নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ

১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৬



আমরা অনেক বিষয় জানি না বা তা উচ্চারিত হয়না বিবিধ কারনে । জিন্নাহর পরিবার যে মৎস্য ব্যাবসা থেকে এসেছে এটা জানতাম তবে তারা ধর্মান্তরিত হয়েছিলেন এটা জানতাম না । মাছের ব্যাবসা থেকে কাপড়ের ব্যাবসায় নেমেছিলেন তারা । এই লেখাটি Bakul Rani Biswas এর পেজ থেকে নেওয়া । আমরা জিন্নাহর পিছনে ২৩ বছর দৌড়েছি অতঃপর দিক বদল ।

এরকম ঐতিহাসিক লেখা পেলে ছাপিয়ে দেব , বিরক্ত হবেন না ।
---------------------------------------------------------------------------------



ভারতের গুজরাট রাজ্যের পানেলি মতি গ্রামে মেঘজিভাই ঠাকুর নামে এক ব্রাক্ষণ মাছ ব্যবসায়ী ছিলেন। সমুদ্রপাড়ের শহর। মাছের ব্যবসাপাতি ভালোই চলছিলো। রুজি রোজগার বেশ।
এসব দেখে হঠাৎ বাধ সাধলো লোকাল পুরোহিতরা। ব্রাহ্মণ কিভাবে মাছের ব্যবসা করে ! এজন্য অনেকটা হুট করেই মাছ ব্যবসা আর আমিষ গ্রহণের অজুহাতে সপরিবারে সেই ব্রাহ্মণকে তারা সমাজচ্যুত করেন সমাজপতিরা। ধোপা-নাপিত বন্ধ। পূজা আর্চণা-সামাজিক নিমন্ত্রণ বন্ধ।
এভবে চলতে থাকলে একসময় সেই ব্রাক্ষণ মাছের ব্যবসা বন্ধ করে দিয়ে আবার তার বর্ণে ফিরে আসার চেষ্টা করলেন, তবুও বাকিরা তাকে অচ্ছুৎ করে একঘরে ফেলে রেখে দিলো।
ফলস্বরূপ, সেই ব্রাহ্মণের পুত্র পুঞ্জলাল ঠাকুর এইসব অবমাননায় এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি নিজে সহ তাঁর চার ছেলেকে নিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং বোম্বেতে স্থায়ীভাবে চলে আসেন।
এই পুঞ্জলাল ঠাকুরের মেজো ছেলের সাথে আমরা পরিচিত। তিনি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ।
তবে এই লেখাটা মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে না। জিন্নাহর একমাত্র উত্তরাধিকার, তার মেয়ে দিনা জিন্নাহকে নিয়ে।
জিন্নাহ নিজে বিয়ে করেছিলেন এক পার্সী রমনী রতনবাঈকে। তাদের একমাত্র কন্যা দিনার জন্ম ১৯১৯ সালের ১৫ই আগস্ট। ঠিক ভারত-পাকিস্তানের ভাগের দিন এবং গণিতের হিসেবে দেশভাগের আটাশ বছর আাগে।
১৯৩৮ সালে এক পার্সি যুবকের প্রেমে পড়েন উনিশ বছর বয়সী দিনা। নিজে অমুসলিম বিয়ে করলেও একমাত্র মেয়ে এক অমুসলিমকে বিয়ে করবে এইটা কখনোই মেনে নিতে পারেননি কায়েদে আজম।
পাকিস্তানের সর্বেসর্বা হতে চলছেন তিনি, ক্ষমতার মোহে বিভোর সবকিছু। তবে মেয়ে ছিলেন অনড়। বাবার নিষেধ সত্ত্বেও তিনি পার্সী- বংশোদ্ভূত ভারতীয় নেভিল ওয়াদিয়াকে বিয়ে করেন।
১৯৪৩ সালে তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে একমাত্র ছেলেকে নিয়ে বোম্বেতে নিজের পিতামহের বানানো পৈত্রিক নিবাসে বসবাস শুরু করেন।
এরপর কালে কালে দেশ ভাগ হয়। এপারের মানুষ ওপারে যায়, ওপারের মানুষ এপারে। জিন্নাহ তখন পাকিস্তানের গর্ভনর জেনারেল। প্রবল পরাক্রমশালী ব্যক্তি। মেয়েকে বললেন তার কাছে চলে আসতে করাচিতে। তখন মেয়ে বাবাকে প্রশ্ন করেন- "আমার মায়ের কি হবে ? তুমি কি মায়ের কবর বোম্বে থেকে পাকিস্তানে নিয়ে যেতে পারবে?"। স্পষ্ট জানিয়ে দেন বাবাকে যে ভারতেই থাকছেন তিনি। আমৃত্যু বলে গিয়েছেন- Bombay is my city.
হ্যা দিনা গিয়েছিলেন পাকিস্তানে একবার। ১৯৪৮ সালে। পিতার শেষ্যকৃতি অনুষ্ঠানে। এরপর আর যান নি। ব্যবসাপাতিতে মন দেন। শক্ত হাতে হাল ধরেন।
আজও ভারতের অন্যতম শীর্ষ ধনী নাসলি ওয়াদিয়া। দিনা জিন্নাহর ছেলে, মোহাম্মদ আলী জিন্নাহর নাতি। নাসলি ওয়াদিয়ার দুই সন্তান- জাহাঙ্গীর এবং নেস। বর্তমানে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া।
ভাগ্যের এক নির্মম পরিহাস- লড়কে লেঙ্গে পাকিস্তান আদায় করে নেওয়া জিন্নাহর সব উত্তরাধিকারই ভারতীয় নাগরিক, পাকিস্তানে কেউ নেই।

