নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রেকিংঃ মন্ত্রী ৭টার খবরে বললেন যারা গ্রিড বিপর্যয়ের সাথে জড়িত তাদের চিহ্নিত করা গেছে , শিঘ্রি গ্রেফতার
গতকাল সন্ধ্যাটা কাটিয়েছি বেঙ্গলে চা শিঙ্গাড়া খেয়ে । গাছপালার নিচে বসে বেশ স্বস্তিতে গল্প করছি কন্যা আর জামাইয়ের সাথে । আমি টেনে আনলাম আজ সারাদিন বিদ্যুৎ ছিল । তার আগেরদিন এক ঘণ্টার জন্য আমাদের আঁধারে রেখেছিল । ওরা তার আগেরদিনগুলোর হিসাব দিচ্ছিল । ধানমণ্ডি ২৭ নম্বরে এখনও বিদ্যুৎ আছে । বেশ আশ্চর্যের নয় কি ? আগে দিনপ্রতি ৪ ঘণ্টা বিদ্যুৎ বিহীন থাকতে হয়েছে , কি এমন দয়া হল ডেসকোর যে আমাদের প্রতি এই মহানুভবতা ! আমি বললাম কুইক রেন্টাল শুনেছি বন্দ করেছিল তেল বাঁচানোর জন্য , হয়ত মতিগতি বদলেছে তাই ইঞ্জিন আবার চালু করেছে ।
বাসায় ফিরে পি সিতে বসলাম এবং বাংলা স্টারে চোখ আটকে গেল বিদ্যুতের খবর দেখে । বকেয়া বিল নিয়ে সরকার ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে এক ধরনের স্থবিরাবস্থা বিরাজ করছে। চলমান বিদ্যুৎ পরিস্থিতির কারণে এমনিতেই জনসাধারণের ভোগান্তি অসহনীয় পর্যায়ে রয়েছে। এর মধ্যে সেই স্থবিরাবস্থা যেন 'মড়ার ওপর খাঁড়ার ঘা' হয়ে দাঁড়িয়েছে।
সরকারের কাছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের ১৬ হাজার কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে। বিদ্যুৎকেন্দ্র মালিকরা বলছেন, বকেয়া না পাওয়ায় তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি আমদানি করতে পারছেন না।
জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমদানির তথ্য বলছে, ২৬টি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ১২ হাজার ৫১৭ কোটি টাকার ভারী জ্বালানি আমদানি করেছে।যদিও দীর্ঘমেয়াদি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো (যাদের মুনাফা-হার উচ্চ নয়) সরকারের কাছ থেকে একটি নির্দিষ্ট ছাড় পেতে পারে, তবে, সংশ্লিষ্টরা বলছেন, উচ্চলাভের হারে পরিচালিত স্বল্পমেয়াদি ভাড়ায়চালিত বিদ্যুৎকেন্দ্রের অপরিশোধিত বিলের কারণে সাধারণ জনগণ ভুক্তভোগী হচ্ছে।কিন্তু গত বুধবার ৪৮টি বিদ্যুৎকেন্দ্র জ্বালানি ঘাটতি ও ইঞ্জিনের সমস্যার কথা উল্লেখ করে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রেখেছিল। এর মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কেন্দ্র ভারী জ্বালানি তেলে চালিত হয় এবং ১০টি ব্যক্তি মালিকানাধীন। আরও ৭টি কেন্দ্র ৩০ শতাংশেরও কম উৎপাদন ক্ষমতা নিয়ে চলছিল। চলতি মাসের ১৩ দিন কেটে গেলেও জ্বালানি ঘাটতির কথা বলে বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন বন্ধ রেখেছে। কিন্তু, এ সময় পর্যন্ত যা আমদানি হয়েছে, আগস্টের তুলনায় তা মাত্র ১০ শতাংশ। সরকার টাকা পরিশোধ করবেনা এমনটি কেউ বলেনি বা ভাবেওনি । কিন্তু অগ্রিম নেওয়া ব্যাক্তিমালিকানাধিন কেন্দ্র গুলোও এই সুযোগে তাবৎ দেশের মানুষকে জানোয়ার ভেবে ট্রিট করল । যেদিন গোটাদেশ প্রায় অন্ধকারে ছেয়েছিল সেদিন বিপাকে পড়েছে হাসপাতালে অপারেশন থিয়েটারগুলো ।
ব্যাক্তিমালিকানাধিন বিদ্যুৎ কেন্দ্রগুলো যে রাষ্ট্রের খুঁটি ধরে নাড়া দিতে পারে এবার তা বোঝা গেল ।
অসহায় আমি আপনি আর সরকার ।
তথ্যগুলো দি স্টার বাংলা ভার্সন থেকে নেয়া ।
১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
শাহ আজিজ বলেছেন: আমি ভাবতেও পারছি না যে কি হবে আমাদের , আমাদের পৃথিবীর ।
২| ১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯
নতুন বলেছেন: কুইক রেন্টালের বকেয়া সরকারের থেকে অবশ্যই আদায় হবে। আর তারা ব্যাংক থেকে আরো লোন নিয়ে এইসবে কর্মরত মানুষের বেতন দেবেন।
দিনের শেষে সরকারের সাথে যাদের দরহম মহরম আছে তাদের লস হবেনা।
লস সুধুই আমাদের মতন জনগনের।
১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
