যদিকে ঘুরে গেলো।এখন স্থাপনায় আক্রম বেড়ে যাবে।জনগনের জান মালের ক্ষতি বেশি হবে।

০৯ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:০৬

শাহ আজিজ বলেছেন: মার্কিনীদের দেওয়া টার্গেট হিটিং মিসাইল এখন রাশিয়ার জন্য কাল হয়েছে । আপনি ধরে নিন পুতিন মস্কো জেলে ঢুকছে । ব্রিজ অবশ্য ট্রাক বোমায় জলেছে । ইউক্রেনিয়দের জন্য বড় বিজয় এটি ।

৫| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৮

জুল ভার্ন বলেছেন: লুটেরাদের কারসাজি....

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১০:০৭

শাহ আজিজ বলেছেন: লুটেরারাও অন্য কারোর কারসাজিতে এখন মাঠে ।

৬| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১০:০৮

নতুন বলেছেন: এই খেলায় অবশ্যই কারুর না কারু লাভ হচ্ছে, তাদের হাতেই আছে চাবিকাঠি তারাই অনেক ঘটনার পেছনের ইন্ধন দাতা।

দুনিয়াতে একজনের লস থেকে আরেক জন লাভ করে। কিছুই করার নাই।

সাধারন মানুষ শধুই কস্ট করে।

১০ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৪২

শাহ আজিজ বলেছেন: সহমত ।

৭| ১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৭

নতুন বলেছেন: রিসেসন আসবে এটা নিয়ম মেনেই আসে আবার অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়।

তবে আমার মনে হয় এতো খারাপ হবেনা।

কিছু মানুষ আছে যারা খারাপ খবর প্রচারে বেশি উতসাহী।

করোনার সময় এটা দিখেছেন।

১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৮

শাহ আজিজ বলেছেন: আমাদের বাজারি মধ্যস্বত্ব ভোগীরা কোন রুলস অফ বিজনেস মানেনা , এরা ভয়ংকর অসৎ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.