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৫

সোনাগাজী বলেছেন:



ইন্তারেষ্টিং কাহিনী

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩২

শাহ আজিজ বলেছেন: আজকাল অপরিচিত কারা যেন ফেসবুকে অসাধারন অজানা কাহিনী ছাপছে । উপকার হল আমিও জানলাম , আপনারাও জানলেন । কেন জেনা ভাই মুসলিমদের জন্য আলাদা ভূখণ্ড চেয়েছিলেন পরিস্কার হয়েছে ব্যাপারটা ।

২| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাগ্যের কী নির্মম পরিহাস!!

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: হুম আসলেও তাই ।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৩

শেরজা তপন বলেছেন: অদ্ভুত ভিন্ন রকমের এক কাহিনী শুনলাম। এমন লেখা শেয়ার করলে খুশী হব।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ শেরজা ।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৩

গেঁয়ো ভূত বলেছেন: কি শুনাইলেন! ঘটনা হাচানি?

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪

শাহ আজিজ বলেছেন: হাচা । আমি একটু জানতাম আজ ক্লিয়ার হল ।

৫| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০১

শাহিন-৯৯ বলেছেন:


আগে পড়া ছিল। আমার ও তখন বেশ ইন্টারেসিং লেগেছিল কিছু্টা অবিশ্বাস হয়েছিল।

গান্ধীরজির এক ছেলেও নাকি রাগে ইসলাম ধর্ম গ্রহন করেছিল দুই বছর পরে নাকি আবার স্বধর্মে ফিরে গিয়েছিল?

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: হা হা হা । গান্ধীজী সর্বধর্মে বিশ্বাসী ছিলেন ।

৬| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৩

অনল চৌধুরী বলেছেন: পাকি সৃষ্টির মুল কারণ অর্থনৈতকত ও রাজনিতক আধিপত্য বিম্তার।
মুসলমানদে রউপর বর্ণহিন্দুদের অত্যাচারের ফলে সৃষ্ট ক্ষোভকে সুুচতুরভাবে ব্যাবহার করে যেটাকে সফল করা হয়েছিলো্।
কারণ ধর্মের পরিবর্তে জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র সৃষ্টির মানসিকতা এক বাংলাদেশের লোকজন ছাড়া ভারত বা পাকিদের কেউ দেখাতে পারেনি।
মদখোর,নিকৃষ্ট মিধথ্যাবাদী আর প্রতারক একটা লোক, যার চরিত্রে ধর্মের লেশমাত্রও ছিলোনা, তাকেই তার চেয়েও আরো নষ্ট লোকজন বানিয়েয়েছে মুসলিম রাষ্ট্রের পিতা !!!!!
জনগণ যেমন হয় নেতাও তেমনই হয়, এবং এটাই স্বাভাবিক।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৮

শাহ আজিজ বলেছেন: :P আল্লা ছিঃ ছিঃ , হেসে নিলাম বেশ ।

৭| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৪

শাহিন-৯৯ বলেছেন:

কারণ ধর্মের পরিবর্তে জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র সৃষ্টির মানসিকতা এক বাংলাদেশের লোকজন ছাড়া ভারত বা পাকিদের কেউ দেখাতে পারেনি।????