শাহ আজিজ বলেছেন: উচিত কথা বলেছেন । আমাদের একটা শিক্ষা হয়ে গেল কুইক রেন্টালএর দেওয়া কুইক পানিশমেনটের ।
৩| ১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪০
পবিত্র হোসাইন বলেছেন: এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে ৫টি পদক্ষেপ বলুন।
১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫২
শাহ আজিজ বলেছেন: আমার মাথায় কোন কায়দা কানুনের ব্যাপার আসছে না । আমরা সম্ভবত ধনী বানাতে গিয়ে নিজেদের শেষ নিঃশ্বাসটুকু দিয়ে দিচ্ছি ।
৪| ১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৬
নতুন বলেছেন: লেখক বলেছেন: উচিত কথা বলেছেন । আমাদের একটা শিক্ষা হয়ে গেল কুইক রেন্টালএর দেওয়া কুইক পানিশমেনটের ।
ভাই এটা পানিশমেন্ট না আসলে, সরকারের কাছে বিদুত বিক্রির চেয়ে বড় লাভজনক ব্যাবসা আর হতে পারেনা। এটা সরকার পন্হি ব্যবসারীদের দিয়েছে তাদের দলের লাভের জন্য।
ক্ষতি শুধুই জনহনের।
১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
শাহ আজিজ বলেছেন: মন্ত্রী এইমাত্র বললেন , যারা গ্রিড বিপর্যয়ের সাথে জড়িত তাদের চিহ্নিত করা গেছে , শিঘ্রি গ্রেফতার ।
৫| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৭
শেরজা তপন বলেছেন: আপনি যখন ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে বসে চোর বাটপারের কাছ থেকে বড় অংকের মাসোহারা পাবেন তখন তাদের অপকর্ম ঠাকতে ভাল দশোজনকে চোর বানাবেন। না হলে এমন কিছুর দোহাই দিবেন - যা অসার, হাস্যকর, আপনাকে ক্লাউন বানাবে। তবুও আপনি আত্মপ্রসাদ ভোগ করবেন এই ভেবে বলদগোরে আব-জাব বুঝ দিতে পেরেছেন বলে।
কিন্তু বলদেরা জানে কে বা কাহারা বড় চোর।
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১১
শাহ আজিজ বলেছেন: এরা নাকি একে অপরের সাথে যোগসাজশ করেই গ্রিড বিপর্যয় ঘটিয়েছে । কাদের ধরবে আর কেনইবা ধরবে তা জানা যাবে দু এক দিনের মধ্যে ।
৬| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২৭
সোনাগাজী বলেছেন:
কুইক রেন্টাল যেই ধরণের ডাকাতী করেছে, ওদের বিদ্যুত উৎপাদন কেন্দ্রগুলোর মালিকানা ও *সম্পদ কেড়ে নেয়ার দরকার।
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: কাড়ার ক্ষমতা রাষ্ট্রের নেই , সবইতো আত্মীয়স্বজন ।
৭| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
এতো তাড়াতাড়ি হাল ছেড়ে দেবেন না। সামনে আরো কঠিন দিন আসছে...... হাল ধরে রাখতেই হবে জান কোরবান করে হলে্ও!!!!!!
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১৬
শাহ আজিজ বলেছেন: আমি সরকারকে ধন্যবাদ দেব যে তারা মুল খুজে পেয়েছেন । আবার যেন এই বিপর্যয় না ঘটে তার জন্য হুশিয়ার থাকতে হবে । আমরা এক মেন্যুতে চলে গেছি ইতিমধ্যেই এবং এভাবেই দুর্দিন কাটাতে হবে ।
৮| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৬
ঢাবিয়ান বলেছেন: পাওয়ার সেক্টরের দুর্নীতি একদিন দুইদিনের মামলা নয়। সাগর রুনী এই পাওয়ার সেক্টরের দুর্নীতি ফাশ করতে গিয়েই প্রান দিয়েছিল।
১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: কিন্তু মন্ত্রী তো পুরা ফাস করে দিলেন । যাহোক এবার লুকিয়ে থাকা বোমাটি ফাটবে ।
বাংলাদেশে পাওয়ার , হেলথ সেক্টরে সবচে বেশি দুর্নীতি হয় । পরিবর্তন আসুক ।
৯| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যারা রেলের কুলি , মাছের পাহারাদার হবার কথা তারা হচ্ছে মন্ত্রী যেমন জনগন তেমন নেতা । তাই কিছুতেই আর অবাক হই না ।
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৪
শাহ আজিজ বলেছেন: এটাকে বলা হয় সাধারন মানুষের ক্ষমতায় অংশগ্রহন । কুলি , পাহারাদারও তো এই দেশের মানুষ এবং অংশীদার ।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৪
কামাল৮০ বলেছেন: পশ্চিমাদের সকল প্রচেষ্টা ব্যর্থকরে তেল উৎপাদন সামনের মাস থেকে কমছে।তেলের দাম আবার বাড়বে।তখন বিদ্যুৎতের অবস্থা কি হবে।সামনে আরো কঠিন সময় আসছে।