নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ঢাকা আর্ট সামিট

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০২








ঢাকা আর্ট সামিট সামদানি ফাউনডেশনের একটি একক উদ্যোগ । শিল্পকলা একাডেমীতে গৃহচ্যুত মানুষদের প্রতিষ্ঠান আই ও এম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং বেশ কয়েকটি রাষ্ট্র ও শিল্প প্রতিষ্ঠান এর সহযোগিতায় রোহিঙ্গা বাস্তুচ্যুত মানুষদের শিল্পকর্ম ও স্থাপনার আজ শেষ দিন । প্রচুর দর্শকদের ভিড়ে গতকাল দেখলাম প্রদর্শনীটি । চমৎকার এবং নান্দনিক ভিন্ন উপস্থাপনায় প্রদর্শনীটি সবার নজর কেড়েছে । Click This Link বিস্তারিত অনেক কিছুই এই লিঙ্কে পাওয়া যাবে । কিছু ছবি তুলেছিলাম যা ব্লগারদের জন্য ছেপে দিলাম ।





























আরেকটি লিঙ্ক Click This Link

ছবি- শাহ আজিজ
















মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:




আপনি গিয়েছিলেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

শাহ আজিজ বলেছেন: হুম , জী , পরে ফিল করলাম আমার ভাঙ্গা হাঁটু সাপোর্ট দিচ্ছে না , ভেগে চলে এলাম ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি ২য় ঢাকা আর্ট সামিট-এর লজিস্টিকস কোওর্ডিনেওটর ছিলাম।

এবারেরটা মিস করলাম। আপনার মাধ্যমে একটু দেখা হয়ে গেলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

শাহ আজিজ বলেছেন: ভেরি গুড । আমরা গর্বিত আপনাকে নিয়ে । ফেসবুকে আসুন আলাপ হবে ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

কামাল১৮ বলেছেন: ভাঙ্গা হাটু নিয়ে গিয়ে আমাদের দেখার ব্যবস্থা করে দিলেন এই জন্য ধন্যবাদ।ভাঙ্গা হাটুই খাদে পড়ে,সাবধান থাকবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: হুম , হয় কন্যা নাহয় জামাই আমায় গার্ড দেয় বাইরে গেলে । লাঠি তো থাকেই ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩

শিশির খান ১৪ বলেছেন: আমিও গেসিলাম ভাই এতো মানুষ দেইখা মাথা খারাপ হয় গেছে। দুনিয়ার মানুষ গেছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৭

শাহ আজিজ বলেছেন: কোন এক্সিহিবিশনে এত দর্শক দেখি নাই । গোল্ডেন হারভেসট আইটেম খান নাই । আমরা কাজির চমৎকার দুধ চা দিয়ে খেয়েছি ।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫০

সোহানী বলেছেন: মানুষ এ বিষয়গুলো নিয়ে উৎসাহিত, এটা আমার খুব ভালো লাগছে। এতে যত মানুষ পৈাছাবে মোল্লাদের মোল্লাগিরিতে ভাটা পড়বে..........

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৭

শাহ আজিজ বলেছেন: আসলেই মানুষ জানতে চায় তাদের সাংস্কৃতিক পরিধি , জীবন যাপন , অভ্যাস ইত্যাদি । রোহিঙ্গারা আমাদের চোখে ঠগ , মাদক চোরাচালানি হিসাবেই লালিত । এত মানুষ তাদের আলাদা জীবনকে জানতে পারল এবং পরিবর্তন হল তাদের বাজে ভাবনা । তাদের সাংস্কৃতিক পরিচয় যেন মুছে না যায় সে জন্যই এই বিশাল উদ্যোগ । আমি কোন কাঠ মোল্লাকে প্রদর্শনীতে দেখিনি ।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৬

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় সুন্দর
মুগ্ধতা অপরিসীম
শুভকামনা অবিরত।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২

অনামিকাসুলতানা বলেছেন: সোহানী বলেছেন: মানুষ এ বিষয়গুলো নিয়ে উৎসাহিত, এটা আমার খুব ভালো লাগছে। এতে যত মানুষ পৈাছাবে মোল্লাদের মোল্লাগিরিতে ভাটা পড়বে.......
এক মত।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৫

শাহ আজিজ বলেছেন: আমরাও একমত ।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঘরে বসেই দেখে নিলাম।
আপনি একটানা বেশিক্ষন হাঁটবেন না। তাতে সমস্যা বাড়বে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩২

শাহ আজিজ বলেছেন: হুম , ভাল উপদেশ ।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭

মিরোরডডল বলেছেন:



শেয়ার করার জন্য থ্যাংকস।
ভিন্নরকম দারুন কিছু কাজ দেখলাম, ইম্প্রেসিভ!
তাদের জন্য অভিনন্দন।


১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.