নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://fb.watch/ljA8yyaose/
গত কয়েকদিন অধীর আগ্রহে অপেক্ষা করছি ডুবে যাওয়া টাইটানিক জাহাজ দেখতে যাওয়া একটি সাবমেরিন বেমালুম হারিয়ে যাওয়ার উদ্ধার পর্ব দেখতে । আমি জানিনা কেন আমি এত উদ্বিগ্ন । সমুদ্দুরের নিচে বিজ্ঞানের অগ্রসরমানতা খুবই কম যতনা মঙ্গলের কাছাকাছি গেছে ।জনপ্রতি আড়াই লাখ ডলারের বিনিময়ে এতোগুলো মানুষ লাশ হতে চায়নি নিশ্চয়ই ! সাথের ভিডিও লিঙ্ক বেশ আইডিয়া দেবে । আমার মনে হয় বড্ড দেরি হয়ে গেছে । হিসাব মতে আজ সকালে ওদের ভাণ্ডারে রক্ষিত অক্সিজেন শেষ হবার কথা ।
ঈশ্বর মঙ্গল করুন ।
২২ শে জুন, ২০২৩ সকাল ১১:৪৬
শাহ আজিজ বলেছেন: লিঙ্ক এর ভিডিও দেখেছেন নিশ্চয়ই । ওখানে সাগরের তল দেশের বিকট জীব জন্তুর কথাও বলা হচ্ছে । কিন্তু সাগরের নিচের ম্যাগনেটিক ফিল্ড নিয়ে রা নেই ।
২| ২২ শে জুন, ২০২৩ সকাল ১১:৩৫
শেরজা তপন বলেছেন: * কিছু অতি বুদ্ধিমান মানুষের ধারনা; বিজ্ঞানের এখন একটা মাত্র কাজ বাকি মানুষকে অমরত্ব দেয়া - বাকি আর কিচ্ছু নাই!!
৩| ২২ শে জুন, ২০২৩ সকাল ১১:৫১
শেরজা তপন বলেছেন: এইটা নিয়ে অনেক সাই-ফাই মুভি হবে। আজগুবি আলোচনা হবে। আমরা ১লক্ষ আলোক বর্ষ দূরে কোন নক্ষত্রের কোরের মধ্যে ক আছে বিলক্ষন বলে দিতে পারি কিন্তু মাত্র ২২০০০ ফুট সুমুদ্রের গভীরে দৈত্য দানো থাকিলেও থাকিতে পারে এমন ভাবনায় অস্থির হয়ে পড়ি।
২২ শে জুন, ২০২৩ সকাল ১১:৫৫
শাহ আজিজ বলেছেন: সাগরের তলদেশ নিয়ে কেন এত কম গবেষণা হয়েছে জানিনা তবে এবারের ঘটনা বিজ্ঞানীদের শিক্ষা দেবে । হ্যা আগামি বছরেই আমরা নতুন থ্রিল মুভি আশা করছি ।
৪| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১২:০২
শাওন আহমাদ বলেছেন: এক হারিয়ে যাওয়া দেখতে গিয়ে নিজেদেরই হারিয়ে যাওয়া। এক জীবনে মানুষের ইচ্ছে আর আকাঙ্খার শেষ নেই।
২২ শে জুন, ২০২৩ দুপুর ১২:৩৩
শাহ আজিজ বলেছেন: হুম , পয়সাওয়ালা মানুষদের বেপরোয়া আচরন ।
৫| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১২:১৮
জ্যাক স্মিথ বলেছেন: আমার মনে হয় ওদের অক্সিজেন ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, ওদের আর জীবিত উদ্ধার করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে।
আমি অবাক হয়ে যাই, এত বড় একটা সবমেরিন বেমালুম হারিয়ে গেলো!! যোগাযোগের জন্য ওদের দ্বিতীয় ও তৃতীয় অপশন রাখা উচিৎ ছিলো। নতুন একটা শব্দ শুনতে পাওয়ার কথা জানা যাচ্ছে।
২২ শে জুন, ২০২৩ দুপুর ১২:৩২
