নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোমবার সকালে অতি সন্তর্পণে এবং সবার নজর এড়িয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ঝটিকা সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেন যুদ্ধের বছরপূর্তির আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের আকিস্মিক এই সফর বিশেষ তাৎপর্য বহন করে।
বাইডেনের এই সফরের কথা নাকি কাকপক্ষীতেও টের পায়নি! প্রশ্ন উঠছে আধুনিক এ জমানায় কীভাবে সবার নজর এড়িয়ে জেলেনস্কির দেশে প্রবেশ করলেন বাইডেন?
তবে বিষয়টি খোলাসা করেছে হোয়াইট হাউস। অনাকাঙিক্ষত দুর্ঘটনা এড়াতে বাইডেনের কিয়েভ সফরের কয়েক ঘণ্টা আগে তা জানানো হয়েছে রাশিয়াকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার ভোর ৪টার দিকে সবার নজর এড়িয়ে আমেরিকার বিমানবাহিনীর একটি বোয়িং ৭৫৭ বিমানে চড়ে ইউক্রেনের উদ্দেশে রওনা দেন ৮০ বছর বয়সি শীর্ষ ডেমোক্র্যাটিক নেতা৷
তার সঙ্গে ছিলেন দুই নিরাপত্তাকর্মী, চিকিৎসকদের একটি ছোট দল, ঘনিষ্ঠ কয়েক জন উপদেষ্টা এবং দু’জন সাংবাদিক।
বাইডেন যে বিমানে চেপে গিয়েছিলেন তা সি-৩২ নামেও পরিচিত। তুলনামূলকভাবে আয়তনে ছোট বিমানটি সাধারণত আন্তর্জাতিক ভ্রমণে ব্যবহার করা হয়।
সাধারণত যেখান থেকে বাইডেন আন্তর্জাতিক যাত্রার সময় বিমানে চড়েন, সেখান থেকে বেশ খানিকটা দূরে এই বিমান দাঁড় করানো হয়েছিল। যাতে বাইরে থেকে ওই বিমানে বাইডেনের উপস্থিতি কেউ ঘুণাক্ষরেও টের না পান, তার জন্য প্রতিটি জানালার ঝাঁপও ফেলে দেওয়া হয়েছিল।
বাইডেন সাধারণত যখন বিদেশ সফরে যান, তখন সঙ্গে রেডিও, টেলিভিশন, খবরের কাগজ মিলিয়ে অন্ততপক্ষে ১৩ জন সাংবাদিকের একটি দল সঙ্গে যায়।
কিন্তু সোমবার কিয়েভ সফরে একজন চিত্রগ্রাহক এবং একজন সাংবাদিক ছাড়া কাউকে নিয়ে যাওয়া হয়নি।
বাইডেনের সঙ্গে সফরে থাকা সাংবাদিক সাবরিনা সিদ্দিকী জানিয়েছেন, তাকে এবং একজন চিত্রগ্রাহককে রোববার রাতেই ডেকে পাঠানো হয়েছিল।
তারা যেতে সম্মতি প্রকাশ করার পর তাদের ফোন জব্দ করে নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, প্রেসিডেন্ট যতক্ষণ না ফিরে আসছেন, ততক্ষণ তারা ফোন পাবেন না।
প্রথমে প্রেসিডেন্ট বাইডেনসহ বাকিদের নিয়ে ওয়াশিংটন থেকে জার্মানির রামস্টেইনে উদ্দেশে রওনা দেয় বিমান। সেখান থেকে প্রসিডেন্টকে নিয়ে যাওয়া হয় পোল্যান্ড।
বিমানটি অবতরণ করে পোল্যান্ডের রজেসজো-জাসিওনকা বিমানবন্দরে। সেখান থেকে একটি এসএইভি গাড়িতে আমেরিকার প্রেসিডেন্টকে স্টেশনে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই গাড়ি ছিল কালো কাচে ঢাকা এবং তাতে কোনও সাইরেন ব্যবহার করা হয়নি।
সাবরিনা জানিয়েছেন, ট্রেনেও তাদের প্রেসিডেন্টের দিকে তাকাতে বারণ করা হয়েছিল। এর পর ১০ ঘণ্টার সফর শেষে ইউক্রেনে পৌঁছান বাইডেন। দেখা করেন সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে।
আকস্মিক এ সফরে গিয়ে বাইডেন ইউক্রেনের জন্য আরও ৫০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার কথা ঘোষণা করেন।
সি এন এন
২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫২
শাহ আজিজ বলেছেন: বুইড়ার শখ হইছে , মিটায়া নিক ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৫
কামাল১৮ বলেছেন: রাশিয়ার সাথে পরামর্শ করেই বাইডেন ইউক্রেন সফর করেছে।বিমান আক্রমনের সাইরেন বেজে উঠেছিল বাইডেন থাকাকালে।এবং প্রেসিডেনট ভয়ও পেয়েছিলো।নিরাপত্তা কর্মিরা তাকে ঘিরে ধরে,সেই ছবিও এসেছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
শাহ আজিজ বলেছেন: ছবি বা ভিডিও থাকলে পোস্ট করে দিন ।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আগুনে ঘি ঢালার জন্য গিয়েছেন মনে হয়। বিশ্ববাসীর কি লাভ হবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭
শাহ আজিজ বলেছেন: আমাদের কাচা বাজারিদের ব্যাপুক লাভ , তাগো মুখে ইউক্রেন যুদ্ধ তাই দাম বাড়ছে । এই সফর একটা মেসেজ দিল পুতিনকে যে আমেরিকা এই যুদ্ধকে সমর্থন করে ।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: বাইডেন এর এই মুহুর্তে ইউক্রেন যাওয়া উচির হয়নি। উহা ভুল কাজ হয়েছে।
