নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। বালিকাকে নিবেদন

০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৭



রাইফেল মানায় না ওই হাতে ,বালিকা

মানায় আমার হৃদয় লাল টকটকে উষ্ণ

করেছি লালন আঙ্গুরের লাল মদে

আর উচ্চমানের পোলিশ চীজ দিয়ে

এসো বালিকা ছাড়ো রাইফেল

তুলে ধরো এই নিষ্কণ্টক উষ্ণ হৃদয়

থাকুক তোমার দখলদারিতে নিরাপদে

বিশ্বাস কর বালিকা আমি প্রেম রণভূমির

সেই অচ্ছুৎ যে চিরকুমার রয়ে গেছে

তোমার তরে ধানসিঁড়ি নদীটির তীরে

অযুত দিবস আর রজনী পূজার ঘণ্টা শুনে

বালিকা , কিছু বল , থেকনা চুপটি করে !!
------------------------------------------------

শাহ আজিজের লেখা কবিতা
৯/১২/২০২২
কপিরাইটঃ শাহ আজিজ
ছবি - নেট

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯

সোনাগাজী বলেছেন:



বালিকা সেলফোনে আপনার কবিতা পড়ছে।

০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

শাহ আজিজ বলেছেন: B-)

যা বলেছেন দাদা :P


আপনার মুখে ফুলচন্দন পড়ুক :#)

২| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:



ইউক্রেনের বালিকা বাজার করে বাড়ী ফিরছে।

০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

শাহ আজিজ বলেছেন: সম্ভবত এটা সিরিয়ার ছবি -------

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: থাকুক না রাইফেল হাতে। এক জীবনে আর কত মেকআপ নেইলপলিশ মাখবে? যেহেতু সম-অধিকার বা ইকুয়াল রাইট তাহলে তো ইকুয়াল লেফট-ও থাকা উচিত। ক'দিন রাইফলে চালাক, সেলফোন চাপাচাপি তো আর কম হলো না।

কবিতায় আবেদন আর আবেগ, দুটোরই ঘনঘটা B-)) কি যে শুরু হলো পৃথিবীতে! =p~ কবিতা ভালো লেগেছে। ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভুইয়া সাব ।






মনের কতা কইছেন :P

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




ছবির মেয়েটির হাতে আসলেই রাইফেল মানায় না। অমন বালিকার হাতে থাকা উচিৎ ছিলো কবির উষ্ণ হৃদয়।
এডিট করে রাইফেলের মাথায় একটি লাল গোলাপ দিয়ে দিতে পারতেন। ;)
ভাস্করের হাতের ছেনী-হাতুরির জায়গায় কলম তুলে নিয়ে যে কবিতার ভাস্কর্য্য গড়লেন তা চোখে লেগে রইলো।

সোনাগাজী র মন্তব্য ইউনিক!

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪০

শাহ আজিজ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~


আহা




উহু


বা বা বা বা

৫| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২৭

কাছের-মানুষ বলেছেন: আমার দুই মামাতো বোন ইউক্রেনিয়ান (মামা ইউক্রেনিয়ান মেয়েকে বিয়ে করেছিল), যুদ্ধের পর মামা আর তার বউ নেদারল্যান্ডে শ্ররনার্থী হয়েছে, মামা বলল তার দুই মেয়ে তাদের সাথে আসেনি নেদারল্যান্ড, ইউক্রেনে থেকে যুদ্ধ করতে গিয়েছে, উপরের ছবির মেয়েটার বয়সী তার দুই মেয়ে!

কবিতা ভাল হয়েছে!

১০ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: আপনি তো বিপ্লবী বোনদের ভাই , গর্ব হয় আপনাকে নিয়ে । ভাল থাকুক ওরা ।


ধন্যবাদ ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৩

নূর আলম হিরণ বলেছেন: মেয়েটি বেশ সুন্দুরী।

১০ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: শিল্পীদের চোখ এড়ানো খুব মুশকিলের ব্যাপার ।

শিল্পীরা সুন্দরের পূজারী ।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৭

কাঁউটাল বলেছেন: বুড়া ঢাড্ডুর সুরসুরি মূলক কবিতা।

১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৬

শাহ আজিজ বলেছেন: ক্যান বুড়াগো কি সুড়সুড়ি আসে না , আসতে নেই ?? B-)





কোন সুড়সুড়িই অপরাধ নয় , নয় পাপ । বেহেস্তের সুড়সুড়িতো আরও মারাত্মক ।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.