শাহ আজিজ বলেছেন: আজ সকালেই অক্সিজেন শেষ হবার কথা । এই দুর্ঘটনার বিস্তারিত জানতে পারব খুব শিঘ্রিই । শব্দ ওই এলাকা থেকেই এসেছে বলে কনফার্ম করেছে ইউ এস কোস্ট গার্ড । বিবিধ অপশন রাখা উচিত ছিল কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী টাইটান কোম্পানি ওখানেই ভুল করেছে ।
এই দুর্ঘটনা বিজ্ঞানীদের নতুন থিওরি নিয়ে নাড়াচাড়া করার সুযোগ এনে দেবে ।
৬| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১২:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এই ঘটনার দ্বারা বোঝা গেল পানির নীচ নিয়ে বিজ্ঞানীদের প্রচুর গবেষণা করতে হবে। তাদের ছিল অতি মাত্রায় কনফিডেন্ট, কিন্তু অতিরিক্ত কনফিডেন্ট ভালো নয়। যদি এখন আর অক্সিজেন না থাকে তো ?-- ইতিহাস হয়ে যাবে তারা ? ভাবতেই খুবই কষ্ট হচ্ছে।
২২ শে জুন, ২০২৩ বিকাল ৪:২৮
শাহ আজিজ বলেছেন: আমি টিউনড অবস্থায় আছি সর্বশেষ অবস্থা জানার জন্য ।
৭| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫০
জ্যাক স্মিথ বলেছেন: তবে ঘটনাটি ঘটার কারণে প্রপাগন্ডা ছড়ানোর একটি প্লট তৈরী হলো- গল্প, মুভি, উপন্যাস, আর্টিক্যাল কতকিছু রচিত হবে এটা নিয়ে। যে কন্টেন্টে যতবেশী কল্প কাহিনি থাকবে সে কন্টেন্ট ততবেশি হিট হবে, বিলিয়ন ডলারের বাণিজ্য হবে এই একটি মাত্র ঘটনা নিয়ে।
২২ শে জুন, ২০২৩ বিকাল ৪:২৯
শাহ আজিজ বলেছেন: অনেক কিছুই হবে এই সাবমেরিন গুম হওয়া নিয়ে ।
৮| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: মহাকাশ এবং সমুদ্রের গভীরে রহস্যের শেষ নেই। মানুষ আজও সব রহস্য ভেদ করতে পারেনি।
ভিডিও ট দেখে আবার আসবো মন্তব্য করতে।
২২ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩১
শাহ আজিজ বলেছেন: এখানেই আল্লাহর বিশালত্ব প্রমান সহ । ওখানে পানির চাপ ৩৫০ গুন বেশি । কিন্তু কিছু মাছ টিকে আছে দিব্যি ।
৯| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: ভিডিও টা দেখলাম।
কিছু বুঝতে পারতাম না। আশা করি ২৪ ঘন্টার মধ্যে বিস্তারিত জানা যাবে।
১০| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১:২৬
ঢাবিয়ান বলেছেন: টাইটানিক ঘিরে রহস্যের আর শেষ নাই। শত বছর আগে সামান্য একটা আইসবার্গে ধাক্কা খেয়ে টাইটানিক ডুবে যায়। আর আজ শত বছর বছর পর এত উন্নত প্রযুক্তির যুগে সাবমেরিন যেখানে রেগুলার চলাচল করে সমুদ্রের নীচে , সেখানে ডুবে যাওয়া টাইটানিক দেখতে গিয়ে নিখোজ হল এই সাবমেরিন।
২২ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩২
শাহ আজিজ বলেছেন: এক বিশাল রহস্যের জন্ম দিয়েছে এই গুমের ঘটনা ।
১১| ২২ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই মর্মান্তিক ঘটনা। গতকাল খবরে ঘটনাটা জানলাম। আজ সকালে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা। আর কোনো আপডেট নাই?
