নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। শীত এসেছে গাঁওয়ে , নগরে উদাসীন

১৬ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪২









আমাদের বাড়ীওয়ালার ভাই মানিকগঞ্জে গ্রামের বাড়িতে ঘুরে এলেন । শীতে জেকে ধরেছিল তাকে , বিছানায় লেপের নিচ থেকে মেঝেতে পা রাখতে ইচ্ছা হচ্ছিল না তার । খুব হাসাহাসি করলাম তার সাথে । সে তুলনায় ঢাকা নগরীতে শীত সামান্য ভোর রাতের দিকে । উত্তরের গ্রামে শীত নেমেছে জাঁকিয়ে । ছবিতে খেজুর রস দেখে সন্তোসট থাকতে হচ্ছে । শহরে যা বিক্রি হচ্ছে তা সিরিয়াস স্বাস্থ্য হানিকর কেমিক্যাল মেশানো । দুটো কলসি কাঁধে ঝুলছে , একটিতে ভেজাল রস আরেকটিতে নেশার ওষুধ মেলানো পানীয় । তার গাহাকরা ছাড়া কেউ জানে না এই গোপন ব্যাবসার কথা ।
গতকাল সন্ধ্যায় কন্যার অফিস মাঠে গেলাম ব্যাডমিনটন খেলা দেখতে । আমি অক্ষম খেলতে , বাকি সবাই খেলল , শরীর গরম করে ঘাম ঝরালো । শীতের দিনে ক্যালোরি খরচের উত্তম উপায় । ঢাকা শহরে দালান দিয়ে ভর্তি খেলার জায়গা কৈ? এখানে তিনটি কোর্ট আছে কর্মকর্তাদের খেলার জন্য , আমি গেস্ট , বসে বসে খেলা দেখলাম আর মনে মনে উষ্ণতা নামিয়ে নিলাম ।
শুভ রাত্রি ।



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০৫

শায়মা বলেছেন: আমাদের ছেলেবেলার শীত মানেও ব্যাডমিন্টন খেলা ছিলো। এখনকার ছেলেমেয়েদের কি আর তা জানা হবে?

১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৩

শাহ আজিজ বলেছেন: আমাদের বাড়িতে মাঠে প্রতি শীতে ব্যাডমিনটন খেলতাম । দালানের গুতোয় মাঠ হারিয়ে গেছে ।

২| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২২

নেওয়াজ আলি বলেছেন: শীত এসেছে কিন্তু খেজুর রস হারিয়ে যাচ্ছে আমাদের এলাকায় হতে।

১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৬

শাহ আজিজ বলেছেন: গাছ থাকলে তো রস খাবেন । দেখবেন কোন কোম্পানি খেজুর রসের প্যাক বের করেছে , পাইপ দিয়ে টেনে খেতে হবে ।

৩| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪২

জগতারন বলেছেন:
Dallas Texas-এ থাকি।
এখানে এখন প্রচুর শীত।
আজকে ও গতকাল কঠোর শীত
প্রতিরোধক জ্যাকেট পড়া লেগেছে।

১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: আহারে , জগতারন , ভীষণ কষ্ট হচ্ছে আপনার কথা শুনে ।

৪| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৪

কাছের-মানুষ বলেছেন: ছোট বেলায় আমি শীতের দিনে প্রচুর ব্যাডমিন্টন খেলা খেলেছি। অপরিকল্পিত নগরায়নে মানুষের খেলার জায়গা নস্ট হচ্ছে, ছেলে মেয়েদের এমনকি বড়দেরও যে খেলাধুলার প্রয়োজন আছে এটা আমাদের সমাজের খুব কম মানুষই বুঝেন। পোস্ট পড়ে নস্টালজিক হলাম শাহ সাহেব।

১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০২

শাহ আজিজ বলেছেন: যারা রাষ্ট্র শাসনে নিযুক্ত তাদের দিকেই আঙ্গুল তোলা উচিত । দালান কোঠার এতই সমাহার যে এরপরে কবরের জায়গা মিল্বে না ।

৫| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: শীতে সন্ধ্যা থেকে গভীর রাতে শহরের অলিগলিতে মাঠে কমন একটি দৃশ্য।

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০১

শাহ আজিজ বলেছেন: তাওতো খেলে তারপর মাসল বানাইয়া হামলাইয়া পড়ে ।

৬| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৩

জগতারন বলেছেন:
আমাদের গ্রামে শীতকালে কালে আমরা খেলতাম ভলিবল ।
আমার বালক কালে ব্যাডমিন্টন বা ক্রিকেট
খেলা আমরা দেখিও নাই খেলিও নাই গ্রামে।

শরত, হেমন্ত, ও শীতকালে আমাদের গ্রামে ছিল
নদীর পড়, আর বাড়ির আসে পাসে ছিল প্রচুর
খোলা পাঠ, গ্রাম্য ভাষায় সেই খোলা স্থানকে
বলা হতো; কোলা।
সেই কোলা, নদীর পাড়, খোলা মাঠ, ঝোপ জংগলের মায়াবী স্থান
এখন আর আমাদের গ্রামে অবশিষ্ট নেই।
শুধু দেখা যায় মানুষ আর মানুষ ।

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৩

শাহ আজিজ বলেছেন: আগামি ৫০ বছরে অধিকাংশ গ্রাম হারিয়ে যাবে নগরায়নের থাবায় ।

৭| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৭

রানার ব্লগ বলেছেন: শীত মানে ছিলো ব্যাডমিন্টন, ভলিবল আর ক্রিকেট। শীত মানে এক মাসের ছুটি। পড়াশোনার চাপ নাই। আরাম করে খেলা আর বাসায় ফিরে লেপের নিচে ঘুমানো। এমনি ছিলো আমার শীত কাল। আর খাওয়ার কথা নাই বা বললাম।শীতের সব সবজি আর পিঠা আমার প্রীয়। বরিশালের মানুষ। রুটি পিঠা, নারিকের ঝোল আর হাসের মাংসের অন্ধ ভক্ত আমি। সেই সাথে চিতই পিঠা আর দেশী মুরগির ঝোলের কম্বিনেশন দুর্দান্ত।

আপনি যে শীতের বর্ননা দিলেন এটা বর্তমান শীতের পার্ফেক্ট উদাহরণ। যেমন করে দেশ থেকে শীত বিদায় নিচ্ছে ঠিক তেমনি প্রজন্ম তার আমেজ উপভোগ করতেও জানছে না। তাদের কাছে শীত মানে হুডি পরে রাস্তায় হেটে বেড়ানো। শীতের কুয়াশা মাথায় মাখার যে কি মজা এরা তা বুঝবে না।

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৭

শাহ আজিজ বলেছেন: হুম দিন বদলাচ্ছে পিঠা হাসের ঝোলের জায়গা দখল করছে চিকেন ফ্রাই , পিতজা , হালিম ইত্যাদি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.