নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। দেশে ওমিক্রনের ভয়ংকর সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ শনাক্ত

০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৮





চীন থেকে বাংলাদেশে আসা চারজনের মধ্যে একজনের নমুনায় করোনাভাইরাসের নতুন ধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। এটি ওমিক্রনের ভয়ংকর সাব ভ্যারিয়েন্ট, যা দেশে প্রথম শনাক্ত হলো।গত ২৬ ডিসেম্বর চীন থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এ চারজন। বিমানবন্দরে স্বাস্থ্য স্ক্রিনিংয়ের সময় করোনা লক্ষণযুক্ত মনে হওয়ায় তাদের অ্যান্টিজেন টেস্ট করা হয়।

পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলে মহাখালী ডিএনসিসি হাসপাতালে তাদের আইসোলেশনে পাঠানো হয়। পরে তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য সংগ্রহ করা হলে একজনের শরীরে নতুন এ সাব ভ্যারিয়েন্ট পাওয়া যায়। চীন কেন তার নাগরিকদের পরিক্ষা ছাড়াই এভাবে বিদেশ ভ্রমনের অনুমতি দিচ্ছে । ২৮ তারিখ থেকে আমেরিকা চীন থেকে আসা সব চীনা যাত্রীদের আমেরিকা প্রবেশ নিষিদ্ধ করেছে । বি এফ ৭ খুব বেশি ছোঁয়াচে যা অমিক্রনের একটি সাব ভ্যারিয়েনট ।

আমাদের আবার সময় এসেছে দূরত্ব বজিয়ে , মাস্ক পরে , সাবান দিয়ে হাত ধোয়ার দিন ।

সবাই ভাল থাকুন , টিকা নিয়েছেন? টিকা নিন ।

সময় পত্রিকা থেকে ।।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



চীনা টিকা ছিলো নিম্ন মানের, ইহার স্হায়িত্বকাল ছিলো খুবই স্বল্প সময়ের। চীনের সাথে যোগাযোগ সম্ভব মতো কমিয়ে দেয়ার দরকার।

০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৮

শাহ আজিজ বলেছেন: চীনারা নিজেরািই খুব বেকায়দায় পড়েছে ।

২| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

কামাল১৮ বলেছেন: সুরক্ষা ব্যবস্থা বাড়াতে হবে।মানুষ আর কতো টিকা দিবে।

০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

শাহ আজিজ বলেছেন: বলা হচ্ছে যাদের টিকা নেওয়া আছে তাদের খুব কাত করতে পারবে না তবে তা ছড়িয়ে পড়তে পারে অন্যদের মাঝে ।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ ভোর ৪:০৩

ফেরদৌসী মাসুদ বলেছেন: রাশিয়া ইউক্রেনে কতদিন করোনা ছিল?

০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৯

শাহ আজিজ বলেছেন: সঠিক সঙ্খ্যা বলতে পারব না তবে আক্রান্ত হয়েছিল বেশ । কষ্ট করে গুগল করুন ।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৭

মিরোরডডল বলেছেন:
হোয়াট এ ব্যাড নিউজ!
আবার?

০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫০

শাহ আজিজ বলেছেন: বেইজিং এ বেশ কজন মারা গেছে । আমাদের দেশে সহনশীল মাত্রায় ছিল কিন্তু আসার সময় বিমানের মধ্যে কজন যে সংক্রামিত হয়েছে খোদা জানেন ।

৫| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯

মিরোরডডল বলেছেন:
সবাই হয়তো মারা যায়না কিন্তু ভিকটিমের যে ভোগান্তি হয় সেটা অসহনীয়।
শুরুতেই কন্ট্রোল করতে হবে যেন স্প্রেড না করে।

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৯

শাহ আজিজ বলেছেন: আগের মতই কঠিন বিধি নিষেধ পালন করতে হবে কারন এই ভ্যারিয়েনট টি সংক্রমনের ব্যাপারে ৪ গুন শক্তিশালি ।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: টিকা নিয়েছি সিনোফার্মা। কাজেই ভয় আমার কিছুটা কম।

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৫

শাহ আজিজ বলেছেন: চীনা টিকা মানসম্মত নয় বলে খবর চাউর হয়েছে । ফাইজার ভাল , নিরাপদ ।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: চীনের মানুষ এবং পণ্য সাময়িক সময়ের জন্য বর্জন করা উচিৎ । আর মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদির সঠিক ব্যবহার দরকার।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: সহমত ।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

হাসান জামাল গোলাপ বলেছেন: আবার মাস্ক পড়া শুরু করেছি।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৬

শাহ আজিজ বলেছেন: সবাইকেই পরতে হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.