নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। অপচয়

২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

ফেসবুক



মরিয়ম আফিজা, উদ্বোধনী দিনে মেট্রোরেলের প্রথম চালক হচ্ছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করে মেট্রোরেলের চালকের আসনে বসছেন মরিয়ম।

বেশ ভাল লাগছে একজন মহিলা মেট্রোরেলের প্রথম চালক ।

কিন্তু থমকে গেলাম তার পড়াশুনার ইতিহাস দেখে । একজন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ট্রেন চালকের আসনে বসছেন । কি অপচয় সময় আর শিক্ষার । দেশে মহিলা চালকের অভাব পড়েছে কি ? অনেক মহিলাই ট্যাক্সি , স্কুটার , বাস চালাচ্ছেন ঝুকি নিয়ে । ট্রেন তাও মেট্রো যা চালানো সবচে নিরাপদ সেখানে একজন সম্ভাব্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে কেন নিয়োগ দেওয়া হল আমার খুব জানতে ইচ্ছে করছে । এই দেশ ৮ পাশ প্রধানমন্ত্রী পেয়েছে , বন্দুক চালানো জেনারেল প্রেসিডেন্ট পেয়েছে , এক ব্যাবসায়ি স্বাস্থ্যমন্ত্রীও পেয়েছে তো আর বাকি রইল কি ?

এবার আপনারা ঝেড়ে কেশে বলুন, শুনি ।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

কাঁউটাল বলেছেন: সমস্যা কি? বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্টির কাজ থেকে মেট্রোরেল চালকের চাকরি একজন মহিলার জন্য খুব একটা খারাপ না। পুরো সিসটেম অটোমেটেড, শুধু বসে থাকার চাকরি।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , খুব সাহসী ভুমিকা নিলেন ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করে ব্যাংকে চাকরি করলে কেমিকাল ইঞ্জিনিয়ার মেট্রোরেলের চালক হতে পারবেন না। সব সম্ভবের দেশ এ দেশ।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: একজন ডাক্তার বি সি এস পাশ করে কাস্টম বিভাগকে প্রথম পছন্দ দিয়েছিল । আমরা ক্রমশ ধ্বংসের দিকে যাচ্ছি ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:



পিএইচডি চাইলে ৫০০০ দরকাস্ত পড়তো।

চালিকার এসিসটেন্ট নেয়া হবে ১জন।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

শাহ আজিজ বলেছেন: হা হা হা

আমি মন্ত্রী হইলে পি এইচ ডিই চাইতাম ।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



চালিকার এসিসট্যান্ট নেয়া হবে ১ জন, একটু ব্যায়াম ট্যায়াম করেন।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: ভাবছিলাম কিন্তু হাঁটু ভাঙ্গা , মাজা ভাঙ্গা , আমারে চালিকা ধাক্কা দিয়া নিচে ফালাইব ;)

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১১

কলাবাগান১ বলেছেন: সমস্ত সিস্টেম কম্পিউরাইজড করা...এখানে ক্লাশ টেন পাশ করা লোক বুঝতেই পারবে না সিস্টেম কিভাবে কাজ করছে...।স্নাতক পাশ অবশ্যই দরকার। বেতন দেওয়া উচিত বিমান এর পাইলট দের কাছাকাছি

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: নাহ একমত হতে পারলাম না । ক্যারিয়ার ধ্বংসের পায়তারা ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



কলাবাগান১ সাহেব নিউইয়র্কের সাবওয়ে ট্রেনে চড়েন; ওখানে রিটায়ার্ড নভোচারীদের ড্রাইভার হিসেবে নেয়া হয়।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২২

শাহ আজিজ বলেছেন: হুম , তাই মনে হচ্ছে । তাও রকেট চালকের জ্ঞান অপরিমিত ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৪

কলাবাগান১ বলেছেন: আমেরিকার বৈদ্যুতিক ট্রেন চালকদের পদবী হল ইন্জিনিয়ার- যেটা সোনাগাজী ভাই যাচাই করে দেখতে পারেন। তাদের কে ইন্জিনিয়ার বলেই সম্বোধন করা হয়

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৮

শাহ আজিজ বলেছেন: সেতো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার , আর এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৮

সাইবার সোহেল বলেছেন: এদেশে এটা আর এমন কি? আমার এক বন্ধু সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ অনার্স ও মাস্টার্স শেষ করে জনতা ব্যাংকে চাকরি করছে, আর একজন সে পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সে এখন আছে কৃষি ব্যাংকে.. বুঝলেন?? :-B

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪২

শাহ আজিজ বলেছেন: সব্বাই উইঠা পইড়া লাগছে রাষ্ট্রের লাল্বাতি জ্বালানোর জন্য । বি সি এস উঠিয়ে দিয়ে বিষয়ের উপর শর্ট কোর্স বা ডিপ্লোমা করতে হবে ।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৩

কামাল১৮ বলেছেন: আমাদের দেশে উচ্চ শিক্ষিত মানুষ বেশি।তাই সব কাজেই উচ্চ শিক্ষিত মানুষ পাওয়া যায়।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০১

শাহ আজিজ বলেছেন: যাই প্রক্ষালন হইয়া আসি :P

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৪

নেওয়াজ আলি বলেছেন: নোয়াখালীতে পড়েছে । জয় হোক নারীদের সেই যেই হোক।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৪

শাহ আজিজ বলেছেন: কাদেইর‍্যার আত্মীয় হয়নি ?