জনাব অনল চেীধুরি, পাকিস্থার সৃষ্টি না হলে বাংলাদেশ কি কখনো আলাদা রাষ্ট হিসাবে জন্ম নিতো? তখন ভারতবর্ষের জনসংখ্যা প্রায় চল্লিশ কোটি মত, দশ কোটিরও কম মুসলিম জনসংখ্যা, মুসলিমরা কি কখনো কংগ্রেসে দাঁড়াতো পারতো? বাধ্য হয়ে দ্বিজাতি তত্ব মুসলিমরা সমর্থন দিয়েছিল বেশি।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: @অনল চৌধুরী

৮| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৭

শাহিন-৯৯ বলেছেন:

গান্ধীজী সর্বধর্মে বিশ্বাসী ছিলেন ।
নতুন একটি সত্য জেনে নিলুম। হাহাহা।
ব্লগে আসলেই জ্ঞানীদের বসবাস।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: টিটকারি দিলেন ? :(

৯| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩২

জুল ভার্ন বলেছেন: জানতাম.... এই বিষয় নিয়ে কয়েক বছর আগের আমারও একটা পোস্ট আছে....

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: বেশ , খুব ভাল । আমি নিত্য খুজি আমরা কেন ভারত ভাংলাম? এর জন্য যখন যা পাই পড়ে ফেলি ।

১০| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮

অনল চৌধুরী বলেছেন: জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলা স্বাধীন করা সম্ভব হবে না বুঝতে পেরেই পেরেই বাংলার বাঘ ফজলুল হক ১৯৪০ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেচিলেন, যেখানে ভারতের পশ্চিম আর পূর্বের মুসলিম প্রধান অঞ্চলগুলি নিয়ে দুইটিা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছিলো।
এর মাধ্যমে বাংলা স্বাধীন হলে জাতীয়তাবাদ এবং ধর্ম -দুই উদ্দেশ্যই সফল হতো।
কিন্ত প্রতারক জিন্নাহ সেই প্রস্তাবকে ছিনতাই করে বানিয়েছে পাকিস্তান প্রস্তাব, যার নামেও বাংলার কোনো অস্তিত্ব ছিলোনা।
সেই সময় বাংলার কিছু নেতা চাইলেও স্বাধীন কাংলা প্রতিষ্টা করতে পারেননি।
তাই শেষ পর্যন্ত বর্ণহিন্দুদের খপ্পর থেকে বাচার জন্য পাকিতে গিয়েছিলেন।
জিন্নাহ যে মদ আর শুওরখেকো ছিলো এটা জানেন ?
নাকি সেটাও জানেনা ????

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪২

শাহ আজিজ বলেছেন: পিগ আর ওয়াইন না পেয়ে ১ বছরেই কুপোকাত ।

১১| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৩

অনল চৌধুরী বলেছেন: আমি নিত্য খুজি আমরা কেন ভারত ভাংলাম? -ভারত বলে কেোন রাষ্ট্র কি এই অঞ্চলের জনগণ কোনোদিন স্বেচ্ছায় গঠন করেছিলো??
রামায়ণ , মহাভারত,চন্দ্রগুপ্ত, অশোক আর তার পরে আফগান-তুর্কি সুলতান, মোগল এবং বৃটিশরা শক্তির জোরে এই অঞ্চলকে এক রেখেছিলো।
মুসলমানরা এক ভারত বলতো না, বলতো হিন্দুস্তান।
আর বৃটিশরা গ্রীকদের মতোই বলতো ইন্ডিয়া।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২০

শাহ আজিজ বলেছেন: আমরা হাজার বছরের চৈনিক ইতিহাসে মংজালা বা বাংলা পাই । বাংলা ইতিহাসে অনেক আগেই ছিল ছিল না পাকিস্তান , ইন্দু বা সিন্ধ ছিল ।

১২| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৪

শাহিন-৯৯ বলেছেন:

জিন্নাহ যে মদ আর শুওরখেকো ছিলো এটা জানেন ?
ব্যাক্তিগত বিষয় এখানে আলোচনা করছেন? নারীবাজী আর মদখোর বাদ দিলে কয়টা পুত পবিত্র নেতা পাবেন?

