নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে মায়ের জয় হল । শিক্ষার্থীদের ফরম পূরণে সন্তানের অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে কারও বাবা না থাকলে কিংবা ইচ্ছাকৃতভাবে বাবার পরিচয় ব্যবহার করতে না চাইলে মা কিংবা আইনিভাবে অন্য কোনো অভিভাবকের নাম যুক্ত করা যাবে। ২০০৭ সালের এপ্রিল মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থী তথ্য ফরমে অত্যাবশ্যকীয়ভাবে বাবার নাম পূরণ করতে না পারার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী ঠাকুরগাঁওয়ের এক তরুণীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায়। উল্লেখ্য যে, মা ও সন্তানকে কোনোরূপ স্বীকৃতি না দিয়ে বাবার চলে যাওয়ার পর ওই তরুণী তার মায়ের একার আদর স্নেহে বড় হয়েছিলেন। যদিও ২০১০ সালের দিকে পাসপোর্টে মায়ের নাম সংযুক্ত হয়েছে । অর্থাৎ আমরা একদম নিস্ক্রিয় বসে ছিলাম না । আরবের মুস্লিম রাষ্ট্রগুলো বাবার পাসপোর্টে ১২র অধিক নয় এমনি বয়েসি সন্তানদের যুক্ত করে দিত ।
সন্তানের পরিচয় মায়ের নামেই হোক এমনটি যারা চাইতেন তাদের জয় হল ।
এবার কন্যা পুত্রের সমান সম্পত্তি পাবে বিষয়টি সুরাহা হোক ।
৭১
২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০২
শাহ আজিজ বলেছেন: হুম , সবখানেই মাকে নিয়ে একটা দন্ধ লাগিয়ে রেখেছিল শরিয়াহ ।
২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩০
কামাল১৮ বলেছেন: আমরা অনেক দেরিতে বুঝি।ধর্মান্ধতী দুর হতে আরো অনেক সময় লাগবে।
২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০১
শাহ আজিজ বলেছেন: আমাদের রাজনিতিক আর সেনাবাহিনী এক অদ্ভুত ধর্মাশ্রয়ী নীতিতে আচ্ছন্ন যা দূর করা মুশকিল ।
৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর একটা রায় হলো।
তবে নারী যদি সম্পদে সমান অধিকার পায় তবে নারী ঠকবে। ইসলামি বিধানে নারী আট জন থেকে সম্পদের ভাগ পেয়ে থাকে।
২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২০
শাহ আজিজ বলেছেন: বদলাতে হবে পুরাতন আরবিয় নিয়ম ।
৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১২
নতুন বলেছেন: এবার কন্যা পুত্রের সমান সম্পত্তি পাবে বিষয়টি সুরাহা হোক ।
এটা নিয়ে সমস্যা হবে। কারন পুরুষেরা চাইবেনা তাদের ভাগ কমে যাক। ধর্মের অযুহাতে এই আইনের জোড়ালো বিরোধিতা হবে আমাদের দেশে।
ছেলে না থাকলে আগে বাবা মারা গেলে মেয়েরা ছেলেদের মতন ভাগ পায় না বরং বাবার সম্পত্তি চাচদের কাছে সম্পত্তি চলে যায়, মেয়ে সম্পত্তি বেশি পায় না। এই আইনেরও পরিবর্তন দরকার। ইন্দেনেশিয়ার আদালত ছেলের মতন মেয়েদের ভাগ দিনে একটা রায় দিয়েছে কিছু দিন আগে।
২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৬
শাহ আজিজ বলেছেন: আমি ইন্দোনেশিয়ার রাস্তা ধরে এগুতে চাইছি । আমার বাবা একজন আলেম হয়েও তার এক কন্যার জন্য আমাদের তুলনায় দ্বিগুণের বেশি সম্পত্তি দিয়েছেন । আমি আমার সম্পত্তি সমান দুইভাগে কন্যা ও পুত্রকে দেবার প্রতিশ্রুতি দিয়েছি । সম্পদ আমার সিদ্ধান্ত আমার ।
৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৪
সোনাগাজী বলেছেন:
@সামিউল ইসলাম বাবু,
মেয়ে বাবার সম্পত্তি পাচ্ছে না ঠিক মতো, ৮ জন থেকে পাবে?
৮ বিয়ে বসলেও ৮ জন থেকে পাবে না, আপনি ডোডো রাজ্যের স্বপ্ন দেখছেন?
২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩০
শাহ আজিজ বলেছেন: দেড় হাজার বছর আগের উৎকট বাতিল আইন ছুড়ে ফেলে দিন বুড়িগঙ্গায় ।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: মোল্লা বরাবরই প্রগতিশীল শিক্ষার বিপক্ষে। মোল্লাদের কথা অনুযায়ী চললে এখনো বিদ্যুৎ আবিস্কার হতো না।
২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩১
শাহ আজিজ বলেছেন: চেরাগে জীবন চলত ।
৭| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪
নতুন বলেছেন: আমিও আমার বোনকে সমান সম্পত্তি দেবার চেস্টাই করবো । আশা করি ছোট ভাই অমত করবেনা।
২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: হুম , ওয়েলকাম ।
৮| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:১১
নেওয়াজ আলি বলেছেন: ভালো সিদ্ধান্ত । দেখা যাক ভবিষ্যতে কেমন হয়।
২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: আমরা দেখব , অপেক্ষা করব ।
৯| ২৫ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৪৫
কামাল১৮ বলেছেন: এই দাবিটি অর্জিত হয়েছে নারীবাদিদের কারনে।
২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০০
শাহ আজিজ বলেছেন: সহমত
১০| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:০৩
হাসান জামাল গোলাপ বলেছেন: ধন্যবাদ যারা এই কেইসটাকে এগিয়ে নিয়েছেন।
২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০১
শাহ আজিজ বলেছেন: হুম , তারা ধন্যবাদ পাবার যোগ্য ।
১১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৭
সোহানী বলেছেন: চমৎকার একটি নিউজ। আমিও আশা করছি একদিন সমান সমান ভাগের আইন হবে।
২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: আমরা জেগে উঠেছি বলেই মা তার অধিকার পেল , সমান ভাগও পাবে ।
১২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬
কালো যাদুকর বলেছেন: এতদিন ছিল না কেন ,সেটাই বুঝলাম না।
২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৯
শাহ আজিজ বলেছেন: রাষ্ট্র ব্যাবস্থা তেমনটি ছিলনা । নারী পর্দার আড়ালে থাকবে এটাই ছিল মুল থিম । জোরে সোরে কেউ উদ্যোগ নেয়নি বলেই হয়নি ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
সোনাগাজী বলেছেন:
ধর্ম নিরপেক্ষ দেশ, প্রসাশন শরিয়া আইনে সম্পত্তি ভাগ করে; এরা অবশ্যই লিলিপুটিয়ান।