নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রদর্শনী আছে কিন্তু ক্যাটালগ নেই । এমনটি সামদানীদের আয়োজিত বৃহত্তম শিল্পকলা প্রদর্শনীতেও হয়েছিল । এবার জাতীয় প্রদর্শনীতেও সেই একই উত্তর " ছাপাখানায় কাজ চলছে" । তো ৬ মাস আগের সামদানিদের ক্যাটালগ চাইলাম , নেই নেই নেই । এভাবেই চলছে জাতীয় চিত্রশালার কর্মকাণ্ড । বেশ একটা নাটক তৈরি করা এটা নিয়ে । লাকি পরিচালনা করবে , নাটকের লোকজন তালিয়া বাজাবে । যাই হোক যে কটা ছবি আঁটল তাই দিলাম আপনারা ভাগ করে বিড়ি খাওয়ার মত খেয়ে নেবেন ।
প্রদর্শিত ছবিতে বা ভাস্কর্যে নতুনত্ব আছে যা আপনাকে মুগ্ধ করবে । প্রদর্শনী জুলাই পর্যন্ত চলবে , সময় করে এক বিকেলে বেরিয়ে পড়ুন , আনন্দ নিন সাথে এক কাপ চা ।
০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮
শাহ আজিজ বলেছেন: ক্যাটালগ থাকলে ঘরে বসে পি সির সামনেই লিখে ফেলা যায় অনেক কিছু আলোচনা সমালোচনা । খুব ক্ষুব্ধ আমি ।
আপনাদের মত প্রবাসীদের জন্য অনলাইন শো করতে পারে ।
২| ০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
এইযেদুনিয়া বলেছেন: গতমাসেই ঘুরে এসেছি। আমার কাছে ভালো লেগেছিলো সাপ লুডু নিয়ে পারফর্মিং আর্ট। এবার যুদ্ধ ও প্রকৃতি বিষয় শিল্পকর্ম বেশি দেখলাম
০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯
শাহ আজিজ বলেছেন: এখনকার তরুন শিল্পীরা পরিক্ষা নিরীক্ষার দিকে ঝুকেছে বেশ , আমার বেশ ভাল লেগেছে ।
৩| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:০৩
রাজীব নুর বলেছেন: প্রদর্শনী আপনার পোষ্টের মাধ্যমে দেখে নিলাম।
আইলসা হয়ে গেছি। কোথাও যেতে ইচ্ছা করে না।
০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৮
শাহ আজিজ বলেছেন: তোমার কাছেই তো , আমাগো থেইকা দূরে । হাজার টাকা উবারে যায় ।
৪| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩৪
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
ছবিতে দেখা ভাস্কর্য্যের স্বাদ, ভাগে বিড়ি খাওয়ার মতো অতৃপ্তিকর।
পুরো একটা বিড়ি খেয়ে শেষের সুখটানটা দিতে না পারলে আর বিড়ি খাওয়া কিসের ????
সামনাসামনি দেখতে পারলে রসের মিষ্টটুকু বোঝা যেতো!
জাতীয় পর্য্যায়ের কোনও আয়োজনে আমাদের উদ্যোক্তারা যে সুচারু এবং ত্রুটিবিহীন ভাবে কোনও কিছুরই আয়োজন করতে পারেন না তা আর নতুন কি !!!!!!!!
০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:৪০
শাহ আজিজ বলেছেন: ঠিক বলেছেন । নাটকের লোক শিল্পকলা চালায় । অব্যাবস্থা তো নিত্য সঙ্গী হবেই । শিল্পকলা এখন একটি বৃহৎ গুদাম ঘর ।
৫| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন:
পুত্র কন্যারা গিয়ে দেখে এসেছে। আমি মধ্য ঢাকায় তেমন যাই না। সারা দিনের মামলা, ঘ্যাচাং করে দিন শেষ হয়ে যায়। প্রিন্টেড বই/ক্যাটালগ করলে হয়তো তেমন বিক্রি বাট্টা হয় না, তাই মনে হয় প্রিন্টের ঝামেলাতে এখন আর যায় না। অযথা পরে সের দরে বিক্রি করতে হবে মিডিয়া পাবলিকেশন্স।
০৮ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: অংশগ্রহনকারি শিল্পী এবং অন্য অনেকেই ক্যাটালগ সংগ্রহ করেন স্মৃতি রক্ষার জন্য । আসলে একটা দায়সারা গোছের ব্যাপার হয়ে গেছে । অল্প করে ছাপালেও একাডেমীর লস নেই ।
৬| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভাস্কর্যগুলো অসাধারণ লেগেছে! দেখতে ইচ্ছে করছে।
আজ সন্ধ্যার ফ্লাইটে সিলেট ফিরে যাওয়ার আগে একবার ঢু দেওয়ার চেষ্টা করবো অবশ্যই।
রাজীব সামদানী আর নাদিয়া ম্যাডামের সাথে আপনার কথা হয়? বা রুক্সমিনি চৌধুরীর সাথে?
০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩৭
শাহ আজিজ বলেছেন: না , এদের কারো সাথে আমার পরিচয় নেই । ঢাকা এসেছিলে ? আমার কারো সাথেই দেখা হয়না ।
৭| ০৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: না , এদের কারো সাথে আমার পরিচয় নেই । ঢাকা এসেছিলে ? আমার কারো সাথেই দেখা হয়না ।
============================================================
জী, ভাইয়া। আজ ঢাকা ছাড়ছি।
আপনি নাদিয়া ম্যাডামকে বললে পরের প্রদর্শনীতে অবশ্যই ক্যাটালগ করবেন।
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৪
শাহ আজিজ বলেছেন: দেখি ওদের ফেসবুকে বা ওয়েবে লিখব এ বিষয়ে ।
৮| ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তোমার কাছেই তো , আমাগো থেইকা দূরে । হাজার টাকা উবারে যায় ।
আমার এখান থেকে উবারে গেলে ৪/৫ শ' টাকা নিবে।
তবে আমি উবারের পক্ষে না। বাসে করে বিশ টাকা দিয়ে চলে যাব। অপচয় ভালো লাগে না। তবে সাথে বউ বাচ্চা থাকলে ভিন্ন কথা।
০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪২
শাহ আজিজ বলেছেন: আমার হাঁটু , কোমরে ক্ষয়ের জন্য বাসে চড়তে সমস্যা , নামতেও সমস্যা । অতএব গাড়ি বা স্কুটার । এজন্যই কম বেরুনো হয় ।
৯| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৬
প্রামানিক বলেছেন: ত্রুটিবিহীন শতভাগ আয়োজন কমই হয়
১৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫২
শাহ আজিজ বলেছেন: আগে হতো , এখন এলোমেলো হয়ে গেছে ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
কামাল১৮ বলেছেন: চিন্তাকরে চিত্রশীল্পের অর্থ বের করা কঠিন কাজ।ক্যাটালগ থাকলে ভালো হয়।আপনার মাধ্যমেই দেখে নিলাম।যেয়ে দেখাতো আর হবে না।দেশে থাকলে যেতাম।