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: আপনি আলাদা একটা পোস্ট লিখুন তাতে আপনার ভিতরে লুকিয়ে থাকা পাকি ভুতটা বেরিয়ে আসবে ।

১৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৫

অনল চৌধুরী বলেছেন: ১০ নং মন্তব্য শাহীন ৯৯ কে করেছি।
তবে যুক্তি থাকলে যে কেউ উত্তর দিতে পারেন।

১৪| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫০

অনল চৌধুরী বলেছেন: ব্যাক্তিগত বিষয় এখানে আলোচনা করছেন? নারীবাজী আর মদখোর বাদ দিলে কয়টা পুত পবিত্র নেতা পাবেন? -এটা কোনোভাবেই ব্যাক্তিগত বিষয় না।
একজন নাস্তিক এসব করতে পারে। কিন্ত যে লোক ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সে মদ আর শুওর খাওয়ার মতো এতোবড় ধর্মবিরোধী কাজ করলে তাকে নিকৃষ্ট ধর্ম ব্যাবসায়ী আর ভন্ড মোনাফেক ছাড়া কিছুই বলা যায়না।
পাকিস্তানের ইয়াহিয়া ভুট্টো বেনজির নেওয়াজ ইমরান -সবাই একেটা জঘন্য ধর্ম ব্যবসায়ী, ভন্ড-মোনাফেক।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৭

শাহ আজিজ বলেছেন: মদ , নারী , শুকর খাওয়ার অভ্যাস কোন ব্যাক্তিগত বিষয় নয় ।

১৫| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪০

অনল চৌধুরী বলেছেন: বাংলা ইতিহাসে অনেক আগেই ছিল। ছিল না পাকিস্তান , ইন্দু বা সিন্ধু ছিল - তাহলে আর ভারত ভাঙ্গা বলার সুযোগ কোথায়? ভেঙ্গেছে বৃটিশদের শাসন করা এলাকা।
উয়ারী-বটেশ্বর সভ্যতার বয়স সাড়ে ২৫০০ বছরের বেশী।
মহাভারতে বাংলার রাজাদের উল্লেখ আছে।
প্লিনি প্লুটার্ক ও পেরিপ্লাসও এর উল্লেখ করেছিলেন।

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৯

শাহ আজিজ বলেছেন: সহমত । বাংলার ইতিহাস অনেক প্রাচীন ।

১৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৪

কামাল১৮ বলেছেন: জিন্নাহ সুন্নি মোসলমান না।পাকিস্তান স্বাধীন হবার পর যেদিন প্রথম শুক্রবার সে দিন লিয়াকত আলী খান বলেন,চলেন জুম্মার নামাজ পড়ে আসি।জিন্নাহ বলেন,আমিতো সুরা কেরাত নামাজ কিভাবে পড়তে হয় কিছুই জানি না।লিয়াকত আলী খান বললেন ,কোন সমস্যা নাই ,আপনি আমার পাশে দাঁড়াবেন আমি যা যা করি আপনি তাই করবেন।আসলে তারা ছিলো কাদিয়ানী মুসলমান।সারাদিন তার হাতে থাকতো মদের গ্লাস।নেহেরুর সাথে বনিবনা না হওয়ায় কংগ্রেস ছেড়ে মুসলীম লীগে যোগদেন।
অনেক দিন আগে পড়া।তথ্য চাইলে অনেক পরিশ্রম করে দিতে হবে।

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । দুই ব্যারিস্টার এর কোন্দলে দুই রাষ্ট্র সংগঠিত হয়েছে । গান্ধী ট্রেনে ধাক্কা খেয়ে প্লাটফর্মে না লুটালে আজ ইতিহাস অন্যরকম হত । গান্ধী নিজেকে ইংলিশদের মত অভিজাত মনে করতেন । ধাক্কা খেয়ে হুশ ফিরল ম্যায় তো নেটিভ ইন্ডিয়ান হু । অবশেষে নেংটি পরে ধোঁকাবাজি শুরু করলেন । আর জেনা ভাই ব্রাহ্মণ এর তিলক মুছতে মুছতে কপাল ক্ষয় করে ফেললেন । সে হিসাবে আমাদের শেখ সাহেবের একটা বিপ্লবী মূর্তি তৈরি হয়ে গিয়েছিল সবার ভিতরে । তার কণ্ঠের যাদু নিয়ে আমায় এক ব্রিটিশ খুব গর্বের সাথে বলেছিল যে তোমরা একজন বিপ্লবী নেতা পেয়েছ কিন্তু তার প্রশাসনিক জ্ঞ্যান ছিল শুন্য ।