২২ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
শাহ আজিজ বলেছেন: আর কোন আশা নেই । এখন দেহ উদ্ধারের পালা । এটাই ছিল কিছুক্ষন আগের আপডেট ।
১২| ২২ শে জুন, ২০২৩ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: এই ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে একটা পোষ্ট দেন। প্লীজ।
২২ শে জুন, ২০২৩ রাত ৯:১৩
শাহ আজিজ বলেছেন: যান উদ্ধার হলে পোস্ট দেব ।
১৩| ২২ শে জুন, ২০২৩ রাত ৮:৪১
রিফাত হোসেন বলেছেন: bbc live এ আমিও চোখ রাখছি। প্রযুক্তির এত উন্নতিতেও মানুষ অসহায়। এই submersible কে বাণিজ্যিকভাবে পর্যটনে ব্যবহার ঠিক হয়নি। এটার অনেক issues আছে। এর মালিক overlook করেছে।
যদি উদ্ধার সম্ভব হয় তবে খুশি হব। প্রকৃতির কাছে অসহায় আত্নসমর্পণ খারাপ লাগে।
২২ শে জুন, ২০২৩ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: একটু আগে উদ্ধারকারীরা যাত্রীদের জীবিত ফেরত পাবার আশা ছেড়ে দিয়েছে । এখন দেহ উদ্ধারের পালা । খুব বেশি ঝুকি নিয়ে ফেলেছিল সবাই । এখন অপেক্ষা ----------------
১৪| ২২ শে জুন, ২০২৩ রাত ১১:৫৮
কামাল১৮ বলেছেন: গবেষণা করতে অনেক বড় ফান্ড লাগে।অলাভজনক মনে করে কেউ টাকা খরচ করছে না।তাই অগ্রসর হয় না।তবে অনেক গবেষণা হয়েছে।আমরা তার কতোটুকু খবর রাখি।নিয়মিত বিজ্ঞানের চ্যানেলগুলো দেখলে অনেক কিছু জানা যাংয।ব্লগ দেখতে দেখতেই সময় শেষ।
২৩ শে জুন, ২০২৩ সকাল ১০:৫৭
শাহ আজিজ বলেছেন: এবার নতুন গবেষণা হবে ধ্বংস হয়ে যাওয়া সাবমেরিন নিয়ে ।
১৫| ২৩ শে জুন, ২০২৩ রাত ১২:০১
কাছের-মানুষ বলেছেন: ব্যাপারটা দুংখ্যজনক। আমি অপেক্ষায় আছি শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য! তবে বেচে ফেরার আশা ক্ষীণ! এর আগে কয়েকটি উড়োজাহাজ যাত্রীসহ আকাশ থেকে উদাও হয়েগিয়েছিল!
২৩ শে জুন, ২০২৩ সকাল ১০:৫৫
শাহ আজিজ বলেছেন: সাবমেরিনটি বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেছে । ওই টুকরোগুলো ছড়িয়ে আছে টাইটানিকের আশপাশে ।
১৬| ২৩ শে জুন, ২০২৩ ভোর ৫:৪৫
জুন বলেছেন: টাইটানিকের পরিনতি বহন করতে হলো সাবমেরিন টাইটানকে। অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনার খবর জেনে দিন শুরু হলো। পাচ অভিযাত্রীর কেউ বেচে নেই। মাদার বোটের সাথে সংযোগ বিচ্ছিন্নের পর পরই এটি বিস্ফোরিত হয়। টাইটানিকের এক হতভাগ্য যাত্রীর আত্মীয় ছাড়াও ছিল পাকিস্তানি এক বাবা ও সদ্য স্কুল পাশ করে কলেজে ভর্তি হওয়া এক ছেলে যার বয়স উনিশ। অক্সিজেনের অভাবে তাদের তড়পে তড়পে মরতে হয় নি এটুকুই স্বান্তনা।
২৩ শে জুন, ২০২৩ সকাল ১০:৫২
শাহ আজিজ বলেছেন: সকালে ঘুম থেকে উঠে শুনলাম দুঃসংবাদটি । বিস্ফোরণের ফলে টুকরো টুকরো হয়ে গেছে টাইটান সাবমেরিন । কেন এই বিস্ফোরণ জানা যায়নি । শাহজাদা দাউদ আর পুত্র সুলেমান দাউদ খুব ভ্রমন বিলাসি ছিল ।
গোটা বিষয়টি দুর্ভাগ্যজনক । আল্লাহ রহম করুন ।
১৭| ২৩ শে জুন, ২০২৩ সকাল ১১:০১
আমি সাজিদ বলেছেন: দুর্ভাগ্যজনক
২৩ শে জুন, ২০২৩ সকাল ১১:২৬
শাহ আজিজ বলেছেন: কেন তারা আরও সতর্ক হননি যা জানা যাবে না ।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২৩ সকাল ১১:৩৪
শেরজা তপন বলেছেন: হুম টেনশনের ব্যাপার! মানুষের মাতবারি আর দাপাদাপি পৃথিবীর উপরেই। ভাব যে সব আমরা জেনে বুঝে গেছি- আর কিছু বাকি নাই।
বিজ্ঞানের এখন একটা মাত্র কাজ বাকি মানুষকে অমরত্ব দেয়া