নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দি ওয়াশিংটন পোস্ট।।
রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের প্রাদেশিক রাজধানী খেরসন ছেড়ে গেছে । খেরসন এখন পুরোপুরি ইউক্রেন তথা জেলেনেস্কির নিয়ন্ত্রণে । বেশ তাৎপর্যপূর্ণ খবর আজকের জন্য । রাশিয়ান সেনারা তাদের যুদ্ধ উপকরণ সাথে নিয়ে গেছে । ঠিক কি উদ্দেশ্যে মাথা মোটা পুতিন ইউক্রেন অভিযান শুরু করেছিল তা কারোরই জানা নেই । গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতা । দ্বিতীয় পুতিনের কিছু লাফাঙ্গা বন্ধু জুটলেও সেই বন্ধুরা এখন আসন্ন খাদ্য সংকটকে বড় করে দেখছে । এই খাদ্য সংকট ৫৪ টি দেশকে বিপাকে ফেলবে । ক্রেমলিনে আন্তঃ সংকট । সবগুলিই পুতিনের জন্য মোটেও আনন্দদায়ক নয় বরং পুতিন নিজে কখন উৎখাত হয় এই চিন্তায় অস্থির তিনি । খেরসনের বাসিন্দারা ঘরে ফিরছেন । পুতিন শেষেরদিকে ব্যাপক মিসাইল হামলা চালিয়ে শত শত শহরের আবাসিক ব্যাবস্থা চুরমার করে দিয়েছে । ফিরে আসা বাসিন্দারা তীব্র শীতে রাত কাটাবে , খাদ্য , পানি সংকট তো আছেই । ইউরোপের রাষ্ট্রনায়করা মোটেও মাথা নত না করার ফলে পুতিন এখন বিপদে । খেরসনে জেলেনস্কির বিজয় একটি বৃহৎ বিজয় । আমরা তাকিয়ে সামনের দিকে বাকি প্রদেশগুলো কবে নাগাদ রাশিয়া মুক্ত হয় । ঢাকায় পুতিন সমর্থকরা আহাজারি করছে ।
১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২২
শাহ আজিজ বলেছেন: বেকুবির মাত্রা বেশি হয়ে গেছে ।
২| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দখল দখল খেলাটা বাজে জিনিস।
কাউকে পছন্দ হয় নাই? এটম বোমা আছে না!!!
১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২১
শাহ আজিজ বলেছেন: আসন্ন বিপদ পৃথিবীকে গিললে মস্কোকেও ছাড় দেবে না । দেখুন পুতিন মাফ চাইল বলে । খাদ্য সমস্যা এমনই এক বিষয় যেখানে অ্যাটম থেরাপি অকার্যকর ।
৩| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: যে কোন পক্ষে রণে ভঙ্গ দিয়ে বিশ্ববাসীকে খাদ্য এবং অর্থনৈতিক মন্দা থেকে বাঁচাক এই কামনা করি। এদের ইগোর কারণে ৭ বিলিয়ন লোক কষ্টে আছে।
১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৫
শাহ আজিজ বলেছেন: খুব সত্যি কথা বলেছেন । রাশিয়া এই যে ডুব দেবে আর কয়েক শতাব্দী জাগবেই না ।
৪| ১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:০৫
মোহামড বলেছেন: আপনি অনেক আগেই এই ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন।
১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ মোহামড মনে করিয়ে দেবার জন্য ।
৫| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:০৮
রানার ব্লগ বলেছেন: যুদ্ধ থামলেই বাচি। সারাক্ষণ যুদ্ধের কারন দেখিয়ে মূল্যবৃদ্ধির খেলা বন্ধ হবে।
১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৭
শাহ আজিজ বলেছেন: পুতিনকে পেলে ঝলসে কুকুর দিয়ে খাওয়াবো ।
৬| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৫০
অন্ধঘোড়া বলেছেন: মানুষজন রাশিয়া কে যেভাবে আরেকটা অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে দেখতো, যুদ্ধে নাকানি-চুবানি খাওয়ার পর রাশিয়ার সব দিকই গেলো বলা চলে।
তবে আমার মনে হয়না একগুঁয়ে পুতিন ক্ষমা চাবে।
১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪
শাহ আজিজ বলেছেন: সাবেক কে জি বি চীফ স্বপ্নেও ভাবেনি এই দুর্যোগ এবং অসম্মানের কথা যা তাকে জীবিত অবস্থায় ভোগ করে যেতে হবে । এখন দেখুন রাশিয়া টেকে কিনা । একগুয়েমির সীমা আছে । পুতিনকে যে জেনারেলরা গোলাবারুদের হিসাব দিয়েছিল তারা ভুল হিসাব দিয়েছিল ।
৭| ১২ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩২
সোনাগাজী বলেছেন:
পুটিনের বাহিনীর উইথড্রকে নিয়ে জিলেনস্কি বলছে, "আমরা এলাকা মুক্ত করেছি"।
১২ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩৬
শাহ আজিজ বলেছেন: রাশিয়া ছেড়েছে বলেইনা খেরসন মুক্ত ।
জেলেনস্কি এখন ক্রেডিট তো নেবেই ।
খেরসনবাসিদের আনন্দ উৎসব নাচ দেখার মত ।
৮| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:৩৩
জগতারন বলেছেন:
ইউরোপ আমেরিকার বাইরে বিশ্ব নেতৃত্ব খুবই জরুরি।
আর ইউরোপ আমেরিকার বাইরে শক্তিশালী অর্থনীতি দরকার।
খাদ্য নিরাপত্তা সহ অর্থনৈতিক সামরিক সহযোগিতা বাড়িয়ে
এরদোয়ান মাধ্যমে তুর্কী জোট আমরা কামনা করছি।
এশিয়া(মুসলমান) মহাদেশের নেতৃত্ব সময়ের দাবী রাখে।
তা না হলে ইহুদি খৃষ্টান সাম্রাজ্যের ফাইলে বন্দী হয়ে যাবে।
১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: মার্কিনী প্রভাব এড়ানো খুবই মুশকিল বলে আমার মনে হয় । আমি এক আফ্রিকান রাষ্ট্রদূতের মুখে শুনছিলাম মার্কিনীদের প্রভাব অর্জন এবং বিস্তারের কৌশল । তার ওই বক্তব্য আমার মার্কিনীদের প্রতি ধ্যান ধারনা পাল্টে দেয় এবং আমিও মার্কিনীরাই সমর শ্রেষ্ঠ বলে বিশ্বাস করতে শুরু করি । প্রযুক্তি আর প্রকৌশল এমনই এক বিদ্যা যা এশিয়ান বা মুসলিমদের দিয়ে অর্জন সম্ভব না ।
ধন্যবাদ জগতারন ।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৬
সোনাগাজী বলেছেন:
পুটিনের উইথড্রটা ঠিক আছে, এত বেশী অন্চল দখল করাটাই ছিলো বেকুবী।