১৭| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:৪৫

নেওয়াজ আলি বলেছেন: আজই জানা হলো এই বিখ্যাত লোকের অনেক কিছু। আপনার লেখা দেখে পড়লাম সময় নিয়ে

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: অনেক বই আছে এদের নিয়ে যা পড়লে অনেক বিসয়ই জানা যায় ।

১৮| ১১ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:



ইতিহাস বড়ই নির্দয়, অনেক অপ্রিয় সত্য ইতিহাস
লোক সমুখ্যে চলে আসে, যা মেনে নিতে অনেকের
জন্য কষ্টদায়ক হয় । তবু সত্যিকার ইতিহাস যত
নির্মমই হোক মেনে নেয়া ছাড়া উপাই থাকেনা ।

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৬

শাহ আজিজ বলেছেন: কোন রাজনিতিককে আমরা কখনো পুত পবিত্র মনে করিনা । প্রত্যেকের ভেতরে একটা ধেড়ে শয়তান লুকিয়ে থাকে । আমি পাকিস্তানী আর ইন্ডিয়ানদের সাথে অনেক ঘনিষ্ঠ ছিলাম বিধায় আমাদের এইসব বিষয়ের কাটাছেড়া অহরহ চলতেই থাকত । আমরা গল্প করার সময় মনে হতই না আমরা বিভক্ত রাষ্ট্রের নাগরিক ।

১৯| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ যেমন কাঁচা চামড়া ও ফুলের ব্যবসা করেছেন। ব্যবসায় লস খেয়েছেন। অনেক টাকা ঋণের মধ্যে পড়েছেন।
জিন্না সাহেব কি ভাল মানুষ ছিলেন?

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২৪

শাহ আজিজ বলেছেন: আমি কোথাও বলেছি জিন্নাহ ভাল মানুষ ?

২০| ১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: হাঁ পড়েছিলাম। কারন আমার প্রিয় নায়িকা প্রিতি জিনটার সাথেই নেস এর এ্যাফেয়ার ছিল। মায়ের আদেশে সম্পর্ক শেষ করে নেস, জিন্নাহর নাতি।.....

তবে আপনি ঠিকই বলেছেন, সে দিন গান্ধিজি ধাক্কা না খেলে হয়তো অনরকম হতো অথবা তাদের নিজেদের ক্ষমতা ভাগাভাগিতে কামড়া কামড়ি না হলে ভারতবর্ষ এর চেহারাও হয়তো ভিন্ন হতো..........।

যত বয়স বাড়ছে তত সবার অন্ধকার চরিত্রগুলো বুঝতে পারছি। বিশেষকরে গান্ধিজিকে নিয়ে আমি অনেকটাই ধাক্কা খেয়েছি।

১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

শাহ আজিজ বলেছেন: তো ইয়ে হ্যায় প্রিতি জিন্তাকো পেয়ারে নেস , মেরা দুষমন ।



ধন্যবাদ সোহানী ।

২১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৩

ঢাকার লোক বলেছেন: Bakul Rani Biswas এর লেখার
" সেই ব্রাহ্মণের পুত্র পুঞ্জলাল ঠাকুর এইসব অবমাননায় এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি নিজে সহ তাঁর চার ছেলেকে নিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং বোম্বেতে স্থায়ীভাবে চলে আসেন।
এই পুঞ্জলাল ঠাকুরের মেজো ছেলের সাথে আমরা পরিচিত। তিনি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ।"
"Jinnah was the eldest of seven children of Jinnahbhai Poonja, a prosperous merchant, and his wife, Mithibai. His family was a member of the Khoja caste, Hindus who had converted to Islam centuries earlier" (Encyclopedia Britannica)
মিল আছে বলেতো মনে হচ্ছে না!

১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

শাহ আজিজ বলেছেন: আমি আগেও পড়েছি এদের কাহিনী কিন্তু ধর্ম ত্যাগের কাহিনী কেটে ছেঁটে । তারা সুরাটে বড় কাপড়ের দোকান দিয়েছিল । এবার বকুলের লেখায় ব্রাহ্মণ ত্যাগ করে মুস্লিম হওয়াটা নতুন পেলাম । অনেক সময় ইতিহাস পাশ কাটিয়ে লেখা হয় , কেন , জানিনা ।

২২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৫

ঢাকার লোক বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.