নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেল পরশু চীন এবং আমেরিকার সম্পর্ক নতুন সুচকে গেল মানে যে উত্তেজনা বিরাজ করছিল তার নিস্পত্তি হল । গেল এক মাসে আমেরিকার কূটনীতিক নানা প্রক্রিয়া চলেছে বেইজিং কে নিয়ে । পরশু প্রাক্তন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর সবাইকে এই বার্তা দিল আর কোন ঝুট ঝামেলা নয় রাস্তা সোজাই যাবে । শি জিং পিং কিসিঞ্জারের হাত ধরে বললেন ওল্ড ফ্রেন্ড । বেইজিঙের পশ্চিমে দিয়াও ইউ থাই ষ্টেট গেস্ট হাউসে তাদের গোপন আলাপ হল , কি হল তা জানা যাবে না কখনো ।
১৯৭১ সালে হেনরি কিসিঞ্জার তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে এলেন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সমাধানে । ঢাকা তখন পাকসেনাদের পদতলে লুণ্ঠিত । রাতের এক গোপন সফরে কিসিঞ্জার ও সুলতান মোহাম্মদ খান বেইজিং পৌঁছলেন । পুরো সফরটাই নিশ্ছিদ্র গোপন রাখা হয়েছিল । এই গোপন সফরে চৌ এন লাই চীনের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন । পূর্ব পাকিস্তান নিয়ে আলাপে চৌ বলেছিলেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক । মাওএর মৃত্যুর পর ১৯৭৮ সালে তেং শিয়াও পিং পার্টি সেক্রেটারি হয়েই এক ছুটে আমেরিকায় । তারপর থেকেই চীনে ব্যাপক আমেরিকান বিনিয়োগ যা মনে হচ্ছে কিসিঞ্জারের এই সফরে আরেকটি পালক গুজে দিল । বাইডেন এই অতি পুরাতন বটিকা চালিয়ে দিলেন যে ২০২৩ সাল পর্যন্ত চীনে ১০০ বারের মত সফর করেছেন একদম নিরবে । চীনের মহাউন্নতির নায়ক কিসিঞ্জার জুনে শত বর্ষে পা দিলেন কিন্তু তিনি এখনো অদম্য জেদি বটে ।
দুনিয়ার অনেক হিসাব কিতাব এখন পাল্টে যাবে , সবাই নতুন খাতা কলম নিয়ে বসবে । রাশিয়া ইউক্রেন আরও নরম হয়ে চাষবাসে মনোযোগ দেবে ।
২১ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১২
শাহ আজিজ বলেছেন: মনে হয়না । আমেরিকা চীনে বিনিয়োগে প্রথম স্থানে এখনো । বিনিয়োগকারিদের অনেক চাপ হোয়াইট হাউসের উপর । এবার বরফ গলল মার্কিন বিনিয়োগ আরও কয়েক প্রস্থ বাড়বে । কিসিঞ্জার ৭৮ থেকেই কনসালটেন্সির কাজ করছে এখন চাপ আরও বাড়ল । মার্কিনীদের ব্যাবহারের ৭০% জিনিস চীন থেকে আসে আর এর উৎপাদক মার্কিনী ব্যাবসায়িদের কারখানা গুলো ।
২| ২১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
শেরজা তপন বলেছেন: আপনার কি মনে হয় সত্যিকারে বরফ গলবে?
রাশীয়া-উক্রাইনের যুদ্ধ থেমে যাবা শীঘ্রই?? আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
২১ শে জুলাই, ২০২৩ রাত ৮:০২
শাহ আজিজ বলেছেন: রাশিয়ার একমাত্র বন্ধু চীন আমেরিকার সাথে ভেগে গেল আপ তেরা কিয়া হোগা কালিয়া ।
কিয়েভে রাশিয়ান বিমান চীনা কনস্যুলেটএর ওপর বোমা মেরেছে , মানে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে । যুদ্ধ থামতে হবে । রাশিয়া কিয়েভের সাথে খাদ্য চলাচল সুবিধা চুক্তিতে সই করেনি । এসব খবর চাউর হতেই ভারত চাল রফতানি বন্ধ ঘোষণা করেছে । বিশ্বে খাদ্য সংকট তৈরি হবে শীঘ্রই , সবাই আতংকিত ।
ধন্যবাদ শেরজা ।
৩| ২১ শে জুলাই, ২০২৩ রাত ৮:৪০
কামাল১৮ বলেছেন: আমেরিকার সাথে চীনের সমস্যা অর্থনৈতিক রাশিয়ার সাথে সমস্যা সামরিক।দুটি সমস্যার সমাধান দুই ভাবে হবে।একটা আলাপ আলোচনার মাধ্যমে অপরটা যুদ্ধের মাধ্যমে।আপাতত প্রক্সি যুদ্ধ চলছে।
২১ শে জুলাই, ২০২৩ রাত ৯:০৯
শাহ আজিজ বলেছেন: চীন , আমেরিকা কার্যত কখনই যুদ্ধে জড়াবে না।
৪| ২১ শে জুলাই, ২০২৩ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: খুব শ্রীঘই আমেরিকাকে পেছনে ফেলে চীন বিশ্ব মোড়ল হবে।
২১ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: মোড়ল হবেনা তবে অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তার করবে । আমেরিকা মোটেও ফেলনা রাষ্ট্র নয় ।
৫| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ৮:২০
সোহানী বলেছেন: হুম বাইডেন কঠিন একটা চাল দিয়েছে। কি চাল সেটা সময় হলে জানা যাবে।
তবে রাশিয়া বেশ বেকায়দায় বটে। ঘরের ঝামেলা, বাইরের ঝামেলা, মিত্রপক্ষের ঝামেলা, শত্রুপক্ষের ঝামেলা............... আসলেই "আপ তেরা কিয়া হোগা কালিয়া"
২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১৩
শাহ আজিজ বলেছেন: এই যে চাল দিয়েছে এজন্যই তারা আমেরিকান , শক্তিশালী , বলীয়ান । ওরাই টিকে থাকবে আমাদের পৃথিবীতে ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: অ্যামেরিকা কি চীনকে ভয় পেয়ে সমঝোতায় আসতে চাচ্ছে?