ট্রাম্পের চেয়েও সে কিছুটা বেশী বোকা মনে হচ্ছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৪
শাহ আজিজ বলেছেন: হুম তোমাকেই প্রেসিডেন্ট বানানো উচিত ছিল । আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে পড়াশুনা শুরু করো ।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৫
কামাল১৮ বলেছেন: কোনটাই পোষ্ট করতে জানি না।রাশান পত্রিকায় আছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০০
শাহ আজিজ বলেছেন: হুম , আপনার জন্য বিপদ । কাউকে বলুন সাহায্য করতে কিভাবে অ্যাড করতে হয় ।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৪
কামাল১৮ বলেছেন: পুতিন জানবে কি নেংটা পোলাপানও জানে।যুদ্ধ করছেই আমেরিকা।যুদ্ধ অনেক বছর চলবে।এটা একটা নীতি নির্ধারণী যুদ্ধ।বিশ্ব মোড়ল আমেরিকা থাকবে কি থাকবেনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৫
শাহ আজিজ বলেছেন: শুধু আমেরিকা নয় , রাশিয়াও যুদ্ধ করছে । ইউক্রেন হল সেই মাঠ যেখানে দুইপক্ষ খেলবে , হার নাই জিত নাই স্রেফ অর্থ নাশ জীবন নাশ ।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫২
কামাল১৮ বলেছেন: বিপদ বলতে বিপদ।ছোটমেয়্ সাহায্য করতে,সে গেছে বাংলাদেশে।সে বাংলাদেশ থেকেই অফিস করছে।আমাকেও সাহায্য করতে পারে কিন্তু আমিই যুক্ত হতে পারছি না।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৬
শাহ আজিজ বলেছেন: আ হ হা কি বিপদ ।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৭
জ্যাক স্মিথ বলেছেন: এই বুড়োর সাহস আছে অনেক, আগের বারও সংঘাতপূর্ণ পোল্যান্ড সিমান্তে সেনাবাহিনীর তাবুতে গিয়ে তাদের সাথে পিজা খেয়েছিলেন। বাইডেন ঝানু রাজনীতিবিদ, তার মাথায় চিকন ডিপ্লোম্যাটিক বুদ্ধি আছে যা ট্রাম্পের নেই। বাইডেনের কাছে ট্রাম্প শিশু।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭
শাহ আজিজ বলেছেন: হুম , গাঁটস লাগে এসব কাজে । ট্র্যাম্প তো পাগল এক পিস ।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত গোপনীয়তার কী আছে? খুব ভয় পাইছিল - তার বিমানে কিংবা মিটিঙের জায়গায় অ্যাটাক হতে পারে
ইউক্রেনের প্রেসিডেন্ট আসলে কে? ভলোদিমি, নাকি জোবা?
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০০
শাহ আজিজ বলেছেন: ভয় তো থাকবেই । কোন রাশিয়ান পাগলা মিজাইল ম্যান যদি মাইরা দেয় একটা
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪৬
নেওয়াজ আলি বলেছেন: উনাদের জ্বালানো আগুনে আমরাই পুড়বো
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০১
শাহ আজিজ বলেছেন: আগুন আইতে আইতে নিভ্যা যাইব , হুম ।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:১০
কালো যাদুকর বলেছেন: রাশিয়া পারমাণবিক চুক্তি থেকে সরে আসছে। কারো লাভ হয়নি। এবার অর্থনীতি নষ্ট হবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০২
শাহ আজিজ বলেছেন: সরে আসার ব্যাপারটা আমি জানিনা , একটু বলবেন খুলে ।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪
কালো যাদুকর বলেছেন: ২০২১ সালে যুক্তরাষ্টের সাথে রাশিয়ার যে পারমানবিক চুক্তি হয়েছিল, সেটা রাশিয়া বাতিল করল। নিউইয়র্ক স্টক অলরেডি রিএক্ট করেছে॥ ষটুপিড পলিটিক্স।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুম তোমাকেই প্রেসিডেন্ট বানানো উচিত ছিল । আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে পড়াশুনা শুরু করো ।
আন্তজার্তিক বিষয়ে আমি কাঁচা। একদম কাঁচা। শূন্য বলতে পারেন।
আন্তজার্তিক বিষয় সবচেয়ে ভালো জানেন আমার ওস্তাদ চাঁদগাজী।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৯
শাহ আজিজ বলেছেন: হুম , তার কাছেই শেখ তাহলে ।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬
সোনাগাজী বলেছেন:
বাইডেন আমেরিকা ও বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিয়েছে; ডামীর মগজ কাজ করছে না।