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: এই ট্রেনে টাট্টিঘর নাই। তাই বড় কাম কইরা পানি ব্যাবহার না কইরা ট্রেন নোংরা করনের খায়েশও অনেকের পূরণ হইবো না। আফসোস! ট্রেনে উঠনের আগেই বড়/ছোট সব কাম সাইরা উঠলে আর সমইস্যা হইবোনা।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৬

শাহ আজিজ বলেছেন: হ্যা খুব ইম্পরট্যান্ট পয়েন্ট , না হাগ্লে জীবন বৃথা ।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৫

সোহানী বলেছেন: না রে ভাই, বেকার সমস্যার এ দেশে কার কি ব্যাকগ্রাউন্ড তা নিয়ে কেউই মনে হয় চিন্তা করে না। পেটে ভাতে একটা চাকুরি যেখানে আসল বিষয়।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৯

শাহ আজিজ বলেছেন: হুম , পেটে ভাতেই আসল ব্যাপার ।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২০

অন্ধঘোড়া বলেছেন: আমার বড় ভাইয়ের সাথে দেশের স্বনামধন্য এক প্রতিষ্ঠানে তার এক বন্ধু ইইই ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন শেষে বিসিএস দিয়ে জজ হয়েছিলো। এই ঘটনা আরো দেড়যুগ আগের এবং এখনো এরকম ঘটনা আশেপাশে প্রায়ই শুনি। জনগণের ট্যাক্সের টাকায় পড়ালেখা করে এদের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ অপচয় হচ্ছে। বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে দেশের মানুষজনের মুখ থেকে যেভাবে লালা পড়ে তাতে অবাক হই না আমি।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫০

শাহ আজিজ বলেছেন: শিক্ষার কত অপচয় ।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৬

জগতারন বলেছেন:
ট্রেন তাও মেট্রো যা চালানো সবচে নিরাপদ সেখানে একজন সম্ভাব্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে
কেন নিয়োগ দেওয়া হল আমার খুব জানতে ইচ্ছে করছে।
এই দেশ ৮ পাশ প্রধানমন্ত্রী পেয়েছে,
বন্দুক চালানো জেনারেল প্রেসিডেন্ট পেয়েছে,
এক ব্যাবসায়ি স্বাস্থ্যমন্ত্রীও পেয়েছে তো আর বাকি রইল কি ?


Hope Less!

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: আমিও আশাহত ।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:১১

হাসান কালবৈশাখী বলেছেন:

হোপলেস হওয়ার কিছু নেই।

সোহানী সঠিক বলেছেন:
এ দেশে কার কি ব্যাকগ্রাউন্ড তা নিয়ে কেউই মনে হয় চিন্তা করে না। পেটে ভাতে একটা চাকুরি যেখানে আসল বিষয়।

সেইম থিং আমেরিকা।
আমেরিকার যে কোন সদ্য পাস করা গ্রাজুয়েট বা ইঞ্জিনিয়ার তার সুইটেবল চাকুরি পাওয়ার আগ পর্যন্ত রেষ্টুরেন্টে বা ওয়ালমার্টের মত যেত যায়গায় শ্রমিকের কাজ করে। বা হঠাৎ বেকার হয়ে গেলেও এসব কাজ করে, এতে সম্মান যায় না।
করোনা কালে বেকার হওয়া বড় বড় এয়ারলাইন্সের পাইলটরা উবার চালিয়ে ফুড ডেলিভারি দিয়ে সংসার চালিয়েছে, এতে কেউ ইজ্জত হারায় নি। নিউইয়র্ক টাইমসে এ নিয়ে একটা ফিচার ছাপা হয়েছিল দেখেছিলাম।

মরিয়ম আফিজা এর চে ভাল সুযোগ পেলে মুভ করবে, সমস্যা কি?
তার ভাল স্কোর থাকলে আমেরিকায়ও তার স্কলারশিপ ফ্রী, প্রতি বছর ৮০০ থেকে ১ হাজার বাংলাদেশী ইনজিনিয়ারিং গ্রাজুয়েট শুধু আমেরিকায়ই চান্স পাচ্ছে।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৮

শাহ আজিজ বলেছেন: পেশা ও পেশাদারীত্বের মর্যাদা দিতে হবে । আমার জুনিয়র বন্ধুরা কেউ আমেরিকায় ডাক্তারি , সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে খুবই ভাল করছে । এরা কেউই বাংলাদেশে শ্রমিক ছিল না । আরেক বন্ধু লেখাপড়া কম ট্যাক্সি চালাচ্ছে , ছেলেকে দিয়ে চালাচ্ছে , এখন তার লিমুজিনের সঙ্খ্যা ৫ খানা । ও জেনে বুঝেই গিয়েছিল যে শ্রম দিয়ে পয়সা কামাতে হবে , তো গেলো ৩০ বছরে বহু কোটি টাকা কামিয়েছে । কামাল সিদ্দিকি তার পি এইচ ডি করার সময় সন্ধ্যারাতে ক্যাফেটেরিয়ার প্লেট ধুতেন , কামাল ভাই বলতেন এটাই আমেরিকার জীবন । কিন্তু আফিজা ছাড়া আর কোন পেশাদার মানুষ পাওয়া যায়নি যাকে একটা চমৎকার জীবন গড়ার সুযোগ দেওয়া যেত ? আফিজা গবেষণায় নিযুক্ত হয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারত ।

আমাদের ওলট পালট জীবনের জন্য রাজনিতির দুবৃত্তায়ন দায়ী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.